নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
কছর আলী বড়ই কৃপণ
গায়ের মধ্যে সেরা
একটু খানি তেলের জন্যে
করছে কত জেরা।
বলল সেদিন, হাটে গিয়েছি
মনে নাই যে কবে
অনেক খানি তেল কিনেছি
এক ছটাক তো হবে?
তিন চার দিন গায়ে দিয়েছি
মাথায় দিয়েছি কত
মাঝে মাঝে ভাজি ভর্তায়
ঢেলে দিয়েছি তত।
তারপরেতেও অর্ধেক শিশি
রেখেছিলাম ভরে
সবগুলো তেল গবগব করে
ঢেলে নিয়েছে চোরে?
ঢালতে গিয়ে তেল পড়েছে
ভেসে গেছে মেঝে
তেল চুরিটা করছে চোরে
আস্ত ডাকাত সেজে।
এইনা শুনে গাঁয়ের লোকে
খেঁকখেকিয়ে হাসে
বুঝতে পেরে কৃপণ কছর
খুক খুক করে কাশে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপ্ত আগ্নেয়গিরি মাহি। অনেক অনেক শুভ্চেছা রইল।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
মঞ্জু রানী সরকার বলেছেন: চমতকার
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জু রানী সরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
মাকড়সাঁ বলেছেন: Apner lakha gulo osadaron
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকড়সাঁ। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪
মু, আমজাদ হোসেন বলেছেন: বিষয়বস্তু চমৎকার । কিন্তু যদি স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে একটু ধারনা গ্রহন করতেন, তাহলে আরও মান বাড়তো আপনার ছড়ার । ধন্যবাদ ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ভাই মাত্রা সম্বন্ধে যে জ্ঞান নাই তা নয় তবে মেধা খাটাই না এই আরকি। অনেক সময় উপস্থিত ক্ষেত্রে ছড়া লিখে পোষ্ট করে থাকি তখন মাত্রা ঠিক করতে গেলে আরো সময়ের প্রয়োজন হয়। তবে ৮+৬ মাত্রার মধ্যেই রাখার চেষ্টা করি হয়তো মাত্রা কিছু কমবেশি হয়।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭
মোঃ আলামিন বলেছেন: সবারি প্রতিভা আছে শুধু আমার নাই ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: আপনারও প্রতিভা আছে, আপনি একটু চেষ্টা করেন তাহলেই হবে।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ভালো হয়েছে ভাই । হাসালেন ছন্দের মাধ্যমে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাজমুল হাসান মজুমদার। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
প্রণব দেবনাথ বলেছেন: এতো কিপটের ঠাকুরদা...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: জি ভাই ঠিকই বলেছেন, এক ছটাক তেল এত দিন ব্যবহার করার পরেও নাকি গবগব করে ঢেলে নিয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
শামছুল ইসলাম বলেছেন: না হেসে পারলাম নাঃ
//বলল সেদিন, হাটে গিয়েছি
মনে নাই যে কবে
অনেক খানি তেল কিনেছি
এক ছটাক তো হবে?//
কৃপণদের নিয়ে ছড়াটা মজার হয়েছে।
ভাল থাকুন। সবসময়্
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
অগ্নি সারথি বলেছেন: চোর ব্যাটা তো দারুন খারাপ!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
প্রামানিক বলেছেন: শুধু খারাপ নয় মহা খারাপ। কৃপণের তেল চুরি করেছে।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার !! হাড়কিপটা নাটকটার কথা মনে পড়ে গেল । ওখানে প্রধান কিপটা নজর আলী তার বৌ বেশি তেল খরচ করে বলে ছোট সিরাপের শিশিতে তেল ঢুকিয়ে ঢাকনায় ছোট্ট একটা ফুটা করে দেয় । যেন তেন বেশি না পড়ে যায় । তারপর বৌরে কয় এভাবে ঝাঁকি দিয়ে তরকারীতে তেল দিবা তাইলে এক ছটাক তেল দিয়ে এক সপ্তাহের চেয়ে বেশি চালাতে পারবা !!!! হা হা
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: হা হা ভাই ঠিকই কইছেন। এটাও হাড় কিপ্টার হাড্ডি। ধন্যবাদ
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
নীলসাধু বলেছেন: চমৎকার লাগল।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল সাধু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭
কাবিল বলেছেন: আপনিও কম কিপটা না, যা পান তাতেই ছড়া বানিয়ে ফেলেন ।
চমৎকার ছড়া ভাল লাগলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: কাবিল ভাই ভুল বললেন, হাড় কিপ্টা হলে তো সব বিষয়ে ছড়া লিখতাম না এক দুই বিষয়ে লিখতাম।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
কল্লোল পথিক বলেছেন: আপনার প্রতিটি ছড়ার মাঝে
একটা গল্প থাকে
এই বিষয়টা আমার খুব ভাল লাগে। এটাও অসাধারন হয়েছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। আপনার মন্তব্যে উৎসাহ পেলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
লেখোয়াড়. বলেছেন:
সুপার-ডুপার। গ্রেট!!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: সুপার-ডুপার গ্রেট। চমৎকার মন্তব্য। শুভ্চেছা রইল।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: দারুণ !!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচছা রইল।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
খোলা মনের কথা বলেছেন: চমৎকার প্রামানিক ভাই
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
উল্টা দূরবীন বলেছেন: হাড়কিপটা নাটকেও সেম ঘটনা দেখছিলাম। ছড়া সুন্দর লেগেছে। ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। হাড়কিপটাদের ঘটনা প্রায় একই রকম।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯
দেবজ্যোতিকাজল বলেছেন: একানার ত্যাল কিনলাম
ঝোল রান্দিছি ,গায়েত দিছি,মাথাত মাখিছি,ভাত্তা মাখিছি তারপরে বারে গবগব করে মাটিত পরে গ্যাছে ,তাও শিশির ভিতরেত থ্যাকা গ্যাছে ।এটা কুটিকার ভাষা?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
প্রামানিক বলেছেন: এটা বারে বগুড়া ছাড়া আর কুটিকার ভাষা হবি।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৯
আরণ্যক রাখাল বলেছেন: জোশ
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ। কথামালায় নিপুন গাঁথা।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
জুন বলেছেন: তেল চুরিটা করছে চোরে
আস্ত ডাকাত সেজে
হা হা হা দারুন মজার ছড়া প্রামানিক ভাই
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: একে বলা যয় হাড্ডি কিপটা
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: হাড্ডি কিপ্টা আর হাড় কিপ্টা লাউ কদুর মত। ধন্যবাদ কামাল ভাই।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা বুঝতে পার্ছে
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: বুঝনের দেখছেনডা কি হবাই শুরু।
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো প্রামানিক ভাই।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্ছেচা রইল।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: ফাইন।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: অতি কৃপনের যা হয় আরকি,,,,,,