নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভেজাল পানি

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮


শহীদুল ইসলাম প্রামানিক

পানিও নাকি হচ্ছে ভেজাল
যাচ্ছে বোতল ভরে
স্বচ্ছ পানির সেই বোতলে
শ্যাওলা পানা ঘোরে।

বিশুদ্ধ পানির লেবেল এঁটে
করছে বাজার জাত
জীবানু যুক্ত পানি খেয়ে
অনেক হচ্ছে কাত।

নালা-নর্দমার পানি ভরে
ট্রেন স্টীমারে বেঁচে
সেই পানিতে অনেক লোকে
ডায়রিয়াতে খেঁচে।

তেলের চেয়েও অনেক সময়
পানির দাম হয় বেশি
চেষ্টা করে তেল পানিতে
করতে মেশামেশি।

সবখানেতে ভেজাল দিচ্ছে
পানি কি যায় বাদ?
সেই জন্যে তো বোতল পানির
পাইনা কোন স্বাদ।

তারপরেতেও খাচ্ছি কিনে
স্বচ্ছ পানির নামে
হোটেল-মোটেল রাস্তা-ঘাটে
অনেক চড়া দামে।

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

গেম চেঞ্জার বলেছেন: পানির ছড়ায় প্রথম হইলাম। চা দেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: পানি না খাইয়াই চা খাইবেন। আগে বোতলের পানি খান।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ :D

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পানি খাইছেন নাকি?

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

কালের সময় বলেছেন: প্রামানিক ভাই দারুন ছড়া লেখছেন ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: প্রামানিক ভাই, কবিতাটা পুরো আপনার দেওয়া বোতলের পানির মতই স্বচ্ছ ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯

প্রামানিক বলেছেন: হা হা স্বচ্ছই বটে তবে ঘোলা ঘোলা।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

শামছুল ইসলাম বলেছেন: বাস্তব সত্যঃ

//তারপরেতেও খাচ্ছি কিনে
স্বচ্ছ পানির নামে
হোটেল-মোটেল রাস্তা-ঘাটে
অনেক চড়া দামে।//


ছড়া সুন্দর হয়েছে।

ভাল থাকুন। সবসময়।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:

বাংলার নদী ও মাটির নীচে চলে যাচ্ছে দুষিত পানি।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনি কথা ঠিকই বলেছেন।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

কিরমানী লিটন বলেছেন: সবখানেতে ভেজাল দিচ্ছে
পানি কি যায় বাদ?
সেই জন্যে তো বোতল পানির
পাইনা কোন স্বাদ। - চমৎকার বাস্তবসম্মত ছড়ায়-প্রামানিক ভাই বর্তমান সমাজের অসঙ্গতির চিত্রটাই ভেজাল পানি কাব্যে তুলে ধরেছেন, অনেক শুভকামনা .।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
পানির নাম জীবন বলেই
করছে যারা খেলা,
আসুন তাদের লাল দালানে
চালান দেই মেলা।

কপকপিয়ে এদের ধরে
দিতে হবে বাড়ি।
তা নাহলে সরকারের সাথে
হবে মোদের আড়ি।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

প্রামানিক বলেছেন: এরা তো ভাই সমাজটাকে চালায়
এদের সাথে আড়ি করলে সত্য তখন পালায়
তাই তো মোরা আছি বড় জ্বালায়।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫১

উল্টা দূরবীন বলেছেন: পানির অপর নাম বোতলজাত দূষিত মিনারেল ওয়াটার।

সুন্দর ছড়া। ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

গেম চেঞ্জার বলেছেন: না ভাই। পানি তো খাইতারলাম না। অনেক টেরাই মারলাম।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

প্রামানিক বলেছেন: তাড়াতাড়ি স্বচ্ছ দেইখা একটা বোতল কিনা খায়া ফালান। আমি তো আছিই।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

গেম চেঞ্জার বলেছেন: তয় না খাইতারলেও পান করতে পারলাম।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: পান করেন আর পানি খান অসুবিধা নাই। খাইতারলেও চলে।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অগ্নি সারথি বলেছেন: তেলের চেয়েও অনেক সময়
পানির দাম হয় বেশি
চেষ্টা করে তেল পানিতে
করতে মেশামেশি।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ লিখছেন। +++

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন: পানি নিয়ে ব্যবসা করে যারা তাদের প্রতি ঘ্রিনা জানাই। এমন কাজ মানুষ কেমনে করে বুঝি না।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ঘৃণা জানিয়ে লাভ নেই ওদের লজ্জা নেই। লজ্জা থাকলে এরকম কাজ করতো না।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

আজিজার বলেছেন: আগের মতই লিখেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চরম!!!
শেষ দু'টি স্তবক অসাধারণ....

//সবখানেতে ভেজাল দিচ্ছে
পানি কি যায় বাদ?
সেই জন্যে তো বোতল পানির
পাইনা কোন স্বাদ।

তারপরেতেও খাচ্ছি কিনে
স্বচ্ছ পানির নামে
হোটেল-মোটেল রাস্তা-ঘাটে
অনেক চড়া দামে।//

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

সুমন কর বলেছেন: না খেয়ে তো উপায় নেই !!

ভালো বলেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: না খেয়ে তো উপায় নেই !! সেই জন্যেই তো তারা সুযোগ পেয়েছে।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: তারপরেও আমরা বেঁচে আছি, আল্লাহ্‌র অশেষ রহমতে !!!!!!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কামরুন্নাহার আপা। পঁচা পানি হলেও খেতে হবে এবং পেটের অসুখ নিয়েই বেঁচে থাকতে হবে।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এক সন্ধ্যায় দেখলাম এক ফুচকাওয়ালা ব্রহ্মপুত্র নদ থেকে পানি তুলছে । জিগ্যেস করলাম, এই পঁচা পানি দিয়ে কী করবেন? সে থতমত খেলো । শেষে বললো, টিউবওয়েল তো অনেক দূরে, তাই এখান থেকেই পানি নিয়ে কাস্টমারদের খাওয়াই । বুঝুন অবস্থা!
বাস্তবসম্মত ছড়া ভালো লেগেছে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। আপনি বাস্তব ঘটনাই বলেছেন। এরকম পানির অহরহ ঘটনা ঘটছে।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: :) :)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

ৈজয় বলেছেন: শেষটা ভালো হইছে

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জৈয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: এতো ভেজালের মাঝেও দিব্যি বেচে-বর্তে আছি।।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। কি আর করা, এর মাঝেও আমাদের বেঁচে থাকতে হবে।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: চারদিকে শুধুই ভেজাল।ছড়ায় ছড়ায় সত্যটা কেমন সুন্দরভাবে ফুটে উঠল+

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: চিন্তার বিষয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

তামান্না তাবাসসুম বলেছেন: তেলের চেয়েও অনেক সময়
পানির দাম হয় বেশি
চেষ্টা করে তেল পানিতে
করতে মেশামেশি।

বাহ্!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.