নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কুকুর জাতি

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩


শহীদুল ইসলাম প্রামানিক

শহর মাঝে রাত দুপুরে
একলা যাচ্ছি হেঁটে
পল্টন মোর পিছন ফেলে
দৈনিক বাংলা গেটে।

ফকিরা পুলে যেই গিয়েছি
অমনি ধরল কুকুর
ধমক দিতেও যায়না তারা
নাইরে লাঠি, মুগুর।

কোত্থেকে এক বৃদ্ধ এসে
জোরছে ধমক দিল
তাকিয়ে দেখি পালিয়ে গেল
কুকুর যত ছিল।

বললাম হেসে, কোথা থেকে
এলেন দুপুর রাতি?
কাঁপতে কাঁপতে বলল বৃদ্ধ,
আমি কুকুরজাতি।

তার কথাতে লাগল অবাক
চমক হৃদয় কোনে
মানুষ কেমনে কুকুর জাতি
প্রশ্ন এলো মনে?

বলল বৃদ্ধ, কুকুরগুলো
খায় যে ময়লা ঘেটে
ক্ষুধার জ্বালায় ওদের সাথে
আমিও খাই যে চেটে।

ফুটপাতে আর আস্তাকুঁড়ে
ওদের সাথেই থাকি
হর-হামেশা পাশে থাকায়
বন্ধু বলে ডাকি।

ওরাই সাথি, ওরাই বন্ধু
ওরাই ভালবাসা
ওদের জন্যেই রাত দুপুরে
দৌড়ে ছুটে আসা।

মানুষ হলেও মানব সমাজ
দেয় না কোন দাম
মানব জাতি দাবি করাটা
মনে হয় বদনাম!

কেমন করে করবো দাবি
সভ্য মানুষ বলে?
রাত দিন মোর যাচ্ছে কেটে
ইতর প্রাণীর দলে।

যাদের সাথে কাটাই জীবন
তারাই সঙ্গী সাথী
মানুষ হয়ে জন্ম নিয়েও
তাই তো কুকুর জাতি!

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

গেম চেঞ্জার বলেছেন: পত্তম হইছি! :)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: চা পাওনা থাকল। ধন্যবাদ

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

গেম চেঞ্জার বলেছেন: ছড়া পড়ে মনটা আরো খারাপ লাগলো। :(

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: আমাদের সমাজে এরকম অনেক লোক আছে এখনও ডাস্টবিনের ময়লা থেকে খাবার তুলে খায়। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের উচ্ছিষ্ঠ খাবারগুলো টোকাইরা নিয়ে খায়।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

রক্তিম দিগন্ত বলেছেন: শিরোনামে ভেবেছিলাম, কুকুর কথন। পড়ে দেখি পুরোই মানবিক একটা দিক ফুঁটিয়ে তুলেছেন। ভাল লাগলো বেশ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আমাদের সমাজেরই চিত্র এটি। ফুটপাতে মাঝে মাঝেই দেখি উচ্ছিষ্ট খাবার কিছু ছিন্নমূল কুড়িয়ে খায়।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

ধমনী বলেছেন: পাদটীকা গল্পের কথা মনে পড়ে গেলো। দারুণ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: পাদটীকা গল্পে তিন ঠ্যাং কুকুরের পিছনে লাট সাহেবের মাসে খরচ পঁচাত্তর টাকা, অথচ আট জনের পোষ্য নিয়ে পন্ডিতের বেতন পঁচিশ টাকা। তাহলে পন্ডিতের সংসারের আটজন কুকুরের কয় ঠ্যাংয়ের সমান?

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

কামরুন নাহার বীথি বলেছেন: বলল বৃদ্ধ, কুকুরগুলো
খায় যে ময়লা ঘেটে
ক্ষুধার জ্বালায় ওদের সাথে
আমিও খাই যে চেটে।
--------------- দুঃখজনক !!!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "যাদের সাথে কাটাই জীবন
তারাই সঙ্গী সাথী,
মানুষ হয়ে জন্ম নিয়েও
তাই তো কুকুর জাতি!" অাহারে! কষ্ট লাগলো । ড

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: কষ্টই বটে। এমন চিত্রও আমাদের সমাজে আছে। ধন্যবাদ

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আমি ০০০ বলেছেন: এতক্ষনতো ভালোই ছিলাম.......
দিলেনতো খোচাটা একদম মনের মধ্যে ঢুকিয়ে।

সবসময় ভাল থাকবেন।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি ০০০। ধন্যবাদ রসালো মন্তব্যর জন্য।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: ছড়ায় কঠিন বাস্তবতা ফুঁটে উঠেছে...

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: খুব দুঃখ লাগা ছড়া । ছড়াচ্ছলে চিত্র দারুণ এঁকেছেন ।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: মানুষ হয়ে জন্ম নিয়েও আমরা মানুষ হয়নি।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

ইবনে আহমেদ বলেছেন: ছড়াটা পড়ে মনটা খারাপ হয়ে গেল :(

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইবনে আহমেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

তৌফিক মাসুদ বলেছেন: হু, আমরা কিন্তু জিয়ার কবর ইস্যু নিয়া মাতামাতি করিনা। তার মানে আমরা মানুষ, যিনি ছড়া লিখেছেন তিনি আরো ভালো মানুষ। এমন মানুষই চাই, যিনি মানুষ নিয়ে ভাবেন। আজাইরা বক বক করা, ফালতু ইস্যু নিয়া যুদ্ধ করা মানুষের দরকার নাই।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

তৌফিক মাসুদ বলেছেন: হু, আমরা কিন্তু জিয়ার কবর ইস্যু নিয়া মাতামাতি করিনা। তার মানে আমরা মানুষ, যিনি ছড়া লিখেছেন তিনি আরো ভালো মানুষ। এমন মানুষই চাই, যিনি মানুষ নিয়ে ভাবেন। আজাইরা বক বক করা, ফালতু ইস্যু নিয়া যুদ্ধ করা মানুষের দরকার নাই।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ছড়া| চরম বাস্তবতা ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাবে

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



জীবননাট্যের অন্ধকার , আলোহীন একটা অধ্যায় তুলে ধরলেন যেন ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। সুচারু মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

রুদ্র জাহেদ বলেছেন: ছড়ায় ছড়ায় নির্মম সত্যের চিত্রায়ন।অনবদ্য!মন খারাপ করা দারুণ ছড়া+++

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

ইকবালবিডি০৯ বলেছেন: Real story. I like so much

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবাল বিডি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: সত্য কথা বলেছেন ভাই।

বরাবর হইছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: ছড়ার ছড়ায় নির্মম বাস্তব। ধাক্কা খেলাম একটা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মহাবুব। শুভেচ্ছা রইল।

২০| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

মাহমুদ০০৭ বলেছেন: মন খারাপ হয়ে গেল ভাই ।
ভাল থাকবেন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.