নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

সবাই নাচে আমিও নাচি

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪


শহীদুল ইসলাম প্রামানিক

দেশের সবাই নাচছে দেখে
আমিও নাচছি ভাই
কি কারণে নাচছে সবাই
কিছুই জানা নাই?

তারপরেতেও নাচছি দেখে
নাচছে অনেক লোক
এই নাচাতে কি আনন্দ
কিবা আছে শোক।

কেউবা আবার নাচতে দেখে
খেঁকখেকিয়ে হাসে
কেউবা আবার মুখ ভেংচিয়ে
থাকছে আশে পাশে।

কেউবা নাচে বুঝে শুনেই
কেউবা নাচে এমনি
কেউবা নাচে নেতার কথায়
যেমনে বলে তেমনি।

সবাই নাচে আমিও নাচি
কেন নাচছি ভাই?
সবাই নাচলে নাচতে হয়রে
আমিও নাচি তাই।

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

তারছেড়া লিমন বলেছেন: দারুন ছন্দ দাদা................ একটা বিষয় মাথায় কাজ করছে না আপনার লেখা গুলো এতো পরে কেন দেখাহয় আমার।।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: এবার তো প্রথমেই দেখা হয়ে গেল। মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: ছন্দের দন্ধে পড়তে পড়তে আমি নাচতে শুরু করলাম। নাচতে নাচতে মন্তব্যও করলাম। নাচাই সব।

:-B :-B :-B

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে প্রামানিক ভাই। :)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: সবাই নাচে আমিও নাচি
কেন নাচছি ভাই?
সবাই নাচলে নাচতে হয়রে
আমিও নাচি তাই।

এই চলছে সব সময়। সবাই নাচে তাই আমরাও নাচি।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: জি ভাই আমরা এখন দেখাদেখি নাচি, কি কারণে নাচি এটা কেউ জিজ্ঞাসা করি না। ধন্যবাদ মন্তব্যর জন্য।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

শেখ মফিজ বলেছেন: সবাই নাচে আমিও নাচ

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেখ মফিজ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

কিরমানী লিটন বলেছেন: সবাই নাচে আমিও নাচি
কেন নাচছি ভাই?
সবাই নাচলে নাচতে হয়রে
আমিও নাচি তাই।

নাচানাচির এমন মজায়
দাঁড়িয়ে থাকা যায়?
প্রামানিক দা'র নাচন দেখে
আমিও নাচি ভাই!!! =p~ =p~ =p~

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমনী লিটন, ছন্দ মন্তব্য ভাল লাগল। শুভেচছা রইল।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

নিমগ্ন বলেছেন: আমিও নাচি!! =p~ =p~ :-B

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন, সবাই যখন নাচে তো আপনি আর বাদ যাবেন কেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

সাবলীল মনির বলেছেন: নাচলে কিন্তু শরীরের ব্যায়াম হয় ।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির, ঠিকই বলেছেন শরীরের ব্যায়াম হয়।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

বাসার বলেছেন: সুন্দর হইছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাসার অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আমি মিন্টু বলেছেন: আমারো নাঁচতে মুন চায় যে প্রামানিক ভাই :)

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: নাচার ছড়া ভালো লাগল।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

কানা কুদ্দুছ বলেছেন: সবটির নাচানাচি দেইখা নাচতে মুনচায়।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কানা কুদ্দুছ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন নাচানাছি প্রামানিক । সুন্দর +

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছড়া কাব্য।নাচানাচিতে টইটম্বুর
আমিও নাচছি হয়ত তাই :P

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: হাহাঃ মজার ছড়া।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:০১

শুভ্র বিকেল বলেছেন: বাস্তবতা উঠে এসেছে। অনেক সুন্দর। শুভকামনা।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৭

আলপিন তনু বলেছেন: আমি ও নাচতে চাই.. হাহহা
ভালোই বলেছেন..

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলপিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

আরণ্যক রাখাল বলেছেন: আপনার ছড়াগুলো দারুন স্যাটায়ার

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

ধমনী বলেছেন: প্রথম লাইনে 'সবাই' হবে।
ছড়াটা ভালো লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দময় দারুণ ছড়া ।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: কেউবা নাচে নেতার কথায়
যেমনে বলে তেমনি।
---------

পুরো দেশই এখন নেতারাই নাচায়!!!

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


জাতীর হতাশা বাড়ছে; জমির তুলনায় মানুষ বেশী, শিক্ষা নেই, সম্পদ দখল, বিচারহীনতা ও জাতির কোন স্বপ্ন নেই; এগুলো সমস্যা; মাইজভান্ডারে সবাই নাচে; যারা মাইজভান্ডারে নাচে, এরা হতাশ

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

শামছুল ইসলাম বলেছেন: প্রচ্ছন্ন বিদ্রুপটা সুন্দর ফুঁটেছে ছড়ায়।

//কেউবা নাচে বুঝে শুনেই
কেউবা নাচে এমনি
কেউবা নাচে নেতার কথায়
যেমনে বলে তেমনি।//


ভাল থাকুন। সবসময়।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আন্তরিক শুভ্চেছা রইল।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

হাসান মাহবুব বলেছেন: বক্তব্যধর্মী এবং ব্যঙ্গাত্মক ছড়া। ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

ভ্রমরের ডানা বলেছেন: নাচের কবিতায় মন নেচে উঠল। :D

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.