নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
অক্টোবরের ৫ তারিখে আমার মায়ের প্রথম মৃতু্য বার্ষিকী উপলক্ষ্যে অক্টোবরের ৪ তারিখে গ্রামের বাড়ি যেতে হয়েছিল। যাওয়ার পথে কিছু ছবি।
ফুড ভিলেজে রিফ্রেশ এবং খাওয়ার পাশাপাশি সামন্য সময়ের জন্য শিশুদের মনোরঞ্জন করার জন্য খেলার সরঞ্জাম রাখা আছে।
ফুড ভিলেজের পূর্ব পাশে সুন্দর ফুলের বাগান।
দূরের যাত্রীদের সামান্য সময়ের বিশ্রামের জন্য হাইওয়ের পাশের হোটেলগুলোতে যাত্রীবাহি বাস বিরতি দিয়ে থাকে। যমুনা সেতুর পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ মোরের অল্প পূর্ব পাশেই হোটেল ফুড ভিলেজ প্লাস। ফুড ভিলেজ প্লাস-এর মনোরম পরিবেশ খুব ভাল লাগে এবং খাওয়ার মানও ভালো, বিশেষ করে গরুর মাংস ভুনার তুলনা হয় না। ফুড ভিলেজ-এর প্রথম হোটেল বগুড়া যাওয়ার পথে ধনকুন্ডি এলাকায়। সেখানেও চমৎকার পরিবেশ। এই হোটেলের তুলনায় সেই হোটেলের খাবারের মান আরো ভালো। যদি কেউ ঐ পথে যান তাহলে ধনকুন্ডি ফুড ভিলেজে খাবার চেখে দেখতে পারেন এবং খেয়ে যেতে পারেন বগুড়ার দই, রসমালাইসহ বিভিন্ন মিস্টি, সাথে নিয়ে যেতে পারেন স্পেশাল লাচ্ছা সেমাই।
ফুড ভিলেজে গরমে তৃপ্তি মিটানোর জন্য প্রচুর ডাব পাওয়া যায়।
টাকা পয়সার সুবিধার জন্য এটিএম বুথের ব্যবস্থা আছে।
ফুড ভিলেজে ফুল গাছে ছাওয়া ছাউনিতে দাঁড়িয়ে খোলা হাওয়া খাওয়ার সুন্দর ব্যবস্থা।
গাছগাছালি ঘেরা ছাউনির নিচে পান, বিড়ি ও বিস্কুটের দোকান।
ছায়া ঘেরা প্রশস্ত জায়গা।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। লেখার সময় পাই নাই এইজন্য শুধু ছবি পোষ্ট দিয়েই অন্য কাজে যেতে হয়েছিল। শুভ্চেছা রইল।
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭
মানবী বলেছেন: ফুড ভিলেজ কি বুঝতে পারছিনা!
যাত্রীদের বিশ্রাম নেবার কোন স্থান অথবা রেস্টুরেন্ট এরিয়া মনে হলো।
সুন্দর ছবি শেয়ারের জন্য ধন্যবাদ প্রামানিক।
আপনার মায়ের আত্মার শান্তি কামনা করছি।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৪
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ফুড ভিলেজ হলো বাস যাত্রীদের বিশ্রামসহ খাবারের হোটেল। ধন্যবাদ আপনাকে।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
বংশী নদীর পাড়ে বলেছেন: উত্তরাঞ্চলের কোথায় গিয়েছিলেন দাদা? আমার খুব প্রিয় একটি জায়গা আছে ওদিকে। লালমনিরহাটের তিসতা। তিসতার কথা এখনো ভুলতে পারিনা।
লালমনিরহাট
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৫
প্রামানিক বলেছেন: এক সময় লালমনির হাটে অনেক গিয়েছি। এখন সময়ের অভাবে যাওয়া হয় না। ধন্যবাদ আপনাকে।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ফুড ভিলেজের ছবি আমিও দেব ভাবছি, এর মধ্যেই আপনি পোষ্ট করলেন !!!
অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা, ফুড ভিলেজের শুরু থেকেই অর্থাৎ সম্ভাবত ২০০১ সালে শেরপুর ধনকুন্ডি এলাকায় প্রথম যখন হোটেল চালু করে তখন থেকেই আমার যাত্রা বিরতিতে এক নম্বর পছন্দ ঐ হোটেল। ফুড ভিলেজে গুরুর মাংস আমার কাছে খুবই মজা লাগে। এরকম স্বাদ অন্য কোথাও পাই না। আমার বাচ্চাগুলো ঐ হোটেলের মাংস ভুনা এত পছন্দ করে যে যাত্রাবিরতির সময় গরুর মাংসের ভুনা না খেলে তাদের যেন যাত্রাটাই পূর্ণ হয় না।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: ফুড ভিলেজ মানে "খাবার গ্রাম"--- @ মানবী। ( হাইওয়ের খাবার রেস্টুরেন্ট )
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। ফুড ভিলেজ মানে "খাবার গ্রাম"- এটা কার লেখা?
৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
চিরন্তন মহাশূন্য বলেছেন: আমাদের বগুড়ায় এসে ঘুরে যাইয়েন প্রামাণিক ভাই! আমার নগরী…
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার দাওয়াত আমি সাদরে গ্রহণ করলাম। সময় পেলে অবশ্যই যাবো।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
কেএসরথি বলেছেন: ফুড ভিলেজের ভুনার লোভ ধরিয়ে দিলেন!
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩
প্রামানিক বলেছেন: অনেক হোটেলেই খাবার খেয়েছি কিন্তু ফুড ভিলেজের গরুর মাংসের ভুনার তুলনা হয় না।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিগুলো খুব সুন্দর ।
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১
সাহসী সন্তান বলেছেন: হুম, সুমন কর ভাইয়ের সাথে আমিও একমত! তার মানে এতদিন বড়িতে ছিলেন? তবে বাড়ি থেকে আসার পরপরই কিন্তু খুবই সুন্দর এবং অনেক চমৎকার একটা পোস্ট পেলাম! খুব ভাল লাগলো....!
পোস্টের জন্য ধন্যবাদ কবি! আপনার গ্রামের বড়ির সবাই ভাল আছে......??
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: জি ভাই শুধু গ্রামের বাড়ি নয় ছোট খাটো একটু ভ্রমণেও হয়েছে তবে বিনোদন নয় দৌড়ের উপর ছিলাম। পরবর্তীতে পোষ্ট দিব। ধন্যবাদ আপনাকে।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১
গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাই লুকিয়ে লুকিয়ে বাড়ি গেলেন। কামটা কি ঠিক হইলো?
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: ভাই লুকিযে লূকিয়ে না ভাই আমার মায়ের প্রথম মৃতু্যবার্ষিকীতে যেতে হয়েছে। ধন্যবাদ ভাই।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩
শামছুল ইসলাম বলেছেন: আপনার মাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং জান্নাত নসীব করেন।
ভাল থাকুন।সবসময়।
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করেন।
১২| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মায়ের আত্মার মাগফেরাত কামনা করছি ।
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: এখন বুঝলাম, এতদিন আপনাকে কেন দেখা যায় নি !!
এক লাইন লিখলে হবে !! বর্ণনা কই !!!