নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভেজাল প্রেম

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

সব জিনিষেই ভেজাল এখন
ভেজাল ছাড়া নাই
আসল জিনিষ কিনলে পরেও
ভেজাল দেখতে পাই।

প্রেম-প্রিতিও ভেজাল এখন
যুব সমাজে চলে
বিয়ের আগেই অনেক প্রেমিক
ভেজাল প্রেমের দলে।

দেখলে পরেই প্রেম হয়রে
সস্তা তাদের মন,
এই তো আছে, এই তো নাই
ভাঙ্গতে কতক্ষণ।

একই সনে অনেক জনকে
প্রেম নিবেদন করে
এক প্রেমিককে বিদায় করে
অন্য প্রেমিক ধরে।

ভেজাল প্রেমে হয়না বিয়ে
দেয়না কারেও মন
কথায় কথায় জান দিয়ে দেয়
মিছাই করে পণ।

অনেক সময় প্রেমিকযুগল
বুঝতে না পায় কিছু!
ছল-চাতুরীর পাল্লায় পরে
ঘোরে পিছু পিছু।

অনেক আবার ভুল করে যে
প্রেমে খায়রে ছ্যাকা
জীবন-যৌবন বৃথাই নষ্ট
পায়না প্রেমের দেখা।

মিথ্যা প্রেমের আশ্বাস দিয়ে
যারা আনন্দ করে
তাদের ঘরেও আসবে তেমন
দেখবে বিয়ের পরে।

ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

ধমনী বলেছেন: এইবার আমি পরথম। চা কই?

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: চা মতিঝিলে। আসেন - --

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

সুলতানা রহমান বলেছেন: কি শান্তি??

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। শুভ্চেছা রইল।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ছড়া বরাবরের মতোই ভাল হইছে।

কিন্তু এই মতিঝিলডা আবার কোথায় বলবেন কি ? ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ঢাকায় আইসা যে কাউরে জিগাইলেই হইবো।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

রিকি বলেছেন: ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।


ভেজাল প্রেমের বিরুদ্ধে একটা ট্রাইব্যুনাল করা দরকার ভাই---ভেজাল খাদ্য খেলে দেহে কার্সিনোমা হয় আর ভেজাল প্রেম করলে মনের কার্সিনোমা হয় এই ব্যাপারে সচেতন হতে হবে। B:-/

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রিকি ভাই, চমৎকার কথা বলেছেন। যে কোন ধরনের ভেজাল শরীরের জন্যও ক্ষতি কর দেশের জন্যও ক্ষতিকর পরিবেশের জন্যও ক্ষতিকর।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

রিকি বলেছেন: যে কোন ধরনের ভেজাল শরীরের জন্যও ক্ষতি কর দেশের জন্যও ক্ষতিকর পরিবেশের জন্যও ক্ষতিকর।

খাসা কথা বলেছেন। সুপার লাইক :-B :-B

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিকি।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:






সব জিনিষেই ভেজাল এখন
ভেজাল ছাড়া নাই
আসল জিনিষ কিনলে পরেও
ভেজাল দেখতে পাই।

প্রেম-প্রিতিও ভেজাল এখন
যুব সমাজে চলে
বিয়ের আগেই অনেক প্রেমিক
ভেজাল প্রেমের দলে।

দেখলে পরেই প্রেম হয়রে
সস্তা তাদের মন,
এই তো আছে, এই তো নাই
ভাঙ্গতে কতক্ষণ।

একই সনে অনেক জনকে
প্রেম নিবেদন করে
এক প্রেমিককে বিদায় করে
অন্য প্রেমিক ধরে।

ভেজাল প্রেমে হয়না বিয়ে
দেয়না কারেও মন
কথায় কথায় জান দিয়ে দেয়
মিছাই করে পণ।

অনেক সময় প্রেমিকযুগল
বুঝতে না পায় কিছু!
ছল-চাতুরীর পাল্লায় পরে
ঘোরে পিছু পিছু।

অনেক আবার ভুল করে যে
প্রেমে খায়রে ছ্যাকা
জীবন-যৌবন বৃথাই নষ্ট
পায়না প্রেমের দেখা।

মিথ্যা প্রেমের আশ্বস দিয়ে
যারা আনন্দ করে
তাদের ঘরেও আসবে তেমন
দেখবে বিয়ের পরে।

ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।

--------------------চমৎকার হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশপ্রেমিক বাঙালী। অনেক শুভ্চেছা রইল।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: "ভেজালের দুনিয়ায় নির্ভেজাল মাল,
খুঁজে পাওয়াটাই হয়েছে কাল ।" অামার লেখা একটি কবিতার দুটি লাইন মারলাম ।

বিঃদ্রঃ এই মাল সেই মাল না, এই মাল বলতে দ্রব্য বোঝানো হয়েছে ।

মনে বড় কষ্ট (শাকিব খানের ছবি)! জীবনে একখান প্রেমও করতাল্লামনা, হোক না সেটা ভেজাল!
( পনেরোশোতম মন্তব্যটা ভাবলাম প্রিয় কাওকে করি । শ্রদ্ধেয় প্রামাণিক ভাইকেই করলাম । )

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: আপনার দেড় হাজারতম মন্তব্যটা আমার ছড়ায় উপহার দেয়ার জন্য আন্তরিক শুভ্চেছা জানাচ্ছি। আমার প্রতি আপনাদের ভালবাসা দেখে আমি মুগ্ধ। আপনার ভবিষ্যত জীবনের উন্নতি কামনা করি।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

বাউল আলমগী সরকার বলেছেন: সবাই দেখি ভাই দেখি অন্যের ভেজাল
নিজের ভেজালটা দেখাবার নাই সময়কাল-
হাসিতে আত্মহারা এ বার হয়েছে সর্বহারা
গুরু ! আমারটা যে নিভেজাল নিভেজাল।

প্রামানিক দা
অনেক শুভেচ্ছা -
ছড়াটা অনেক ভাল লাগল দাদা

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই বাউল আলমগীর সরকার। আসলেই আমরা পরের ভেজাল দেখি নিজেরটা দেখি না।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।//


-আসল প্রেমে ছ্যাকা খেলেও শান্তি /:)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন মইনুল ভাই। ছ্যাকা খায়া ব্যাকা হয়া স্বাধীনভাবে হইটা বেড়ান যায়।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

কিরমানী লিটন বলেছেন: আইয়ও ভেজাল তুইও ভেজাল
ভেজাল ইনু হাসিনা,
এখন দেখি সব ডিজিটাল
ভেজাল ছাড়া বাঁচিনা। অনেক চমৎকার,মাত্রার সমস্যা না থাকলে আরও সুন্দর হবে ...
শুভকামনা...

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: যাত্রা করে মাত্রা নিয়ে
জ্বালার মধ্যে আছি
মুক্ত মাত্রার বেসুরেতে
ধেই ধেই করে নাচি।

ধন্যবাদ ভাই করমানী লিটন।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

বিদগ্ধ বলেছেন:

+++কিরমানী লিটন বলেছেন: আইয়ও ভেজাল তুইও ভেজাল
ভেজাল ইনু হাসিনা,
এখন দেখি সব ডিজিটাল
ভেজাল ছাড়া বাঁচিনা।++++

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

মোঃ ইউছুফ শেখ বলেছেন: ভাই বুঝমু ক্যামনে আসল প্রেম কোনডা অ্যার ভূয়া প্রেরেম কোনডা

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: ভাইরে এইডা বুঝামো ক্যামনে? ভেজাল দেখতে দেখতে ভেজাল খাঁটি মনে হয় আর খাঁটি ভেজাল মনে হয়। যেমন আমি গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়া গাইয়ের ওলান নিংড়ানো গরম গরম খাঁটি দুধ খাইলাম। রাতে দেখি পেট ফুইলা ফুটবল। তখন মনে হইল দুধ খাঁটি হলেও গাই ভেজাল তা না হলে খাঁটি দুধ খায়া পেট ফুলল ক্যা?

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

সাহসী সন্তান বলেছেন: ভাই আসল নকল বুঝি না, সামনে যেইডারে পামু খালি আবুল (কবুল) কইয়া পিছে দৌঁড় করামু! অভ্যাস হইয়া গেছে তো, এহন আর দুঃখ পাই না! তয় আপনার কবিতা কইলাম সেই হইছে!

একখান পিলাচ দিয়া পাশে সইরা দাঁড়াইলাম!

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। হুদাহুদি দৌড়াইয়েন না সামনে টার্গেট রাইখা দৌড়ান কাজে লাগবো।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: +

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। হুদাহুদি দৌড়াইয়েন না সামনে টার্গেট রাইখা দৌড়ান কাজে লাগবো।

-প্রামানিক ভাই, হালকা মিসটেক! আমি দৌঁড়ামু না, হেতেগো দৌঁড় করামু! আমার দৌঁড়ের পালা শেষ। এখন আর এই গুলা নিয়ে ভাবি না। সুতরাং নিজে দৌঁড়ানোর কোন প্রশ্নই আসে না............!! :-/

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: তাইলে তো কথাই নাই। আপনে খাড়ায়া থাকেন হ্যারা দৌড়াক।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কমিউনিস্ট বলেছেন:
ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।

....অসাধারণ লিখেছেন!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কমিউনিষ্ট। শুভ্চেছা রইল।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৫

বাংলার ফেসবুক বলেছেন: ভেজালে ভেজালে সবকিছু ছয়লাভ এমনকি নিশ্পাপ ভালবাসায় ভেজাল প্রবেশ করেছে।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বাংলার ফেসবুক। মন্তব্যে মূল্যবান কথাই বলেছেন।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একপোয়া ভেজাল প্রেম কিনতে চাই,
দাম কত ভাই?
আর সাথে দোকানের নাম
প্লিজ দিয়েন ভাই। ;)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

প্রামানিক বলেছেন: ভেজাল প্রেমের প্যাকেট বিক্রি হয় খুচরা এক পোয়া বিক্রি হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.