নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পাগলা-পাগলীর প্রেমালাপ

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০


শহীদুল ইসলাম প্রামানিক

পাগলা-পাগলী গাছের তলে
বলছে রসের কথা
বকর বকর করেই যাচ্ছে
নাই যে নিরবতা।

পাগল বলছে, "আমি তোমায়
অনেক ভালবাসি",
পাগলী শুনে খিলখিলিয়ে
হাসছে পাগল হাসি।

বলছে পাগল, "তোমার গলে
দেব ফুলের মালা",
এই কথাতে পাগলী বেজাড়
মুখখানি তার কালা।

পাগল এবার ক্ষেপে গিয়ে
বলল ধমক দিয়ে,
"তাহলে কি তুমি আমায়
করবে নাকো বিয়ে"?

বলছে পাগলী হাত নাড়িয়ে
অনেক কথার পর,
"আমার বাপের বিশাল বাড়ি
ভাঙা তিনটি ঘর"?

"আমার বাপের অনেক টাকা
ছড়িয়ে ছিটিয়ে থাকে,
এইজন্য তো পাড়ার লোকে
মুজুর নামে ডাকে"।

"বাড়ির সামনে পুকুর আছে
নাই তাতে যে পানি,
সেই খানেতে গোসল করে
আমার নানা-নানি"।

"খোয়াড় ভরা গরু-ছাগল
গোয়াল ভরা হাঁস,
পুকুর জলে মুরগী থাকে
করে টাসটাস টাস"।

"আম কাঠাল আর পেঁপে কলা
কালাই গাছে ধরে,
সকাল বিকাল নাস্তার সময়
খাই যে পেটটি ভরে"।

"আমার বাপের অনেক আছে
তোমার বাপের নাই,
এই জন্য তো তোমার সাথে
বিয়ে হবে না তাই"।

এই না বলে দুই জনেতে
হাসছে হি হি করে
আকাশ বাতাস মাতিয়ে নিয়ে
ভীষণ জোরে জোরে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: কি ব্যাপার সবাই গেল কই???

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: আমিও তো তাই কই সবাই গেল কই? ধন্যবাদ নাহার আপা, আপনি যখন মন্তব্য শুরু করছেন এখন সবাই আইবো।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

বনমহুয়া বলেছেন: দারুন তো।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: এই তো আরেকজন আইছে। ধন্যবাদ বোন বনমহুয়া। অনেক অনেক শুভেচ্ছা।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: "খোয়াড় ভরা গরু-ছাগল
গোয়াল ভরা হাঁস,
পুকুর জলে মুরগী থাকে
করে টাসটাস টাস"।
----------

আপনার ছড়া পড়ে ছেলেবেলায় পড়া সেই, " দাদখানি বেল, মসুরের তেল,দুটি পাকা কৈ "----- ছড়াটির কথা মনে পড়ে গেল!!!!! :) :)
মনে থাকলে ওই ছড়াটা লিখুন না ভাই, আমার খুব একটা মনে নেই।

অনেক ভাল লাগল আপনার ছড়া!!!

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: দাদ খানি চাল মুশুরের ডাল চিনি পাতা দৈ, আর মনে নেই। ধন্যবাদ নাহার আপা।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

শাহাদাত হোসাইন শুভ বলেছেন: বেশ হয়েছে তো...

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসাইন শুভ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লিখেছেন ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী, অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

মানবী বলেছেন: "এই না বলে দুই জনেতে
হাসছে হি হি করে
আকাশ বাতাস মাতিয়ে নিয়ে
ভীষণ জোরে জোরে। "

- নিতান্তই নিষ্পাপ নির্মল হাসি।
চমৎকার ছড়া!!

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানবী। আসলেই পাগলদের হাসি নির্মল, কারণ তারা কোন ছলচাতুরী জানে না। শুভ্চেছা রইল।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: দাদখানি চাল, মসুরের ডা্‌ল, চিনিপাতা দৈ,
দু"টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কৈ।

পথে হঁটে চলি মনে মনে বলি, পাছে হয় ভুল
ভুল যদি হয়, মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল।

দাদখানি বেল, মসুরের তেল, দু'টি পাকা কৈ,
---------------------------------------


আর মনে করতে পারছি না।
আপনার চেয়ে আমি বেশী লিখেছি,------ মানে আপনার চেয়ে ভাল ছাত্রী আমি!!!!! =p~ =p~ =p~ =p~
আপনি খারাপ ছাত্র!!! =p~ =p~

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: আমি শুধু যে খারাপ ছাত্র তাই না, আত্মভোলাও বলতে পারেন, মাঝে মাঝে আমার শ্বশুরের নামটাও ভুলে যাই। তবে আপনার স্মরণশক্তির তারিফ করতে হয়, আরেকদিন সুকুমার রায়ের একটা কবিতা পুরোটাই লিখেছিলেন, যার শেষ লাইনটি শুধু আমি ঠিক করে দিয়েছিলাম। তখনই আমি বুঝেছিলাম আপনি ভাল ছাত্রী ছিলেন। ধন্যবাদ

৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: নিজের সম্মন্ধে অনেক কথাই বললেন ভাই!!!
অনেক অনেক শুভেচ্ছা!!! :)

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। আপনার জন্য রইল অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

পুরাতন আামি বলেছেন: পাগলা ভাবনা, পাগলি লিখা। B-)
ভাল লাগা রইল :)

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুরাতন আমি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: পূর্ব জনমে আপনার সাথেতো আমার পরিচয় ছিল না। পাগলীসহ আমারে আপনে দেখলেন কই?
চমৎকার হইছে ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: চোখ বন্ধ কইরা ঘুমের মধ্যে দেখছি। ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। আপনার রসালো মন্তব্য খুব ভাল লাগল।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

শুভ্র বিকেল বলেছেন: প্রামানিক ভাই অনেক সুন্দর। ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:

মানুষ পাগল হয়, ভালোবাসার অনুভুতি তখনও থেকে যায়।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: দারুণ তত্বমূলক কথা বলেছেন। ধন্যবাদ ভাই চাঁদগাজি।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

এম. সোলায়মান বলেছেন: সুন্দর

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম সোলায়মান। অনেক অনেক শুভেচছা রইল।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

গেম চেঞ্জার বলেছেন: এই তাহলে পাগলা পাগলীর প্রেমালাপ!! :-*

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: এই তো ভাই আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই, প্রেম করতে হয় চুপিচুপি। জোরে হাসলে কইলাম মুরুব্বিরা শুইনা ফেলবো?

কবিতা ভাল পাইলাম! শুভেচ্ছা!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ভাই পাগলের প্রেমে তো ধান্দাবাজি নাই তাই তারা প্রাণ খুলে হাসতে পারে চুপিচুপি প্রেম করে যারা চালাক চতুর তারা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কিরমানী লিটন বলেছেন: এই না বলে দুই জনেতে
হাসছে হি হি করে
আকাশ বাতাস মাতিয়ে নিয়ে
ভীষণ জোরে জোরে।

ঘুম থেকে জেগে দেখি
সাঁজের সকাল ভোরে
একটু আগের গল্প ছিল
শুধুই স্বপন ঘোরে !!!

হা হা হা, অনেক মজা পেলাম প্রিয় প্রামানিক ভাই... :) :D B-) :`> :-P =p~ =p~ =p~

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমনী লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

সহজ-সরল পাগলা-পাগলীর ভালবাসা।

ভাল থাকুন। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: "আমার বাপের অনেক আছে
তোমার বাপের নাই,
এই জন্য তো তোমার সাথে
বিয়ে হবে না তাই"।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন:

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: কথাগুলো খু্বই মূল্যবান। ধন্যবাদ।

২০| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: "আমার বাপের অনেক আছে
তোমার বাপের নাই,
এই জন্য তো তোমার সাথে
বিয়ে হবে না তাই"।


তোমার আমার শুভবিবাহ
কখনো হবে না তাই ।


পুরোটা কবিতা দারুন ছন্দ ময় । এখানটা এরকম করলে কেমন হতো ।

আপনি তো এসময়ের সুকুমার রায় ।অভিনন্দন ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, আপনার ছন্দও গ্রহণযোগ্য। ধন্যবাদ

২১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুন, খুব ভালো লাগল।পাগলা-পাগলীর প্রেমটা বুঝি শেষ পর্যন্ত চালাক হয়ে যাওয়াতে আর টিকে না

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, চালাকী করতে গেলেই প্রেম টিকে না পাগলদের প্রেম ঠিকই থাকে। ধন্যবাদ।

২২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

রাকিব পলাশ বলেছেন: পড়ে আরাম পাইছি ভাই :P

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাকিব পলাশ, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

লালপরী বলেছেন: হি হি হি =p~
পাগলীর মত অনেক হাসলাম ভাইয়া B-))

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী, আপনার হাসি দেখে খুশি হলাম। শুভেচছা রইল।

২৪| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

হামিদ আহসান বলেছেন: হা হা হা .....
দারুন ...।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

ফাহাদ মিয়াজি বলেছেন: চমৎকার

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফাহাদ মিয়াজি, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: ভাঙা তিনটি ঘর... B-)

পাগলা-পাগলীর প্রেমালাপ পড়ে---মজা পেলাম।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচছা রইল।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

জুন বলেছেন: পাগলের মত হাসলাম প্রামানিক ভাই :-0

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.