নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়াৎ - ০০

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২


শহীদুল ইসলাম প্রামানিক

(১)
হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝের থেকে
সেদিন থেকে পাবে না কেউ হাজার শত ডেকে
কাঁদবে তখন প্রাণের প্রিয়া কিংবা বন্ধু সুজন
তাদের পাশেই হাসবে কুজন ছিল যারা বেকে।

(২)
আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে
আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে
কিংবা আবার ফুল সাঁজাবে আমার কবর পরে।

(৩)
আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
কাটিয়ে গেলে দু’দশ বছর মুছে যাবে কবর
ভুলবে সবাই ভুলবে স্মৃতি এটাই যেন রীতি।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২

সাবলীল মনির বলেছেন: মরে যাবার পর এ অাকুতি, ভাল লাগল ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

মাহবু১৫৪ বলেছেন: ভাল

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবু১৫৪। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

মোঃ হৃদয় শেখ বলেছেন: আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে

ভুলবে সবাই ভুলবে স্মৃতি এটাই যেন রীতি।



মানুষের জীবনটাই এমন, মরে যাওয়ার পরে শুধু একটা লাশ আর কিছুই না। ভালো লাগল।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হৃদয় শেখ। ঠিকই বলেছেন ভাই মরার পরে নিজের নামটাও থাকে না নাম লাশ। মন্তব্যের জন্য শুভ্চেছা রইল।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক


এটা দারুন হয়েছে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: "আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে" মানুষ কত অদ্ভুত, না? চিরন্তন বাস্তবতার বিমুগ্ধ বর্ণনা!

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বেধৌত সাধু। মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

সুমন কর বলেছেন: কঠিন সত্য তুলে ধরেছেন।

ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি।
বেশ বেশ ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদা ভাই সেলিম আনোয়ার, অনেক অনেক শুভেচছা রইল।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

কিরমানী লিটন বলেছেন: আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
কাটিয়ে গেলে দু’দশ বছর মুছে যাবে কবর
ভুলবে সবাই ভুলবে স্মৃতি এটাই যেন রীতি।

মুগ্ধ ভালোলাগার লিখনি-গভীরের...
শুভকামনা প্রিয় প্রামানিক ভাইকে ... .. .

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন, মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভেচছা রইল।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: এটাই রীতি কিন্তু আমরা মানতে চাই না । পৃথিবী বেঁচে থাকার জন্য নয় । সুন্দর কবিতা ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা রইল।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: বাহ! বেশ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভ্চেছা রইল।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: সব সময় মজার ছড়া লিখেন আপনি, আজ এমন ছড়া!!!!
শরীরটা ভাল আছেতো??

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: না বোন শরীর খুব একটা ভাল না। ঘনঘন মাথা ধরে এইটা নেয়ে বিপদে আছি।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

জনাব মাহাবুব বলেছেন: মন খারাপ করে দেওয়ার মত কবিতা। :(

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জনাব মাহাবুব, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

গেম চেঞ্জার বলেছেন: ব্যতিক্রমী! ঘটনা কি ভাই? ( :| )

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ভবিষ্যতে তো মরতেই হবে তারই কিছু বন্দনা গাইছি আরকি। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

শামছুল ইসলাম বলেছেন: চরম সত্য কথা দিয়ে সুন্দর ছড়া লিখেছেন।

ভাল থাকুন। সবসময়।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.