নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভুতের বনভোজন

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

ভুতের দলের বনভোজনে
বিশাল আয়োজন
রান্না-বান্নায় লাগবে শুধু
হলুদ বারো মন।

দুধের পায়েস রান্না হবে
মিস্টি-মন্ডা কত
হরেক রকম খাবার-দাবার
খাবে ইচ্ছামতো।

ভাজি-ভর্তা সবই হবে
গরুর মাংস বাদ
ভুতেরা সব করছে গল্প-
কেমন হবে স্বাদ?

কেউবা চাখে লবন-হলুদ
কেউবা চাখে ঝাল
কেউবা আবার চাখতে গিয়ে
চোখটা করে লাল।

ন্যাংড়া-নুলো, কানা-খোড়া
সব ভুতেরা এলো
খাবার সময় পেটটা ভরে
অন্ধ ভূতেও খেলো।

ওঝা, বদ্যি জানতে পেরে
শ্রাদ্ধ খানায় এসে
গন্ডগোলটা লাগিয়ে দিল
খাবার-দাবার শেষে।

গান-বাজনা আর নাচানাচি
যেই করেছে শুরু
কোত্থেকে যে হাড্ডি এসে
ফাটল ভুতের ভ্রু।

মরা গরুর হাড্ডি পড়ায়
দৌড়ে পালায় সব
বনভোজনে হুড়োহুড়ির
লাগল যে উৎসব।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । চমৎকার ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

এস কাজী বলেছেন: প্রামানিক ভাই ভাল হয়েছে। কিন্তু এমন করে ছড়ার পিছনে লাগলেন যে? হাহাহাহা। না না লিখতে থাকুন। আমরা মজার মজার ছড়া পাচ্ছি।। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী। ঈদের পরে আবার অন্য লেখা শুরু করবো।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

মানবী বলেছেন: মজার ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানবী। শুভেচ্ছা রইল।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

উর্বি বলেছেন: বাহ দারুণ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। শুভ্চেছা রইল।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: মামা আপনার সবগুলো লেখাই চমৎকার। এই কবিতাও অনেক ভাল লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ, এই প্রথম একটা ভাগ্নে পাইলাম। শুভ্চেছা রইল।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ভূতের বনভজন !!! বেশ মজার নামের ছড়া । বাচ্চারা ভয় পাবে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

অন্ধবিন্দু বলেছেন: গরুর মাংস কী দোষ করলো !
ছড়া বেশ পড়লুম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: কি জানি ভাই, ছোট থেকেই শুনতেছি গরুর হাড্ডি দেখলে নাকি সেখানে ভুত থাকে না। গরুর হাড্ডি দেখলেই যদি এই অবস্থা হয় গোশত দেখলে তো আশেপাশেই থাকবে না।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ছড়া পড়লুম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: চমতকার হইছে প্রামানিক ভাই। লাইকড ইট :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভেচছা রইল।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: ছন্দের এমন মিল!! ছড়াতো আজকাল অনেকেই লিখছেন,কিন্তু এমন মিল কি..?? না ভাই অনেক বলে ফেলেছি।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। আপনাদের উৎসাহ আমার ছড়া লেখার অনুপ্রেরণা। শুভ্চেছা রইল।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

সুমন কর বলেছেন: হা হা হা । চমৎকার ।

প্লাস।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

পরী আন্টি বলেছেন: অনেক মজা পেলাম ভাইয়া।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পরী আন্টি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আপনের ছড়া সেইরাম হয় ভাই । ভুতেরও পিকনিক হা হা হা =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। অনেক অনেক শুভেচছা।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে ভূতটার ফাটলো ভুরু
ব্যথাতে কাতরায়,
বাঁচাও বাঁচাও চেঁচায় শত
কে শোনে,সব ধায়।

জামদো ভুতে পালায় গাছে
মামদো লুকায় গর্তে,
শাকচুন্নি কয় ক্ষমো এবার
যাবেই বা কি শর্তে?

হাড্ডি বলে এক শর্তে
ফিরে যেতে পারি,
বনভোজনে আমায়ও রাঁধো
স্যুপ-পায়া,নেহারী।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০

প্রামানিক বলেছেন: নেহারী আর তেহারীতে
গরুর হাড্ডি লাগে
গরুর হাড্ডি দেখলে পরে
ভুতেরা সব ভাগে।

তাই তো হেথায় গরুর হাড্ডি
দেয়া যাবে না ভাই
হাড্ডি ছাড়া বনভোজনটা
জমেছিল তাই।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মাথায় এতো চিন্তা আসে কোথ্থেকে???

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

প্রামানিক বলেছেন: বালিশের নিচে মাথা থাকে তো ঐখান থেকে আসে - - --

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভুতে ছড়া
প্লা দিলাম জোড়া জোড়া ++ ++ ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

প্রামানিক বলেছেন: প্লাস প্লাস পেয়ে খুশি হলাম ভাই
আপনাদের উৎসাহের তুলনা তো নাই।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভুতে ছড়া
প্লাস দিলাম জোড়া জোড়া ++ ++ ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

হামিদ আহসান বলেছেন: ছড়ার রাজা প্রামানিক ভাই
ছড়ায় অনেক মজা পাই ...... :-P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

প্রামানিক বলেছেন: কি আর বলবো হামিদ ভাই
আপনাদের কথায় উৎসাহ পাই।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ ভারী মজার তো!
ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বরকতউল্লাহ ভাই, শুভেচ্ছা রইল।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০

মো: আশিকুজ্জামান বলেছেন: মরা গরুর হাড্ডি পড়ায়
দৌড়ে পালায় সব


মরা গরুর হাড্ডিতে ভয় পেল কেন বুঝলাম না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: ছোট থেকে শুনে আসতেছি গরুর হাড্ডিতে নাকি ভুত পালায়।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

কাবিল বলেছেন:


ওঁরে-----
কেঁ কোঁথাঁয় আঁচিস রেঁ,
তোঁরাঁ দেঁখেঁ যাঁ রেঁ।
প্রাঁমাঁনিক দাঁ বনভোঁজন কঁরছেঁ রেঁ
তোঁরা খেঁয়েঁ যাঁ রেঁ।
হিঁ হিঁ হিঁ হিঁ-----------

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: হি হি হা হা পারছি না আর হেসে
কাবিল মিয়া যোগ দিয়েছে বনভোজনে এসে।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা।
চমৎকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মিসির আলী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

জুন বলেছেন:
সবাই বন ভোজন করতে পারলে ভুত সম্প্রদায় আর কি দোষ করলো ?
গরুর হাড্ডি ছুড়ে মারা ব্যাক্তির কঠোর শাস্তি দাবী কর্ছি প্রামানিক ভাই X((

অনেক অনেক মজার ছড়া :)
+

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, হাড্ডি ছুড়ে মারা ব্যাক্তিকে ধরতে পারলে কচু গাছের সাথে তিন বছরের জন্য ফাঁসি দেয়া হবে।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভূতেরা যদি ভয় পায়, তাহলে তো সমস্যা! ভয় তো পাবো অামরা (মানুষ)! ছড়া ভালো লেগেছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ভুতের উপরে ওঝা আছে না? ওঝা তো মানুষ। কাজেই অনেক কিছু দেখে মানুষ ভয় পায় আবার সে সব নিয়ন্ত্রণ করে মানুষ।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গরুর মাংস বাদ দিয়েছেন বলেই কিন্তু হাড্ডি এসে হামলা করলো :)
দারুণ!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। আপনার উপস্থিতি খুব ভাল লাগছে। শুভেচ্ছা রইল।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

তৌফিক মাসুদ বলেছেন: আগেও পড়েছিলাম মনে আছে। এবারেও মজা পেলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। ঠিকই বলেছেন। আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.