নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফুলের দুঃখ কথা

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

“নেতা-নেত্রীর চরিত্র
ফুলের মতো পবিত্র”
এই কথা শুনে
ফুলেরা কেঁদে কয়,
“একই স্বাদ হবে কি
চিনি আর নুনে”?

নেতা-নেত্রী কী করে ফুল তুল্য হয়?
ফুলের মতো পবিত্র কভু নেতা নয়।
ফুল মোরা কভু নাহি খাই সুদ, ঘুষ
সন্ত্রাসীর নাম শুনে করি উসখুস।

অপরাধের খাতায় মোদের নাই কোন নাম
চাঁদাবাজি করি না তো, করি না বদনাম।
মোরা ফুল করি না তো কারো জ্বালাতন
সবার তরেই মোরা থাকি সচেতন।

সুবাস ছড়াই মোরা সব সম তরে
নিঃশ্বাসে নেয় ঘ্রান প্রাণ-মন ভরে।
ধরার শোভা হয়ে ফুটে বনে বনে
প্রকৃতির পানে চাই কত খুশি মনে।

ফুল তুল্য হতে চাও হও পরিমল
মুছে ফেল কালো হৃদে কলঙ্ক সকল।
নিস্পাপ হতে যদি নাহি পারো কভু
নিজের কলঙ্কগুলো নিজে রাখ তবু।

মোরা ফুল সবসময় থাকি নির্দোষ
তোমাদের কথা শুনে মনে হয় রোষ।
ফুলতুল্য নিজে যদি হতে নাহি পারো
পবিত্র নামের সাথে তুলনাটা ছাড়ো।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



আমি কি " পেরথম" হতে পেরেছি ? হলে চায়ের ছবি দেবেন ।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: আপনি পেতথম। এই নেন চা -- -

২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

আমি মিন্টু বলেছেন: আমি কিন্তু দিত্বীয় হইছি প্রামানিক ভাই । :)

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: আপনার জন্যও কিছু একটা আছে, এই নেন- - - -

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "ফুল তুল্য হতে চাও হও পরিমল,
মুছে ফেল কালো হৃদে কলঙ্ক সকল।" প্রামাণিক ভাই, পরিমল কিন্তু বাজে লোক (যদিও পরিমল বিশুদ্ধতা অর্থে বুঝিয়েছেন, মজা করলাম অার কী)!
ফুলের দুঃখগাথা শুনে খারাপ লাগলো । ছড়া ভাল্লাগসে ।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: হ ভাই পরিমলরা এখন সন্ত্রাসী করে। ধন্যবাদ আপনাকে রসালো মন্তব্যর জন্য।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

রক্তিম দিগন্ত বলেছেন: সিরাম। সিরাম।

ভাই চায়ের কাপ কি একটা দুইটা হইবো? আমিও খাইবার ছাইছিলাম যে।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: এই নেন চা খান। ধন্যবাদ

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

হামিদ আহসান বলেছেন: নেতা-নেত্রীর চরিত্র
ফুলের মতো পবিত্র”

সে অার বলতে

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা.. আফনে বুঝলেন না- ওরা তো অন্য অর্থে ঐ শ্লোগান দেয়--
ফুল থাকে এক মধূ বসে অনেক অনেক - নেতারা ঐরাম কিনা ;) এক মালী অনেক অনেক ফুল তাই আর কি ;)

ফুলের ছড়া ফুলেল শুভেচ্ছা :)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

শুভ্র বিকেল বলেছেন: অসাধারন। অনেক অনেক ধন্যবাদ কবিকে।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আমরাই ফুলকে অপবিত্র করি বেশী।। সময়ে হরনও।।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। ঠিকই বলেছেন আমরাই ফুলকে অপবিত্র করি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: ফুল তুল্য হতে চাও হও পরিমল
মুছে ফেল কালো হৃদে কলঙ্ক সকল।
নিস্পাপ হতে যদি নাহি পারো কভু
নিজের কলঙ্কগুলো নিজে রাখ তবু।
-------

ঠিক তাই, অনেক ধন্যবাদ ভাই!!!!!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। আপনি তো আবার ফুলের রানী। আপনার মনের কথাই তুলে ধরেছি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার...

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:


কবিরাই পারে কবিতা দিয়ে সমাজকে জাগাতে...
আপনার ছড়াগুলো দারুন হচ্ছে ।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। সুন্দর কথা বলেছেন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার চা কোথায়?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: আপনার চাও আছে। আপনি সময় মত চলে আসেন।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নেতা-নেত্রীর চরিত্র
হলে ফুলের মতো,
মুছে যেতো দুঃখ জ্বালা
অভাব আছে যতো।

যেমন নেই আাগের মতো,
রাজত্ব রামের।
তেমন করে নেতা-নেত্রী
শুধুৃ আকামের।

ফুল শুদ্ধ পবিত্র
স্বর্গ থেকে আসে,
নেতা-নেত্রী তাদের মতো
শুনে ফুল হাসে!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ দিয়ে মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল। ধন্যবাদ নুরু ভাই।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার ছড়ায় প্লাস দিয়ে গেলুম !

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। প্লাস মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বৈচিত্র পেলাম।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই দিনু লিন্ক/আই করো ব্লিন্ক
প্রামানিকের ফুল নিয়ে ভুল তত্ত্ব

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জহিরুল ইসলাম কক্স বলেছেন: ছড়া ভাল লাগছে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জহিরুল ইসলাম কক্স। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

অগ্নি সারথি বলেছেন: ছড়াডা মিস করলাম ক্যামনে!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। মিস আর করলেন কই কেউ আগে কেউ পড়ে এই আরকি। শুভ্চেছা রইল।

২০| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

জুন বলেছেন: সব সময়ের মতই মজার ছড়া প্রামানিক ভাই।
+

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

উল্টা দূরবীন বলেছেন: অলয়েজ হিট

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

অর্বাচীন পথিক বলেছেন: ব্যাপক অবস্তা প্রামানিক ভাই

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

আমিই মিসির আলী বলেছেন: নেতার চরিত্র ফুলের মতো পবিত্র!
এটা তো বলে নাই যে নেতার চরিত্রের সকল গুনাবলীই ফুলের মতো পবিত্র।!। =p~

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মিসির আলী ভাই, মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালো হয়েছে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

গেম চেঞ্জার বলেছেন: চা আইসকিমে চইলবো না। আমারে কফি পিওয়ান... ;) ;) ;)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: তাইলে মতিঝিলে আসেন।

২৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিন্ক দিনু তাও তুমি
পোষ্টটাও পড়োনি;
কমেন্ট তো দুরে থাক
লাইকটাও করো নি।

তুমি বড় দাম্ভিক
নাক বড় উঁচা;
কপি পেস্ট রিপ্লাই দিলে
পঁচা পঁচা পঁচা। X(( X(

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: দেখেছি ভাই দেখেছি
কিছু কথা লেখেছি।
নিজ ঘরে গিয়ে একবার
নিজে দেখে এসো
তারপরে হেথা এসে
জোরে জোরে কেসো।
ধন্যবাদ

২৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

বিদগ্ধ বলেছেন: হুম... ফুলের অনেক দুঃখ।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ। অনেক অনেক শুভেচছা রইল।

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

বাংলার ফেসবুক বলেছেন: “নেতা-নেত্রীর চরিত্র
ফুলের মতো পবিত্র”
এই কথা শুনে
ফুলেরা কেঁদে কয়,
“একই স্বাদ হবে কি
চিনি আর নুনে”?“নেতা-নেত্রীর চরিত্র
ফুলের মতো পবিত্র”
এই কথা শুনে
ফুলেরা কেঁদে কয়,
“একই স্বাদ হবে কি
চিনি আর নুনে”?

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.