নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রুচি বটে

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

নিত্য ভোগে
পিত্ত রোগে
নিত্যানন্দের বাপ
ব্যাথার চোটে
ককিয়ে ওঠে
জোড় হাতে চায় মাপ।

কুঁকড়ে বলে
তেতুল তলে
বাঁচার নাইরে আশা
মরার আগে
সাধ যে জাগে
খাবার চাই যে খাসা।

লবণ ঝালে
দিলে গালে
কষ্ট অনেক হয়
গুরুপাকে
মসলা থাকে
পীড়ার আছে ভয়।

গাছের ফলে
ডাবের জলে
নাইরে কোন রুচি
দেখলে পরে
লোভ যে ধরে
মন্ডা-মিঠাই-লুচি।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

গুরুর শিষ্য বলেছেন: আমার নাড়কেলের নাড়ু হলেই চলে...

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: আপনার নারকেলের রুচি তো মন্দ না। ধন্যবাদ মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: গাছের ফলে
ডাবের জলে
নাইরে কোন রুচি
দেখলে পরে
লোভ যে ধরে
মন্ডা-মিঠাই-লুচি।
------- ইন্না লিল্লাহ!!! :)

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ইন্না লিল্লাহ!!! কি বলেন নাহার আপা। সবার কি সব কিছুতে রুচি থাকে।

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! চমৎকার হয়েছে ভাই। নিন ১ম প্লাস!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

শূণ্য মাত্রিক বলেছেন: আপনারা একটু বেশি বেশি করে লিখবেন তো মশাই। কিছু জন তো কবিতার ব্লাড গ্রুপ চেঞ্জ করে দেবার পায়তারা করতেছে। তাদের তো কিছু শেখার দরকার। হয়ত আমিও তাদের অন্তর্ভূক্ত।

অনেক অনেক ভালো লাগল :)

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: কবিতার ব্লাড গ্রুপ যদি কেউ চেঞ্জ করে দেয় সেটাও একটা নতুনত্ব। ধন্যবাদ ভাই শূণ্য মাত্রিক। মন্তব্য পড়ে খুশি হলাম।অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: মিলনাত্ত্বক চরণের ছড়া । বেশ লেগেছে ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই ভাল লাগলো।।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী, আন্তরিক শুভ্চেছা রইল।

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো। B-) B-)
ধন্যবাদ ভাই।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০১

আরণ্যক রাখাল বলেছেন: হেব্বি ছড়া

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: বাহ অনেক ভালো লাগলো

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নেক্সাস। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাজব রুচিই বটে!

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনার ভিতরে এত ছন্দ আসে কোত্থেকে ভাই?
চমৎকার হইসে।

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। আমিও তো আমারে সেই প্রশ্নই করি। শুভ্চেছা রইল।

১২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

তারছেড়া লিমন বলেছেন: সিঙারা আর খিচুরী যতই মুখে অরুচি থাক আর কিছু রাগে না.......

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন ভাই। শুভেচছা রইল।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২

বাকা পথ বাকা চোখ বলেছেন: হা ,হা হা , ভাই ছড়া না লিখলেন ছবি আকে কে ? আপনি নাকি ?

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: আঁকিয়ের অভাব নাই, ধন্যবাদ মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.