নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কোরবানী দেয় ফ্রিজ দেখে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫


শহীদুল ইসলাম প্রামানিক

কোরবানীতে দিতে চেয়ে
একাই একটা গরু
দেয়া হলো না ফ্রিজ ছোট
চেম্বারটা খুব সরু।

সামনের বছর কোরবানীতে
বড় ফ্রিজ কিনে
ইয়া বড় গরু দেবে
ভাগ বন্টক বিনে।

এক গৃহিনীর এমন কথায়
প্রশ্ন এলো মনে
প্রতারণাও চলছে দেখি
সৃষ্টি কর্তার সনে।

কোরবানী দেয় ফ্রিজ দেখে
আল্লার জন্য নয়
এই নিয়তে পশু কিনলে
কোরবানী কি হয়?

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

জুন বলেছেন:

সামনের বছর কোরবানীতে
বড় ফ্রিজ কিনে
ইয়া বড় গরু দেবে
ভাগ বন্টক বিনে।


=p~ =p~ =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আগামী কালকের আগামী ঈদ মোবারক।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল লাগল ভাই, বেশীরভাগ ক্ষেত্রে সত্যিই তাই..........

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

কাবিল বলেছেন: মিঃ বিন এর একটা মুভি দেখছিলাম-- বাজার থেকে মাছ কিনে সেই মাছের সাইজে কড়াই কিনতে গেছে হা হা হা।


দারুন হইছে।
ঈদ মোবারক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

লালপরী বলেছেন: ভাইয়া আপনের ছড়াগুলি দারুন মজার হয় । +++++্

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

সিপন মিয়া বলেছেন: ছরম খবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সিপন মিয়া। ঈদ মোবারক।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: সৃষ্টিকর্তার সনে প্রতারণা....। কুরবানি ই হবে না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: ফ্রিজ ছোট বড় দেইখা গরু ছোট বড় কিনলে কেমনে কুরবানী হয় ভাই?

ঈদের শুভ্চেছা। ঈদ মোবারক।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

ক্রিবিণ বলেছেন: কুরবানি আর কুরবানি নেই।/ ফ্রিজ ভরার ফন্দি,/ গোশত চাখায় ব্যস্ত সবে/ বিবেক যেথা বন্দি...।
@ঈদ মোবারক...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই ত্রিুবিণ। ঈদ মোবারক।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: সৃষ্টিকর্তার সাথে ছলনা,
সেতো করিই হর-হামেশা।
নাই যদি হয় উদপূর্তি,
নাইযদিবা জানে লোকে,
লাভ কি দিয়ে, লক্ষ টাকার
গরুর কোরবানী।

গরীব দূখীর কথা যদি ভাব,
শোন বলি ভাই,
"কুকুরের পেটে সয়না খাটি ঘী"
তাই বলি কি, দিয়ে তাদের কোরনা ক্ষতি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা মন্তব্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

রোষানল বলেছেন: হায়!! হায়!! কত বড় একটা কথা ছন্দে ছন্দে বইল্লা ফেলল ...


ধন্যবাদ প্রামানিক ভাই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোষানল। আন্তরিক শুভেচ্ছা রইল।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কোরবানী দেয় ফ্রিজ দেখে
আল্লার জন্য নয়
এই নিয়তে পশু কিনলে
কোরবানী কি হয়?

হবার কথা নয় । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভেচ্ছা রইল।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।

ঈদ সংকলনে সংযুক্ত করে দেবো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনার সহযোগীতা আমার ছড়া লেখায় উৎসাহ যোগায়। শুভেচ্ছা রইল।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোরবানী দেয় ফ্রিজ দেখে
আল্লার জন্য নয়
এই নিয়তে পশু কিনলে
কোরবানী কি হয়?


অসাধারণ লিখেছেন প্রামানিক ভাই ।
ঈদ মুবারক ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

দুর্মর একলব্য বলেছেন: প্রতারনা সৃষ্টিকর্তার সাথে নয় নিজের সাথেই করছে ওই মানুষগুলা.........

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ দুর্মর একলব্য।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: এক গৃহিনীর এমন কথায়
প্রশ্ন এলো মনে
প্রতারণাও চলছে দেখি
সৃষ্টি কর্তার সনে।

কোরবানী দেয় ফ্রিজ দেখে
আল্লার জন্য নয়
এই নিয়তে পশু কিনলে
কোরবানী কি হয়?
-----------------

কোন গৃহিণী এমন ভাবেন ভাই, আপনার গিন্নী নয়তো!!!!! :>

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: আমার গিন্নির কথা কি কমু, কোরবানীর গোশত দান করতে করতে শেষে পারলে ফ্রিজসহ দান করে দেয় এমন অবস্থা।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

উর্বি বলেছেন: ঈদ মোবারক

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। ঈদ মোবারক।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৩

সচেতনহ্যাপী বলেছেন: এখানে কোরবানী দিয়ে ফ্রিজে রাখার লোকই বেশী।। বড়জোর ১০/১২ জনকে খাওয়ানোই যথেষ্ট!!
ঈদ মুবারক।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। ঈদের আগে আগে অনেকেই ডিপ ফ্রিজ কেনেন মাংস রাখার জন্য।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

ভিটামিন সি বলেছেন: মনটা যদি এতই ছোট
তবে কেন ভাই,
লোক দেখানো কুরবানী
আমরা দিতে যাই।
দিতেই হবে এমন কিন্তু
কোন কথা নাই।
সাধ্য থাকলেই দিতে হবে
একথা বলা আছে তাই;
সাধ্য শুধু আর্থিক নয়,
মানসিকও বটে!!
আল্লাহর প্রতি উৎসর্গের
প্রক্রিয়াতেই কোরবানীটা ঘটে।
যদি ভাবো রেজালা খাব, ভুনা খাবো
কালি ভুনা আর কাবাব!
তোমার জন্য কোরবানী নয়
ছেড়ে দাও আর করে দাও আমায় মাফ।
রক্ত মাংস পৌঁছুবে না, পৌছুবে তাকওয়া
শুদ্ধ মনে, পরিশুদ্ধতায় কোরবানী চাই দেওয়া।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ভাই ভিটামিন সি, নিরেট সত্য কথাগুলো ছন্দাকারে বলেছেন। ঈদ মোবারক।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আপনের কবিতা পইড়া আম্রা লুকজন যতই হাসাহাসি করিনা ক্যন ভাই কথাডা কইলাম একদম হাচা কইসেন ভাই। এতে কুনো সন্দেহ নাই =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। আপনাদের উৎসাহমূলক মন্তব্য পইড়া খুবই আনন্দিত হই। ঈদের শুভেচ্ছা রইল।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: ঈদ মোবারক । দারুণ হয়েছে ছন্দময় ব্যাঙ্গাত্তক কবিতাটি । অনেক শুভেচ্ছা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া। অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

আমি আবুলের বাপ বলেছেন: হাচা কতা কইছেন ছড়ায় ছড়ায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবুলের বাপ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

প্লাবন২০০৩ বলেছেন: "কোরবানী দেয় ফ্রিজ দেখে
আল্লার জন্য নয়
এই নিয়তে পশু কিনলে
কোরবানী কি হয়?"
-হয় না, ওটা "ফ্রিজবানী" হয়ে যায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। আপনার ফ্রিজবানী কথাটা খুব ভাল লাগল। ঈদ মোবারক।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজার শিরোনামে মজার ছড়া :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.