নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হে বিধাতা উল্টা বুঝলে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫


শহীদুল ইসলাম প্রামানিক

পুলিশ গেল চোর ধরতে
পলাশ ডাঙ্গার গায়ে
কিছু রাস্তা গেলেন হেঁটে
কিছু গেলেন না'য়ে।

কিন্তু যখন ফিরলেন রাতে
ঘোড়ার পিঠে চরে
ঘোড়ার সাথে ছিল বাচ্চা
ছুটলো অনেক জোরে।

অন্ধকারে হারিয়ে গেল
খুঁজে না যায় পাওয়া
শীতের রাতে বইছে তখন
ভীষণ ঠান্ডা হাওয়া।

বট তলাতে ভিক্ষা করছে
ভিক্ষুক একটা খোঁড়া
টাকা পয়সা নয়রে ভিক্ষা
করছে ঘোড়া ঘোড়া।

অনেক রকম ভিক্ষা পায়রে
হাঁটতে কষ্ট হয়
তাইতো একটি ঘোড়া ভিক্ষা--
অন্য কিছু নয়।

“আল্লাহ একটা ঘোড়া দেরে”
বলছে বারে বারে
ঘোড়া চাওয়ায় দেয়নি ভিক্ষা
কেহই আজকা তারে।

এমন সময় পুলিশ সাহেব
ওই জায়গাতে এসে
তাকিয়ে দেখে ঘোড়ার বাচ্চা
দাঁড়িয়ে ভিক্ষুক ঘেঁসে।

পুলিশ ভাবে ভিক্ষুক নয়তো
আস্ত একটা চোর!
রুলের দু’ঘা মেরেই বলে
“হাড্ডি ভাঙবো তোর”।

“রাত্রি বেলা ভিক্ষা নয়রে
করিস ঘোড়া চুরি,
বাড়তি কথা বলবি তবে
ফাটিয়ে ফেলবো ভুড়ি”।

ঘোড়ার বাচ্চা ঘাড়ে দিয়ে
পাছায় পিটন দিয়ে
বলছে পুলিশ, “থানায় যাবি
ঘোড়ার বাচ্চা নিয়ে”।

ভিক্ষুক বলছে, “হে বিধাতা
উল্টা বুঝলে বুঝি,
এই জন্য কি তোমার কাছে
ঘোড়ার বাচ্চা খুঁজি”?

“ঘোড়ার পিঠে চরবো আমি
ফিরবো তাড়াতাড়ি
ঘোড়াই এখন উল্টো চড়ে
যাচ্ছে নিজের বাড়ি”।

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

আরণ্যক রাখাল বলেছেন: হে হে| ভাল লাগেছে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

কিরিটি রায় বলেছেন: ভিক্ষুক বলছে, “হে বিধাতা
উল্টা বুঝলে বুঝি,
এই জন্য কি তোমার কাছে
ঘোড়ার বাচ্চা খুঁজি”?

“ঘোড়ার পিঠে চরবো আমি
ফিরবো তাড়াতাড়ি
ঘোড়াই এখন উল্টো চড়ে
যাচ্ছে নিজের বাড়ি”।

হা হা হা।

দারুন ছড়াতো! ++++++++++++++++

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরিটি রায়। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আন্তরিক শুভ্চেছা রইল।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: “ঘোড়ার পিঠে চড়বো আমি
ফিরবো তাড়াতাড়ি
ঘোড়াই এখন উল্টো চড়ে
যাচ্ছে নিজের বাড়ি”। ভালোই তো!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

তাল পাখা বলেছেন: প্রামাণিক ভাই, আপনার ছড়া পড়ে মাঝে মাঝে আপনাকে দেখার সাধ জাগে। সত্যিই আসাধারণ।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাল পাখা। আগামী বাংলা ব্লগ দিবসে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে ইনশআল্লাহ। খুব খুশি হলাম দেখার আগ্রহ প্রকাশ করায়।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

বনমহুয়া বলেছেন: ভালোই

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন বনমহুয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ। শুভকামনা প্রামানিক ভাই।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রণব দেবনাথ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা++++++ :D B-) ;) :)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রণব দেবনাথ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

উল্টো বিচার !

ভাবনার ছড়া...

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। আন্তরিক শুভ্চেছা রইল।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: .........উল্টে বুঝলি রাম!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। উল্টা বুঝলি হে রাম!! ধন্যবাদ

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল্লাগছে। চা দেন! শরীর গরম করি, শীতে জইমা গেছে একদম।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: তাইলে তো আপনাকে দার্জিলিংয়ের চা দেওয়া লাগে। বাংলাদেশের চায়ে তো আপনার শরীর গরম হবে না।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: হাহা! ভাল লাগলো!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৩

উর্বি বলেছেন: ভালো লাগল

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

ধমনী বলেছেন: গল্পটা শুনেছিলাম। তবে আপনার ছন্দে প্রকাশ আরো ভালো লেগেছে।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। ভাল লাগার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা পড়ছি এবার চা দেন। :)

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই মতিঝিল শাপলা চত্বর আসেন, চা নিয়ে বসে আছি। ধন্যবাদ

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যি কইতাছেন ? আসলাম কিন্তু।
আপনি পাঁচ মিনিট ওয়েট করেন আমি দশ মিনিটের মধ্যে আসতেছি।

:)

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: কুনু অসুবিধা নাইক্কা। আইসা পড়েন

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

সুলতানা রহমান বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে ……

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দের কবিতা। ভাবনাটাও চমৎককার!

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই। আপনার মন্তব্যে খুশি হলাম। শুভ্চেছা রইল।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছড়া।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

বাংলার ফেসবুক বলেছেন: হ্যাব্বি সুন্দর হয়েছে । তবে একটু বেশি লম্বা হয়েছে। একটু ধয্যহারা হয়ে যায়। ভাল লাগলো শুভ কামণা রইল।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: লম্বা না করলে ঘটনার বর্ননা অসম্পূর্ণ থেকে যায় এইজন্য অনিচ্ছা সত্বেও লম্বা করতে হয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

বাংলার ফেসবুক বলেছেন: তাও ভালো বলে বসেননি ঘোড়ায় চড়িয়ে মদ্ধো হাঠিয়ে চলিল হা হা হা।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: না ভাই উল্টা হবে, ঘাড়ে চরিয়া ঘোড়া হাঁটিয়া চলিল। ধন্যবাদ আপনাকে।

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: বাহ চমৎকার।ভালো লেগেছে+

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.