নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আজব চোর

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০


শহীদুল ইসলাম প্রামানিক

তুই কি মা জানিস নাকি
রাত দুপুরের পরে
পঁয়ত্রিশ চোর এসেছিল
মোদের ভাঙা ঘরে?

পাঁচাটা নাকি ন্যাংড়া নুলো
পাঁচটা নাকি কুঁজো
পাঁচটা নাকি কথা বলে না
পাঁচটার চোখ বুঁজো!

পাঁচটা নাকি জিহ্বা লম্বা
পাঁচটা নাকি কানা
বাকি পাঁচটার কেমন স্বভাব
বলতে নাকি মানা!

এই ধরনের চোর দেখার পর
বিড়াল কুকুরগুলো
নাড়ার ভিতর দলা পাকিয়ে
অমনি নাকি শু’লো!

তুই কি মা দেখছিস কভু
এমন আজব চোর?
ওদের দেখে কেউ নাকি মা
খোলে না আর দোর!

মুখে নাকি কয় না কথা
নাক দিয়ে সব ডাকে
ওই পাড়ার ওই গবু নাকি
দেখছে দরজার ফাঁকে!

সেগুন বাগিচা
রাত ৯টা ৪০মিঃ
০৬/০৬/২০১৪

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

গেম চেঞ্জার বলেছেন: সত্যিই আজিব চোর

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। শুভ্চেছা রইল।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হ হা ।খুব মজা লাগলো ছড়া ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

শ্মশান বাসী বলেছেন: চমৎকার।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শ্মশান বাসী। শুভ্চেছা রইল।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

ক্রিবিণ বলেছেন: এমন চোরের ফর্দ দিলে, যা ভাবিনি আগে পয়ত্রিশের গুণ গুলোকে ভেঙেছ পাঁচের ভাগে।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্রিবিণ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

ক্রিবিণ বলেছেন: এমন চোরের ফর্দ দিলে,/ যা ভাবিনি আগে;/ পয়ত্রিশের গুণ গুলোকে/ ভেঙেছ পাঁচের ভাগে।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ বেশ লাগলো ছড়ায় ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

হামিদ আহসান বলেছেন: দারুন ছড়া ......।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভেচ্ছা রইল।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: খুব মজা লাগলো B-) B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

ধূর্ত উঁই বলেছেন: এতো দেখি চোরের জয়জয়কার । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধূর্ত উঁই। আন্তরিক শুভেচছা রইল।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
খোলে না আর দোর!

চোরদের কি সবাই দেখতে পেয়েছিলো ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৯

প্রামানিক বলেছেন: দরজার ফাঁক দিয়ে চুপি চুপি দেখেছিল দেখেই কেউ বাইরে বের হয় নাই। ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। শুভেচ্ছা রইল।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৭

কিরমানী লিটন বলেছেন: অপূর্ব মুগ্ধতা-দারুন ছান্দসিক আর ভীষণ মজার ছড়া-এক কথায় অসাধারণ... অভিবাদন প্রিয়কবির জন্য ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:

আজব ভাবনা, আজব বিষয়বস্তু। ছড়া সব সময়ের মতোই ভালো লেগেছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদা গাজী। শুভেচ্ছা রইল।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও কি ওই দলেরই একজন নাকি?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: হে হে আমি যা করি আপনার সাথে পরামর্শ কইরাই তো করি। ধন্যবাদ

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন চোর বিষয়ক ছড়া।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মায়ুরাক্ষী। শুভেচ্ছা রইল।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।
চোর, তাও আবার আজব,
প্রামানিক ভাই ছড়াচ্ছে ভালই গুজব !!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভেচ্ছা রইল।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



আপনার প্রায় সব ছড়াতেই কিছু ব্যঙ্গ থাকে , সমাজের - মানুষের কিছু অসংগতি থাকে । "আজব চোর" এ তা নাই দেখে আজব লাগলো ।
নাকি চোরের মতো লুকিয়ে রেখেছেন কিছু ? :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। আপনি আমার ছড়ার বিষয়গুলো খেয়াল করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হানিফ রাশেদীন। শুভেচ্ছা রইল।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার এক শিশুতোষ ছড়া !
দারুন লিখেছেন প্রামানিক ভাই ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার লাগল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: পঁয়ত্রিশ চোর !!! ঘরে জায়গা হবে তো !! হাহাহা.....

ভালো হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: চোরদের আবার জায়গা লাগে ধরের চিপায় চিপায় ওরা বসে থাকে। ধন্যবাদ ভাই সুমন কর।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: প্রিয় লেখকের পোস্টে অনেক দিন পর মন্তব্য করলাম। কেমন আছেন ভাই?

ছড়া বরাবরের মতই চমৎকার হয়েছে। তবে আমার একটা প্রশ্ন ভাই, "ল্যাংড়া, খোড়া, কানা, চোখে দেখে না, কুঁজা সব মিলিয়ে চোর কয়টা আইছিল একটু কইতে পারেন?"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ভাই হিসাব তো ৩৫টা ছিল। পরে কি পালায়া গেল নাকি?

২২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো তো!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসাব মাহবুব। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.