নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টাই শ্রেষ্ট

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫


শহীদুল ইসলাম প্রামানিক

ভাবছে পথিক ক্লান্ত দেহে
শুয়ে গাছের তল
‘বিশাল বড় বট গাছেতে
ছোট্ট কেন ফল’!

‘কিন্তু পাশের লাউ গাছটায়
ফল যে অনেক বড়
মাথা তুলে দাঁড়ায়নাকো
এইটা কেমনতরো’!

এসব ভেবে বলছে পথিক
সৃষ্টি কর্তার তরে,
‘উল্টা পাল্টা সৃষ্টি তোমার
দেখছি জগৎ ভরে’।

যেই না বলা অমনি মাথায়
পড়ল বটের গোটা
ব্যাথার চোটে কুঁকড়ে গিয়ে
‘ইস ইস’ করে ওঠা।

বলছে তখন ওই পথিকে
মুখটি করে কালো
এই জগতে সবার চেয়ে
তোমার বুদ্ধি ভালো।

বট গাছেতে ধরতো যদি
লাউ-কুমড়োর ফল
উঁচু থেকে পড়লে মাথায়
হতাম রে অচল!

ছোট্ট ফলটি মাথায় পড়ায়
বেঁচে গেলাম ভাই
খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।
(ছবি নেট)

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল হয়েছে

২. ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
জনাব প্রামানিক,
ছোট্ট সুন্দর ছড়ায় স্রষ্টার গুণগান অনেক ভালো লাগলো। ভাবছে/আত্ম-জিজ্ঞাসা মূলক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নের প্রয়োজন নেই। শুভ কামনা রইলো।

৩. ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
খোলা মনের কথা বলেছেন: আপনার কবিতা মুগ্ধ হয়ে পড়ি। অনেক ভাল লাগে আপনার কবিতা গুলো। প্রতি মুহুর্ত আপনার কবিতার আশায় থাকলাম। ধন্যবাদ সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: আরণ্যক রাখাল, অন্ধবিন্দু এবং খোলা মনের কথা তিনজনকেই আন্তরিক ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা+

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেশ
ছাড়াতো নয় দারুন ভাবনার সমাবেশ!! :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ খুব ভালো হয়েছে ।
+++++++

অনেক শুভেচ্ছা রইলো ভাই

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাজমুল হাসান মজুমদার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

কাবিল বলেছেন:



খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।

চমৎকার, অনেক অনেক ভাল লাগা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার সুখ পাঠ্য কবিতা ----- দারুন ছন্দ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাইলী আরজুমান খানম লায়লা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

চ্যাং বলেছেন: ভাল হইয়াসে গো ভাই। আবনে একখান পিস। তুবে বানামটা হইবো হেডলাইনে (স্রষ্টাই শ্রেষ্ট)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: খুব খুশি হলাম ভাই চ্যাং। আঙ্গুল দিয়ে ত্রুটি দেখানোর জন্য আপনাকে এক গাল ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছড়া । ভাল লেগেছে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

শক্র হতে চাই বলেছেন: সুন্দর একটা বিষয় কবিতার তৈয়ার করলেন। সেটাও আবার ইসলামিক ভাবে সুন্দর ভাষায় এবং শিক্ষনীয় । এর মধ্যে আল্লাহর মহত্ত তুলে ধরেছেন। অল্পো কথায় অনেক সুন্দর ধন্যবাদ ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শত্রু হতে চাই। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

আরজু পনি বলেছেন:

বট গাছেতে ধরতো যদি
লাউ-কুমড়োর ফল
উঁচু থেকে পরলে মাথায়
হতাম রে অচল!
=p~ =p~

দারুন !

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজু পনি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

আমি মিন্টু বলেছেন: অসাধারণ ভালো লাগলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভেচছা রইল।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

উল্টা দূরবীন বলেছেন: দারুন হয়েছে। সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

অগ্নি সারথি বলেছেন: বট গাছেতে ধরতো যদি
লাউ-কুমড়োর ফল
উঁচু থেকে পড়লে মাথায়
হতাম রে অচল!
- :D :D :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

সুমন কর বলেছেন: খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।
-- সুন্দর হয়েছে।
+।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনকে শুভ্চেছা রইল।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

ফেরদৌসা রুহী বলেছেন: ছোট্ট ফলটি মাথায় পড়ায়
বেঁচে গেলাম ভাই
খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই


সুন্দর কথামালা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ছোট্ট ফলটি মাথায় পড়ায়
বেঁচে গেলাম ভাই
খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।
--------

আল্লাহ্‌র জ্ঞানের সামান্য একটা উদাহরণ মাত্র!! অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

তামান্না তাবাসসুম বলেছেন: ++++++++
বাহ্! কি প্রাঞ্জল উপস্থাপনা।
শুভকামনা কবি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা প্রামানিক ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কোন সন্দেহ নাই। +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কবিতা, আসলেই স্রষ্টাই শ্রেষ্ঠ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, তার সাথে মানুষের কোন তুলনাই হয় না।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: স্রষ্টার শ্রেষ্ঠত্বে কোনই সন্দেহ নাই।
ভাল লাগা রইল...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিসপাহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

শামছুল ইসলাম বলেছেন: ছড়ায় ছড়ায় ছড়িয়ে পড়েছে স্রষ্টার গুনগান,
তবুও যারা বধির রহিল থাকিতেও দু'টি কান।

খুব সত্যি কথা, তারপরও হাসি পেয়েছেঃ

//যেই না বলা অমনি মাথায়
পড়ল বটের গোটা
ব্যাথার চোটে কুঁকড়ে গিয়ে
‘ইস ইস’ করে ওঠা।//


ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: বট গাছেতে ধরতো যদি
লাউ-কুমড়োর ফল
উঁচু থেকে পড়লে মাথায়
হতাম রে অচল!


দারুন বোধন, দারুন ছড়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি ময়ুরাক্ষী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

তাহসিনুল ইসলাম বলেছেন: বাহ !! চমৎকার --------

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। শুভ্চেছা রইল।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:

"বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেশ
ছাড়াতো নয় দারুন ভাবনার সমাবেশ!! :) "

-এখানে ভাবনার কিছু নেই; তাল, বা বেল পাকার সময় মানুষ তাল বা বেল তলায় বিশ্রাম নেয় না; বট গাছে বড় ফল ধরলে, ফলের দিনে, মানুষ সেই গাছে নীচে মুমাতো না।

এগুলো লজিকবিহীন কিছু কথার কথা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।


কথা সইত্য ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাবছি বসে একাএকা
শ্রষ্টার সৃষ্টি নিয়ে
মশামাছি কেমন সৃষ্টি
মরি ডেঙ্গুর ভয়ে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ। ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। শুভ্চেছা রইল।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: বাহবা বাহবা। বাহা!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.