নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

তরুণ ড্রাইভার

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬


শহীদুল ইসলাম প্রামানিক

ঢাকা শহরে চালায় গাড়ি
তরুণ তরুণ ড্রাইভার
শরীরর গরম রক্ত গরম
মাথা গরম রয় যে তার।

উল্টাপাল্টা চালায় গাড়ি
রাস্তা পথে নাই দিশে
প্রতিদিনই চাকার নিচে
জ্যান্ত প্রাণ যায় পিশে।

আইন কানুন ধার ধারেনা
মস্তানী যে ভাবখানা
গাড়ির সিটে বসেই তারা
নেশা-পানি খায় খানা।

পেশার চেয়ে নেশার রাজ্যে
ডুবছে তারা সবসময়
নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: প্রথম হইছি কি? তাইলে চা দেন..। :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: চলে আসেন এখনই খাওয়াবো। ধন্যবাদ

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

গেম চেঞ্জার বলেছেন: ছন্দ অসাধারণ লাগলো ভাই। কিন্তু এই ২ লাইনের সাথে একমত না।

প্রতিদিনই চাকার নিচে
জ্যান্ত প্রাণ যায় পিশে।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: গরু-ছাগাল, মানুষ, মুরগী, মশা-মাছি, ঘাস, গাছপালাসহ কত কি যে পিশে যায় সেই জন্য জ্যান্ত প্রাণ বলেছি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

মহাকাল333 বলেছেন: পেশার চেয়ে নেশার রাজ্যে
ডুবছে তারা সবসময়
নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়।
বাহ , প্রামানিক ভাই, দারুন বলেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহাকাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

আধার আমি বলেছেন: ভালো লাগলোঘ

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আদার আমি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এক তরুন ড্রাইভার সেদিন গুলশানে কী অকাম করলো, প্রামানিক ভাই আপনি কি সেখান থেকে তাড়না পেয়েছেন? ;)
'তরুন/কিশোর ড্রাইভার' আমাদের সমাজে খুবই তাৎপর্যপূর্ণ নাম।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ক্ষমতাবান ধনীর দুলালেরা যখন গাড়ি চালিয়ে অপরাধ করে তখন তাদেরকে তরুণ হিসাবে শাস্তির আওতায় আনা হয় না, অথচ তাদের মাতলামীর কারণে কত লোক পরোপারে চলে যায়।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়।

সহমত কাবিল ভাই , কাব্য সুন্দর হইছে ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের কি আজ ভাল ঘুম হয়েছে না তরুণ ড্রাইভারের সাথে কিছু খাইছেন। কাবিল ভাই পাইলেন কই এখানে। ধন্যবা আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

কিরমানী লিটন বলেছেন: সত্য বয়ান,ছন্দের তালে তালে- চমৎকার ...

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। শুভেচছা রইল।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: চমৎকার প্রামানিক ভাই।

++

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: এসমস্ত অসভ্য অদক্ষ অযোগ্য ড্রাইভাররা বেপরোয়া চালিয়ে মানুষ খুন করছে শুধু একটা কারণে ওরা জানে এদের কিছু হবেনা, শা.খা. নামে এক মন্ত্রী কাম শ্রমিক নেতা আছে যিনি এই সমস্ত খুনী ড্রাইভারদের রক্ষার জন্য সবসময় নিবেদিত। প্রয়োজনে হরতাল করে ফেলবেন।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী, এরশাদ সরকার ড্রাইভারদের শাস্তির আইন সহজ করে ফেলে তার পর থেকে এই অবস্থা।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

সুমন কর বলেছেন: নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়।
-- ভালো বলেছেন।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: পেশার চেয়ে নেশার রাজ্যে
ডুবছে তারা সবসময়
নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়।
------------

ঠিক তাই, কবে যে এ থেকে পরিত্রাণ পাব!!!!! :(

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা, নেশাখোরদের কারণে আমাদের অনেক সময় নাস্তানাবুদ হতে হয়।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: নিজেও মরছে মারছে মানুষ
ওদের নিয়েই হচ্ছে ভয়। আমারও ভয় এখানেই।।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বলোনা ওদের কথা
বড়লোকের বাচ্চারা;
চালায় গাড়ি,হয়না তবু
মোবাইল তাদের হাত ছাড়া !!

এলএসডি আর ক্রিষ্টাল মেজে
ঘোরের নেশায় কার রেসিং;
মরলো মানুষ হলো কি বা
চলছে তবু ফেসবুকিং।

ছুটছে গাড়ী,গ্রাঁ পি যেনো
ফেসবুকে লাইভ স্ট্যাটাস;
প্রভাবশালী মামা আছেন
পড়লোই বা বেশ কিছু লাশ!!!

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: সঠিক কথাই বলছেন ভাই
ছন্দ আকারে
ধন্যবাদ দিলাম তাইতো
হাজারে হাজারে।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

হামিদ আহসান বলেছেন: বাস্তবতাকে প্রেক্ষাপটে নিয়ে সুন্দর ছড়া৷
শুভেচ্ছা নিরন্তর জানবেন প্রামানিক ভাই

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা অনেক ছোট তবে বাস্তবতাটাকেই তুলে আনতে পেরেছেন! আমাদের এলাকায় একটা কথা আছে, শুধু হ্যান্ডেল মারা শিখলেই বড় ড্রাইভার হওয়া যায় না! বড় ড্রাইভার হতে গেলে সাধনার প্রয়োজন হয়!

শুভকামনা জানবেন!

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: শুধু হ্যান্ডেল মারা শিখলেই বড় ড্রাইভার হওয়া যায় না! বড় ড্রাইভার হতে গেলে সাধনার প্রয়োজন হয়!

ধন্যবাদ ভাই সাহসী সন্তান, চমৎকার মন্তব্য করেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

সাবলীল মনির বলেছেন: তার মানে ড্রইভারদের অারো সচেতন হতে হবে ।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: ওদেরেই বা কেমনে দুষী
আমরাও কি কম ভাই
এই দেখেননা কেমন করে
অসঙ্গতী বলে যাই ।

এথায় সেথায় থামে গাড়ি
তিল ফেলারও জায়গা নাই
তারপরেও আপনি আমি
ঠেলে সেথা ঢুকে যাই।

মোবাইলে ব্যস্ত ব্যাটা
অচেতনে পথ পাড়ি
ওমনি করে পিঠের উপর
ওঠে দেখি মস্তগাড়ি ।

ডানে বামে না দেখিয়া
সামনে চলে হননন
বাজার সবই আনতে হবে
বউয়ের কাছে করছে পণ ।

এই সুযোগে রিক্সা কিবা
বাইক যদি দেয় ঠেলা
কেমন করে কইবেন ভাই
ধাক্কা বেট্যা দিল ক্যালা ।

তারপরেও কবির সাথে
আমিও আছি একমন
দুর্ঘটনা রোধে সকল
হতে হবে সচেতন।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: ছন্দ দিয়ে বলছেন আপনি
অনেক কথা মূল্যবান
বিনা কারণে গাড়ির তলে
মরছে অনেক তাজা প্রাণ।

ভাল লাগল মন্তব্যটা
দুর্ঘটনা কমে যাক
নেশার রাজ্য ধ্বংস হোক
সকল জীবন রক্ষা পাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.