নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সিট খালি নাই রড খালি নাই
যাত্রী দিয়ে ভরা
চাচা ভাতিজা লোকাল বাসে
উঠল গিয়ে ত্বরা।
বাসে উঠেই ছোট্ট বাচ্চা
করছে যে হইচই,
‘সবাই আছে সিটে বসে
আমার সিটটি কই’?
বলছে চাচা, ‘ওরে বাছা
সিট গেছে সব ভরে
ভিড়ের মধ্যে ভাবছি আমি
কোথা বসাবো তোরে’।
এমন সময় পাগোল উঠে
বলছে আবোল তাবোল
বেশভুষা তার ছিন্নভিন্ন
মাথায় গন্ডগোল।
ভাতিজা বলে, ‘ও চাচাজান,
এমন করে কেন,
লোকটা দেখি ছাগলের মত
ভ্যা ভ্যা করছে যেন’।
কথা শুনে চাচা মশায়
করছে যে খিটমিট
বলল রেগে ‘ঐ লোকটার
মাথায় আছে ছিট’।
সিটের কথা শুনেই ভাতিজা
উঠল নেচে তাই
বলল হেসে ‘ওই সিটেতে
আমিই বসতে চাই’।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন বনমহুয়া। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: হাহাহা...চমৎকার হয়েছে।
ভিরের মধ্যে < ভিড়ের মধ্যে
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ, আরও কিছু থাকলে সেটা দেখিয়ে দিলে আরো খুশি হতাম।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। অনেক অনেক শুভেচছা রইল।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
শামছুল ইসলাম বলেছেন: সমাপ্তিটা দারুণ হয়েছেঃ
//সিটের কথা শুনেই ভাতিজা
উঠল নেচে তাই
বলল হেসে ‘ওই সিটেতে
আমিই বসতে চাই’।//
ভাল থাকুন। সবসময়।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
শাহাদাত হোসেন বলেছেন: কৌতুকটাকে দারুন ছন্দে রুপান্তর করেছেন ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদত হোসেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
গেম চেঞ্জার বলেছেন: এই পোলারে নিয়া বহুত মুশকিল।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। আপনার মন্তব্য আমার ছড়া লেখার প্রেরণা।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত ছড়া।
বাহ!
প্রামানিক ভাই, খুব ভাল লেখেছেন।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: ছিটময় ছড়া। পড়ার পর আমার মাথায়ও ছিটের আনাগোনা শুরু হইছে।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
ছড়া আনন্দের বিষয় নিয়ে।
লোক সংখ্যা বাড়লে মানুষের মানসিক সমস্যা দেখা দেয়।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
প্রামানিক বলেছেন: কথা ঠিক। ধন্যবাদ আপনাবে মূল্যবান মন্তব্য করার জন্য।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: হিহিহি,,,,
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: এমন একটা জোক পড়েছিলাম| আপনার ছড়া মানেই মজা| চমৎকার প্রামানিক ভাই
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার মাথায় অল্পস্বল্প
ছিট আছে তা জানি;
তা নাহলে এত্ত সোজা
ছড়া লিখা ফানি ???
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
প্রামানিক বলেছেন: ধন্য ভাইরে ধন্য তোমায়
নামটা কিন্তু বড়
এত বড় নামের জন্য
সমস্যা করছেন জড়।
নামটা ভাইরে ছোট করলেই
দু'চার কথা কবো
ছোট নামটা উল্লেখ করেই
প্রতিযোগী হবো।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২
আলোরিকা বলেছেন: ‘ওই সিটেতে
আমিই বসতে চাই’। ..................
মজার অংপুরি ভাই আমাদের !
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: একজন যাত্রীর কথা মনে পড়ে গেল । মালয়েশিয়া একজন সাধু বাবা টাইপ লোক ওঠেছে ।মাথায় লম্বা চুল জটালু । সেখানে স্টেশন ছাড়া বাস থামেনা কিন্তু তার পাগলামোতে গাড়ী ঠিকই থামতে বাধ্য হলো । বাসের সব যাত্রী হতবাক হয়ে কান্ডকারখানা দেখছিল । এমন দৃশ্যতো তারা কল্পনাও করতে পারে না ।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
প্রামানিক বলেছেন: সুন্দর একটি ঘটনার উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে
১৫| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে। আপনার ছড়া কিংবা কবিতা পড়া আনন্দ দেয় অনেক।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
হামিদ আহসান বলেছেন: হা হা হা ........
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভ্চেছা রইল।
১৭| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
উল্টা দূরবীন বলেছেন: মজার ছড়া। তবে পাগলের মাথার সিটও আজকাল খালি থাকে না।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। পাগলের মাথার সিটও খালি থাকে না সেখানে বসার সিটের তো প্রশ্নই আসে না। ধন্যবাদ
১৮| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
সুলতানা রহমান বলেছেন: এই কৌতুককে আপনি এত সুন্দর ছন্দে বসিয়ে দিলেন!!
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
কিরমানী লিটন বলেছেন: এখনকার ডিজিটাল পাগলদের ফিট দিলে সব জায়গায় সীট পাওয়া যায়-কবিতায় প্লাস ++
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। ডিজিটাল পাগলদের ফিট দিলে সিট পাওয়া যায় কথা মন্দ বলেন নাই।
২০| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
বাংলার ফেসবুক বলেছেন: সিট খালি নাই রড খালি নাই
যাত্রী দিয়ে ভরা
চাচা ভাতিজা লোকাল বাসে
উঠল গিয়ে ত্বরা। অনেক সুন্দর ছন্দময় গোছালো কবিতা ভাল লাগা রেখে গেলাম ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার ফেসবুক। অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
বনমহুয়া বলেছেন: হাহা পাগল মাথার সিটে বসবে?