নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ব্যাঙের সর্দি

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

ব্যাঙের নাকি সর্দি-ব্যামো!
রতন, মানিক বলে
এই কথাটি শোনার পরে
গদাও তাদের দলে।

পানির মাঝে আহার বিহার
পানিতে যার বাস
সেই ব্যাঙেদের সর্দি-বেমার
ভীষণ সর্বনাশ?

ব্যাঙের আবার সর্দি কেন?
চলছে আলোচনা,
সকাল বিকাল বিরাট মিটিং
করছে যে তিন জনা।

একজন কয়, “ডাক্তার ডেকে
চিকিৎসা করতে হবে”।
আরেকজন কয়, “এসব কাজে
পয়সা লাগবে তবে”।

এসব কথায় বলছে গদা
“কেমন বুদ্ধির হোতা,
ব্যাঙের তো আর হাল চাষ নাই
পয়সা পাবে কোথা”?

“তার চেয়ে চল পাড়ায় পাড়ায়
চান্দা কিছু তুলে,
বিনা পায়সায় চিকিৎসা করবো
নদীর কুলে কুলে”।

রতন তাতে সায় দিয়ে কয়,
“বুদ্ধিটা খুব ভালো,
এবার আমরা ব্যাঙের জন্য
জ্বালবো নতুন আলো”।

“নদীর কুলে চিকিৎসা নয়
খুলবো ডাক্তার খানা,
পাড়ায় পাড়ায় পয়সা চাইলে
কেউ করবে না মানা”।

এই না বলে তিনজন মিলে
গেল চান্দা তুলতে
সব মানুষের বকুনি খেয়ে
ফিরল ঢুলতে ঢুলতে।

বদ্যি বুড়ো কান ধরে কয়,
“বুদ্ধি কোথায় পেলে,
নাক বরাবর যাওনা চলে
ধান্ধাবাজি ফেলে”।

কাঁদতে কাঁদতে চলল তারা
কেউ বলে না কিছু
বদ্যি বুড়োর কান মলাতে
ছাড়ল ব্যাঙের পিছু।

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । দারুণ ছড়া । এখন আবার মাইনসের সর্দির সিজন । #:-S

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: তাই তো চিন্তা করতেছি মাইনসের সর্দি থুইয়া ব্যাঙের সর্দি লাগলো কেমনে?

২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

তাল পাখা বলেছেন: ব্যাঙের সর্দি। :)

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: হা ভাই এখন ব্যাঙের সর্দি শুরু হইছে। চিকিৎসার জন্য চান্দা তোলা দরকার।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: এতদিন শুনেছি, ব্যাঙের আবার সর্দি !!!!
আপনি ব্যাঙের সর্দি লাগিয়ে ছাড়লেন !!!! :) :)

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: আগে যা হয়নি এখন তা হচ্ছে এই জন্য ব্যাঙের সর্দি লাগছে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: =p~ :>

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আপনার লেখাগুলো আমার বরাবরি খুব ভাল লাগে। মজার ছড়া।

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুমা। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

তাল পাখা বলেছেন: প্রামাণিক ভাই, চান্দা তো অবশ্যই দিতে হবে। নাদিয়ে উপায় কী বলুন?

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: চান্দা না দিলে ব্যাঙের চিকিৎসার দায়িত্ব নিলেও হবে। ধন্যবাদ

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

সাবলীল মনির বলেছেন: দারুণ উপভোগ্য !

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

শূণ্য মাত্রিক বলেছেন: বরাবরের মতই, মজাদার :D

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূণ্য মাত্রিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

ধমনী বলেছেন: ছড়া লাগবে ছড়া...
প্রামানিক ভাইয়ের ছড়া....

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: মন্তব্য ভাই মিঠে কড়া
খুশির চোটে হলো পড়া।
ধন্যবাদ

১০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

সুমন কর বলেছেন: সর্দির সময় সর্দির ছড়া... ;)

ভালো হয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

তৌফিক মাসুদ বলেছেন: এমন বেকুবের দলের অভাব নেই এদেশে।

মজা পাইলাম ব্যপক।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনি ঠিকই বলেছেন, বিনা করণেই অনেক সময় চান্দা তোলা হয় সেই চান্দার কোন কার্যক্রম চোখে পড়ে না।

১২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ হৈছে।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: চমৎকার হইছে। আপনার ছড়ার মজাই অন্যরকম। :)

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ছড়ার নামটা (ব্যাঙের সর্দি) যেমন মজার, কথা গুলো আরও মজার।

ভাল থাকুন। সবসময়।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

তাল পাখা বলেছেন: । চান্দা না দিলে ব্যাঙের চিকিৎসার ভার? ভাই, বড়ই চালাক মানুষ আপনি। আগেরটাই ভাল।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: আপনি দেখছি আরো চালাক মানুষ, চান্দা দিবেন তবু ব্যাঙের চিকিৎসার ভার নিবেন না।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

উল্টা দূরবীন বলেছেন: হু হু হু হু (হাসির আওয়াজ)

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

কাবিল বলেছেন: ব্যাঙের সর্দি দেখে আমার নিউমোনিয়ায় ধরেছে হা হা হা
চমৎকার মজার ছড়া।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: সর্দি হওয়ার আগেই নিউমোনিয়া ধরেছে না পরে ধরেছে?

১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার হয়েছে

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: ব্যাঙ আর তাদের সর্দি নিয়ে চমৎকার ছন্দময় কবিতা। খুব ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই। শুভ্চেছা রইল।

২১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কি ব্যাং আছে? এক সময় বিক্রি করেছে, বাকীগুলো কীট নাশকে মরে গেছে।

শধু প্রবাদটি বেঁচে আচে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই, ব্যাং নাই শুধু ব্যাংয়ের প্রবাদ আছে।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০১

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগলো।অন্যরকম মজাদার ছড়া+++

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .....ব্যাঙের সর্দি B-) B-)

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২

কিরমানী লিটন বলেছেন: ব্যাঙের সর্দি ঠ্যাঙে ... =p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

চলন বিল বলেছেন: প্রামাণিক ,
কি খবর? কেমন আছেন? বাসার সবাই ভালো?

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

প্রামানিক বলেছেন: জি ভাই, ভাল আছি, আপনি কেমন আছেন?

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

সাহসী সন্তান বলেছেন: শীতকাল তো তাই ব্যাঙের সর্দি লাগবে এটাই স্বাভাবিক! সুতরাং একদমই আশ্চার্য হয়নি! আসলেই এখন সব ঘটনাই 'অসম্ভব ঘটনা' হিসাবে পরিগনিত হচ্ছে.......!!

কবিতা বরাবরের মতই চমৎকার! সুন্দর ছড়া উপহার দেওয়ার জন্য ছড়াকারের প্রতি রইলো কৃতজ্ঞতা!

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন: save the frog

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: সেভ দ্যা ফ্রগ। চমৎকার উদ্যোগ

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

আব্দুল্যাহ বলেছেন: আমার দেখা একমাত্র জমিদার ব্যাঙ

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: আমার দেখা একমাত্র জমিদার ব্যাঙ
ভালই বলেছেন। ধন্যবাদ

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আমি মিন্টু বলেছেন: :) B-) ;) 8-|

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.