নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চিনিনি তো ‘ও’ কে?

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪


শহীদুল ইসলাম প্রামানিক

ভর দুপুরে তাকিয়ে দেখি
জানালা দিয়ে তোকে
একটি ছেলে হাত ধরেছে
চিনিনি তো ‘ও’ কে?

তোর সাথে সে ঘুরছে কেন
বে করেছিস নাকি?
ঘোমটা দিয়ে হাঁটতে গিয়ে
মুখ রেখেছিস ঢাকি।

বরের সাথে যেমন করে
নতুন বউয়ে হাঁটে
তেমন করে হাঁটছিলি তুই
গিয়ে নৌকা ঘাটে।

সেদিন না হয় ঝগড়া করে
গো ধরে আর যাইনি
তার পরেতে অনেক খুঁজেও
তোর দেখা যে পাইনি।

ছোট্ট ভুলে ভুলেই গেলি
আমার ভালবাসা
তোর সাথে যে ঘর বাধিবার
ছিল অনেক আশা।

কিন্তু একি দেখনু সেদিন
আমার নিজের চোখে
সেই থেকে যে এদিক সেদিক
খুঁজছি শুধু তোকে।

সত্যি নাকি বে করেছিস
ওই ছেলাটাই বর,
কোথায় পেলি? কি করে সে?
কোন খানে তার ঘর?

আমায় ভুলে ওই ছেলেকে
কেমনে বাসলি ভাল?
এইদিকে আয়, রাগ করেছিস
মুখ করলি যে কালো?

আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি জয়?

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ঢাকাবাসী বলেছেন: ব্যাপারটা কি?

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: আইজ কাইল যা হয় তাই হইছে আরকি। ধন্যবাদ বড় ভাই।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

গেম চেঞ্জার বলেছেন: হায়! হায়! ভাই এ কি হইলো??

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: এই রকম না হইলে কোবতে লেখা যায় না। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

নাবিক সিনবাদ বলেছেন: আহা এটাতো ভালো কথা নয় :)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ভাল না হলেও করার কিছুই নাই। সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

মেজদা বলেছেন: আহারে !
মনের দুঃখ মনে রইলো রে, বুঝলি না রে সোনার চান।
চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।

খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: বারো মিশালী ছড়া না লিখলে ছড়ার একঘেয়েমী কাটে না তাই এরকম ছড়া লেখা। ধন্যবাদ কোহিনুর ভাই।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রেমিকা অন্যজায়গায় 'বে' করলে এমনই হয় /:)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মইনুল ভাই, কতজন প্রেমিকা হারিয়ে বাউল সাজে। তাদের জন্য দুঃখ হয়।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


তরুণদের যেই অবস্হা, বিজলীর মতো, এই আছে, এই নেই; ভালো হয়েছে লেখা।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী, অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

জুন বলেছেন: অতীব দূঃখের ছড়া প্রামানিক ভাই :(
সত্যি নাকি বে করেছিস
ওই ছেলাটাই বর,
কোথায় পেলি? কি করে সে?
কোন খানে তার ঘর?


তা জানলেন নাকি কি করে সে :-*
+

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: কেমন করে জানবো, ঘটনা তো আমার নয়, আমি লিখেছি মাত্র। ধন্যবাদ জুন আপা।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: মজার ছিল ভাই !

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রাহমান শোভন। শুভ্চেছা রইল।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: আহারে । এভাবে চোলে গেলো !!!
ছড়া সুন্দর লেগেছে ।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেকের জীবন থেকেই এভাবে চলে যায়। শুভ্চেছা রইল।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি তোর জয়?

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় -------- আজ ব্যর্থ প্রেমিক!!!!!!! :(

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: আমি না অন্যদের ঘটনা। ধন্যবাদ কামরুন নাহার আপা।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: সুপ্রেমিক মানেই ব্যর্থ। পেলেও, না পেলেও।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: সুপ্রেমিক মানেই ব্যর্থ। পেলেও, না পেলেও।
দারুণ কথা তো। ধন্যবাদ

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

সুমন কর বলেছেন: হাহাহা....বেচারার খুব কষ্ট.....

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন। অনেক অনেক শুভেচছা রইল।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

তারছেড়া লিমন বলেছেন: চম্র কবিতা ভাই......... নির্মম বাস্তবতা।।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিমন। শুভেচ্ছা রইল।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

কিরমানী লিটন বলেছেন: ভর দুপুরে তাকিয়ে দেখি
জানালা দিয়ে তোকে
একটি ছেলে হাত ধরেছে
চিনিনি তো ‘ও’ কে?

পাঁচটা আঙুল ওরই হাতের
লেপটে আছে গালে,
তোমায় কি আর ভুলতে পাড়ি
আমি কোন কালে !!!

অনেক ভালোলাগা প্রিয় প্রামানিক ভাই...

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৯

প্রামানিক বলেছেন: পাঁচটা আঙুল ওরই হাতের
লেপটে আছে গালে,
তোমায় কি আর ভুলতে পাড়ি
আমি কোন কালে !!!


হা হা দারুণ ছন্দ মন্তব্য। এক্কেবারে খাসা হইছে। ধন্যবাদ

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

কিরমানী লিটন বলেছেন: আলু দিলাম বেগুন দিলাম
দিলাম তেল ঘি,
এখন দেখি পুরাই ফাঁকা
কিসের ভিতর কি!!!

অনেক মজা পেলাম আবারও ...

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০

প্রামানিক বলেছেন: আলু দিলাম বেগুন দিলাম
দিলাম তেল ঘি,
এখন দেখি পুরাই ফাঁকা
কিসের ভিতর কি!!!


কচ্চেন কি এ দেখি আরেক ছন্দ
তার মধ্যে আছে ঘিয়ের গন্ধ।

ধন্যবাদ ছন্দ মন্তব্য খুব ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.