নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নিত্যানন্দের মামা

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

সামনের পুজোয় আসবে নাকি
নিত্যানন্দের মামা
মন্ডা মিঠাই আনবে অনেক
সাথে নতুন জামা।

তাইতে নন্দ ছটফট করে
সকাল সন্ধ্যা ভোরে
তামাম রাতে ঘুমায় নাকো
গত তিন দিন ধরে।

উঠতে বসতে জিজ্ঞেস করে
মায়ের কাছে কয়,
‘যে মামাটা আসবে হেথায়
কেমন মামা হয়’?

সোহাগ করে মা বলে যে,
‘ও যে আমার ভাই,
ভাগ্নে হওয়ায় নতুন জামা
তোকে দিবে তাই’।

‘এই পুজোতে থাকবে হেথা
অনেক মজা পাবি
মামার সাথে পুজোর মেলায়
নানান কিছু খাবি’।

‘খেলনা-পুতুল চাইলে পরে
সবই কিনে দিবে
বিনিময়ে কিচ্ছু নয়রে
তোর হাসিটা নিবে’।

‘মামার সাথে চলবি ফিরবি
চড়বি তাহার ঘাড়ে
অনেক জায়গায় যেতে চাইলে
যাবে বারে বারে’।

মায়ের কাছে অনেক কথা
নন্দ শোনার পর
অনেক আশার স্বপ্নগুলো
ভাবছে নিরন্তর।

কখন আসবে, কখন আসবে?
যাচ্ছে প্রশ্ন করে
মামার আশায় পথটি চেয়ে
মায়ের পিছে ঘোরে।

অবশেষে মামা নয় তো
এলো যে তার লাশ
মায়ের কথার স্বপ্নগুলো
হলো সর্বনাশ।

লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে।

(ছবি নেট)

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

ফকির আবদুল মালেক বলেছেন: লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে।


দুর মনটাই খারাপ হইয়া গেল।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফকির আব্দুল মালেক ভাই, মাঝে মাঝে এমন কিছু ঘটনার কারণে মন খারাপ হওয়ারই কথা। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

টেক সমাধান বলেছেন: অনেকদিন পর কোনো ছড়া খুব আনন্দ নিয়ে পড়ছিলাম... শেষ আটটা লাইন না থাকলেই ভালো হতো, দেখেন না আনন্দাত্মক কিছু আসে কি না।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: এমনই হয় আনন্দের মধ্যেই নিরানন্দ বাস করে। ধন্যবাদ ভাই টেক সমাধান। শুভেচছা রইল।

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: উৎসবের প্রারম্ভে এমন ট্রাজিক টুইস্ট না দিলেই ভালো হতো প্রামাণিক ভাই :(

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। ঠিক আছে তাই হবে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

আজিজার বলেছেন: +++++++++++++++্

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


বেশী ট্র্যাজিক হয়ে গেছে।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: অনেক সময় অনেক ঘটনাই ট্র্যাজিক হয়। ধন্যবাদ

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখ পেলাম ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঘটনাটাও দুঃখের

৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: পুজোয় আপনার ছড়া পেয়ে ভাল লাগল।

কিন্তু শেষে মন খারাপ করে দিলেন।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, সবার জন্যই ছড়া লিখি পুজার জন্য না লিখলে কেমন হয়। পুজোর শুভেচ্ছা রইল।

৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কষ্টের ছড়ায় ছন্দের আনন্দ মাটি হলো

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, মাঝে মাঝে আনন্দের মধ্যেই নিরানন্দ দেখা দেয় এটাও তাই।

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

আমিই মিসির আলী বলেছেন: Aha!!! Dukhho! :(

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিসির আলী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

হামিদ আহসান বলেছেন: ভাবছিলাম মজার ছড়া হবে৷ শেষে দেখি না .....

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: হাসির পরেই কান্না আসে এটাও তাই। ধন্যবাদ হামিদ ভাই।

১১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

দৃষ্টিসীমানা বলেছেন: ছড়াটি কি কোন সত্যি ঘটনা থেকে লেখা ? শেষ টুকু মন করে দিল । ভাল থাকুন সব সময় ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টি, না ভাই এটা কল্পনা থেকে লেখা। তবে অনেক সময় এধরনের ঘটনা ঘটে তাই হয়তো সত্য মনে হচ্ছে। মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

বনমহুয়া বলেছেন: প্রামানিকভাই অসাধারণ লাগলো। কিন্তু এমন পরিনতি চাইনা।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বনমহুয়া। অনেক অনেক শুভেচ্ছা, তবে অনেক সময় না চাইলেও এমন পরিণতি হয়।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

গেম চেঞ্জার বলেছেন: :( :( :( দুঃখ পেলাম। তবে ছড়ায় লাইক।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জর, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে।
----------- :( :( :(

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

ডাঃ মারজান বলেছেন: মন খারাপ হল। তবে বেশ ভালো লাগলো ভাই। ভালো থাকুন

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯

প্রামানিক বলেছেন: এধরনের ঘটনা অনেক সময় ঘটে যায় তাই মন খারাপ করা ছাড়া আর কিছু করার ধাকে না। ধন্যবাদ ভাই ডাঃ মারজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.