নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কাশী এখন ফাঁসি

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

গণক ঠাকুর বসে আছেন
বটের গাছের তলায়
মাথার পরে বিশাল টিকি
তুলসি মালা গলায়।

শ্যামা চরণ হাত দিয়ে কয়,
“দেখুন হাতের রেখা
ভাল-মন্দ জীবন-মরণ
কোথায় আছে লেখা”?

গণক ঠাকুর হাতটা দেখে
বলল মুচকি হেসে
“তোমার মরণ কাশীর পরে
স্বর্গবাসীর বেশে”।

কাশীর মরণ শোনার পরেই
উল্লাসে যায় ফেটে
“মরলে কাশী স্বর্গে যাব
নরক যাবে কেটে”।

“হাতের রেখায় স্বর্গবাসী”
এইটা শোনার পর
পাপের কাজে মাতাল হলো
থাকলো না আর ডর।

হরেক রকম পাপের কার্য্য
করল অনেক দেশে
খুন, ধর্ষণের অভিযোগটা
উঠল অবশেষে।

প্রজারা সব রাজার কাছে
দিল বিচার ভার
সবার কথা শোনার পরে
করল বিচার তার।

রাজা মশাই বিচার করে
দিলেন তারে ফাঁসি
মুহুর্তেতে মিলিয়ে গেল
শ্যামা চরণের হাসি।

ফাঁসির আগে শ্যামা চরণ
রাজার কাছে বলে,
“গণক ঠাকুরের দর্শন চাই,
আছে বটের তলে”।

বটের তলে গিয়ে শ্যামা
বলছে কেঁদে, “ঠাকুর,
স্বর্গ এখন নরক হলো
কেমনে করব দূর”?

“ভাগ্য দেখে বলে ছিলেন
মরণ হবে কাশী
এখন দেখি ঝুলছে গলায়
রাজার দেয়া ফাঁসি”।

“কেমন তরো ভাগ্য গণেন
উল্টে যায় তার ফল
স্বর্গ এখন নরক হওয়ায়
দেহে পাইনা বল”।

এসব শুনে গণক ঠাকুর
বলল মুচকি হেসে,
“কোন কারণে মৃত্যু দন্ডে
গেলেন আপনি ফেঁসে”?

এই না বলে, হাত দেখে কয়
মুখটি করে কালো,
“নিজের দোষেই ভাগ্য নষ্ট--
ছিল অনেক ভালো”।

“গয়া-কাশীতে মরণ ছিল
ছিল স্বর্গবাস
এখন দেখি সেই রেখাটায়
লেখা সর্বনাশ”।

“অকাম-কুকাম করার ফলে
পাপ যে রাশি রাশি
পাপের চোটে ‘ক’ ফেটে ‘ফ’
তাই তো এখন ফাঁসি”।

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

গেম চেঞ্জার বলেছেন: ঠিক বুঝলাম না। ওঁর কপালের লিখন পাল্টে গেল?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: গণক ঠাকুর যখন তার হাতের রেখা দেখে বলল, তোমার মরণ কাশীতে হবে এবং তোমার স্বর্গ হবে, এইটা শোনার পর সে খুশির চোটে আকাম কুকাম শুরু করে দিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা রাজার কাছে বিচার দিল, রাজা বিচারে তাকে ফাঁসি দিল। ফাঁসির আগে শ্যামাচরণ বলল, রাজা মশাই, ফাঁসির আগে গণক ঠাকুরের সাথে দেখা করতে চাই। গণক ঠাকুরের সাথে দেখা করার পর যখন তাকে বলল, গুরু, আপনি বললেন মরণ হবে কাশীতে এবং স্বর্গ বাসী হবো এখন দেখি ফাঁসি হয়। তখন গণক ঠাকুর হাত দেখে বলল, মরণ তো কাশীতেই ছিল কিন্তু তোমার অকাম কুকামের ফলে হাতের রেখার কাশীর ‘ক’ ফেটে ‘ফ’ হয়ে ফাঁসি হয়েছে।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

গেদা (Geda) বলেছেন: চমৎকার :)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবা গেদা। অনেক অনেক শুভ্চেছা রইল।

গেদা শব্দটা তো সিরাজগঞ্জ পাবনার। আপনার বাড়ি কি পাবনা?

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

মুক্তমনা মানব বলেছেন: প্রামাণিক ভাই ইদানীং কবি হয়ে উঠছেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুক্তমনা মানব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

ইকবালবিডি০৯ বলেছেন: ভাই সুপার লিখেছেন। অশেষ ধন্যভাদ স্রষ্টা আপনার এরকম চিন্তা যেন দিঘী করুন

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবালবিডি০৯। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


সামান্য রদ বদল?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

কিরমানী লিটন বলেছেন: মজার ছড়া-চমৎকার ... |-) /:) !:#P =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: ভাই দুইদিন ধইরা কাশীর জ্বালায় অস্থির, তার উপর এমন পোস্ট? মানি না মানবো না! আমারে আবার ফাঁসি দিয়া দিয়েন না?



তয় কানে কানে কই, কবিতা কিন্তু সেই হইছে! আর সাথের গল্পখান খাপে খাপ! শুভেচ্ছা জানবেন!

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার মূল্যবান মন্তব্য পরে খুশি হলাম উৎসাহও পেলাম। ধন্যবাদ

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

উল্টা দূরবীন বলেছেন: প্রমানিক ভাইয়ের ছড়া সব সময়ই সুপারহিট।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনার রম্য রচনাও আমার কাছে ভাল লাগে। ধন্যবাদ

১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২

রুদ্র জাহেদ বলেছেন: বরাবরবের মতোই দারুণ কবিতা+

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১১

ফেরদৌসা রুহী বলেছেন: হাতের রেখায় বিশ্বাস করলে পরিনতি এমনি হয়।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন ফেরদৌসা রুহী। এখনও আমরা অনেকে হাতের রেখার ভাগ্য বিশ্বাস করি।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান এমন লেখা লেখছেন, পড়ে আমি একেবারে টাস্কিত.......পিলাচ

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: আপনে নতুন পোষ্ট দেন না ক্যারে? পাতলা পাতলা পোষ্ট দেন এইডা তো ভালো পাইতেছি না। কাশ্মীর ভ্রমণের বাকি ছবি কই?

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

রাফা বলেছেন: অনবদ্য শব্দটা যথাযথ এই কবিতাটার বেলায়।চমৎকার লিখেছেন-অবিরাম চলুক কবিতা।

ধন্যবাদ,প্রামানিক।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাফা। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: ‘ক’ ফেটে ‘ফ’ হয়ে গেল। গুড। এইডাই হওয়া চাই।
কবিতা ভাল হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ছড়া তো ভয়াবহ হয়েছেই, সাম্প্রতিক ঘটনার সাথেও কাকতালীয়ভাবে মিলে গেলো ।
“অকাম-কুকাম করার ফলে
পাপ যে রাশি রাশি
পাপের চোটে ‘ক’ ফেটে ‘ফ’
তাই তো এখন ফাঁসি”।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার সুচিন্তিত মতামত পড়ে উৎসাহবোধ করলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

সুলতানা রহমান বলেছেন: কর্ম যে মানুষের ভাগ্য ও চেঞ্জ করে ফেলে। খুব ভাল লাগলো।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

তাল পাখা বলেছেন: যেমনি আনন্দময় তেমনি শিক্ষণীয়।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাল পাখা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো । :)

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

মুখ ও মুখোস বলেছেন: দারুন একটা প্রেমের গল্প পড়লাম!

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুখ ও মুখোস।ফাঁসি জাতীয় প্রেমের গল্প পড়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সময় উপযোগী ছড়া, খুব ভালো লাগলো। অবশ্য আপনার প্রায় সব ব্লগই ভালো লাগে।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকবর উদ্দীন ভুঁঞা। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: দারুণ! তবে শেষে ব্যাখ্যা করার দরকার ছিলো না।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার পরামর্শের জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আখেনাটেন বলেছেন: ভাল লাগল।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আখেনাটেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালু ভালূ :)

সোনা মিয়া লাল মিয়ার কাটাকুটির গল্পের কথা মুনে পড়ল ;)
সি ঠিকই আছে কা কেটে ফা হয়ে গেছে =p~

অনেক মজার ছড়া! +++++

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই, সুন্দর কথা বলেছেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ ভালো লেগেছে! :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে। ++

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

বনমহুয়া বলেছেন: “অকাম-কুকাম করার ফলে
পাপ যে রাশি রাশি
পাপের চোটে ‘ক’ ফেটে ‘ফ’
তাই তো এখন ফাঁসি”।



এরপর আর কথা নাই। প্রিয়তে চালান করলাম। যাদের কাশি সর্দি জ্বর তারাও যেন সাবধান থাকে।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন বনমহুয়া। সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর, শিক্ষণীয় ছড়া।
ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভাই সেই রকম হইছে, এতো প্রতিভা রাখেন কই? কিছু আমাকেও দেওয়ার প্রয়াশ চালান । আমার তো পুড়া খালি খালি অবস্থা । ;-)

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুহাম্মদ তারেক আব্দুল্লাহ। সবার মাঝেই প্রতিভা আছে, আপনি চেষ্টা করেন দেখবেন আমার চেয়েও ভাল লিখবেন। শুভ্চেছা রইল।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছড়ার ভালো হয়েছে। ছড়ার অন্তর্নিহিত মোরালটা আরো চমৎকার।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রেজওয়ানা আলী তনিমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.