নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নদী ভাঙন রোধে মানব বন্ধন

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩১

গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেই সাথে পৈত্রিক জমিজমা দেখতে চরে গিয়েছিলাম। চর থেকে নৌকায় ফেরার পথে নদীর এপারে মানব বন্ধন চোখে পড়ল। গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া, কাতলামারী গ্রামের মানব বন্ধনের কয়েকটি ছবি।


মানব বন্ধনে বক্তৃতা দেয়ার জন্য মাইক রেডি করা হচ্ছে।


মানব বন্ধনে বক্তৃতা দিচ্ছে


ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের লোকজন


মানব বন্ধনে বক্তৃতা দিচ্ছে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।


মানব বন্ধন করা অবস্থায় নদী ভেঙে যাচ্ছে। নৌকা থেকে তোলা ছবি।


চলন্ত নৌকা থেকে তোলা মানব বন্ধনের ছবি।


মানব বন্ধনের একাংশের ছবি।


নৌকা থেকে তোলা মানব বন্ধনের ছবি।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: শত শত পর্যটক আর নেতা (সরকারী অফিসার) সরকারী সফরে মাগনা খামোখা বিদেশ ভ্রমন না করে কিছু টাকা খরচ করলেই এই লোকগুলো বাঁচত!

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। সরকারী লোকজন সরকারী খরচে বিদেশ গিয়ে যে টাকা খরচ করে তা দিয়ে এরকম নদী ভাঙন রোধ করা সম্ভব।

২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

সুমন কর বলেছেন: নদী যাতে ভেঙে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করছি।

শেয়ার করার জন্য ধন্যবাদ। +।

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। কর্তৃপক্ষ দৃষ্টি দিলে অনেক কিছুই সম্ভব।

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০

হামিদ আহসান বলেছেন: নদী ভাঙ্গন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক ....

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। কর্তৃপক্ষের কাছে নদী ভাঙ্গন রোধের দাবী জানাই।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

আবু শাকিল বলেছেন: যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করছি ।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: মাইরের উপর ওষুধ নাই!!!
WDB -র দুই চার জনকে পিটাইলেই টনক নড়বে!!!

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

প্রামানিক বলেছেন: কারে পিটামু আপা, যারা পিটামু শেষে দেখা যাইবো আপনার আমার আত্মীয় স্বজন।

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

জেন রসি বলেছেন: নদী ভাঙন আসলেই এ দেশের কিছু জায়গায় অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা।কিন্তু প্রশাসন অনেক ক্ষেত্রেই নির্বিকার থাকে। আমার জানা মতে কিছু পরীক্ষিত পদ্ধতি আছে যা দিয়ে এই সমস্যার সমাধান করা যায়।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন: কিন্তু প্রশাসন অনেক সময় সামাধন করতে গেলেও করে না দীর্ঘ ইনকাম সোর্সের একটা রাস্তা রেখে দেয়।

৭| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: মানুষের সম্মিলিত উদ্যোগে বেঁচে যাক মানুষ।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

৮| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

অগ্নি সারথি বলেছেন: ফুলছড়ির কি আর কিছু অবশিষ্ঠ আছে? অনেক আগে একবার WFP-র একটা কাজ দেখতে সিংড়িয়া গিয়ে ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দূর্দশার গল্প শুনে এসেছিলাম।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি, সেই দুঃখ দুর্দশা গ্রস্ত মানুষের মধ্যে আমিও একজন। আমার বাপ দাদার পুরানো ভিটা পাকা ঘরবাড়ি নদীতে গেছে।

৯| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫

শামছুল ইসলাম বলেছেন: সেদিন কোন একটা চ্যানেলে ফুলছড়ির উপর রিপোর্টিং হচ্ছিল।
শেষে পানি উন্নয়ন বোর্ডের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বললেন, বাজেট নেই, তাই করারও কিছু নেই !!!

মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, বাজেট কার জন্য? জনগণের জন্যই তো?
সেই জনগণের কস্ট লাঘবে আমরা কত ছলচাতুরী করি।

আপনার পোস্টটি ফুলছড়ি বাসীর দাবীকে আরও জোরাল করবে আশা করি।
এবং কোন একটি কম গুরুত্বপূর্ণ খাত থেকে বাজেট এই খাতে দেওয়া হবে, যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে সেই আবেদন করছি।

ভাল থাকুন। সবসময়।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: সময়ে কাজ করে না অসময়ে কোটি কোটি টাকা খরচ করে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

১০| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর তথ্য বহুল পোস্ট! আসলেই নদী মাতৃক বাংলাদেশে নদী ভাঙন একটা ভয়াবহ সমস্যা! আর এই নদী ভাঙন রোধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আশাকরি দ্রুত তারা একটা ভাল সিদ্ধান্ত গ্রহণ করবে!

পোস্টের জন্য ধন্যবাদ!

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: নদী প্রাকৃতিক কারণে ভাঙে । এক কূল ভাঙে আরেক কূল গড়ে । তবে নদী শাসনের ব্যবস্থা দুঃসাধ্য না হলেও অসাধ্য নয় ।নদীর পানির গতিপ্রকৃতি অনুযায়ী এই ভাঙা গড়ার খেলা ।নদীর নাব্যতা কমেগেলে সাধারণ ভাবেই তীর ঘেষে এসব ভাঙন বেড়ে যায় ।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: নদী প্রাকৃতিক কারণে ভাঙে কথা ঠিক, আবার সরকার ইচ্ছা করলে ভাঙন রোধ করতেও পারে। উদ্যোগ ঠিকই নেয় তবে টাকা যায় মানুষের পেটে নদীর পেটে নয়। ধন্যবাদ আপনাকে

১২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: সবাই বলছে ব্যবস্থ্যা নেয়া হোক, আমি ভাবছি চোখের সামনে নিজের বাড়ি ভেঙ্গে নদিতে চলে যেতে দেখলে কেমন লাগে। ঠিক কেমন সেই অনুভুতি কল্পনাও করতে পারছিনা

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: বলেছেন: সবাই বলছে ব্যবস্থ্যা নেয়া হোক, আমি ভাবছি চোখের সামনে নিজের বাড়ি ভেঙ্গে নদিতে চলে যেতে দেখলে কেমন লাগে। ঠিক কেমন সেই অনুভুতি কল্পনাও করতে পারছিনা
চমৎকার কথা বলেছেন ভাই, যার বাড়ি নদীতে ভাঙছে সে ছাড়া এই অনুভুতি অন্যের খুব একটা হবে না। ধন্যবাদ আপনাকে।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা,
সকাল বেলা অামির যেজন ফকির সন্ধাবেলা ।
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি । উপদ্রুত অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে তারা যেন নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেন ।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নজর দেয় তাহলে এখনও ভঙন রোধ করা সম্ভব।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



শুধু কি নদীই ভাঙে ?

প্রতিনিয়তই তো ভাঙছে আমাদের বিবেক , মনুষত্ববোধ ।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই আহমেদ জী এস। শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক এব্যাপারে একটি ব্যাঙ্গাত্মক ছড়া আশা করছি যা লেখার চেয়েও বেশী আ্ক্রমনে যাবে।।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চেষ্টা করবো। ধন্যবাদ

১৬| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: যমুনা নদীর পাড়ের মানুষদের বহু দিনের সমস্যা এটা। দির্ঘমেয়াদী কাজ হাতে নিলেই সমাধান হবে। বার বার একই কাজ করে টাকা খরচ করার কোন দরকার নেই।

ধন্যবাদ কবিকে, সময় উপযোগী লেখাটির জন্য।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই তৌফিক মাসুদ। যথাযথ পদক্ষেপ নিলে এই ভাঙন রোধ করা সম্ভব।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

টয়ম্যান বলেছেন: কাজের পোস্ট +++++

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টয়ম্যান। শুভেচ্ছা রইল।

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

জুন বলেছেন: গত ডিসেম্বরে সুন্দরবন ভ্রমনে যাবার সময় দেখলাম হিজলা মুলাদী বোধহয় পুরোটাই ভেংগে যাচ্ছে।। আর শতাব্দী প্রাচীন গাছপালা বাড়ীঘর ভেংগে সরিয়ে নিচ্ছে লোকজন। পিতৃপুরুষের সেই পুরনো ভিটেমাটি ছেড়ে যেতে না জানি তাদের কি কষ্টই হচ্ছে।
সচেতনতামুলক পোষ্টে ধন্যবাদ প্রামানিক ভাই

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: বাপ দাদার ভিটা ছেড়ে যেতে যে কি কষ্ট সেটা ভুক্ত ভোগী ছাড়া বোঝা মুশকিল। ধন্যবাদ জুন আপা।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

তামান্না তাবাসসুম বলেছেন: :(

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.