নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাঙ্গণের রাজনীতিতে

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

মোদের দেশের শিক্ষাঙ্গণে রাজনীতিকদের খেলা
সকাল দুপুর নাইরে হেথা চলছেরে তিন বেলা
মন্ত্রীর ছেলে নাইরে হেথায় পড়ে বিদেশ টোলে
ফুটুস-ফাটুস চলছে গুলি একটা কিছু হলে।

গরীব-দুখির ছেলেমেয়েরা হয় যে কত লাশ
সন্তান হেথায় মরল যাদের তাদের সর্বনাস।
কথায় কথায় হরতাল চলে ক্লাস হয় আর কতো?
সেশন জটে ভুগছে সবাই কলুর বলদের মতো।

শিক্ষাঙ্গনটা পার হতে ভাই বয়স হয়রে পার
বেকার জীবন চলতেই থাকে চাকরী হয়না আর
যাদের ছেলে বিদেশ পড়ে পাশ দিয়ে সব এসে
এই দেশরই কর্ণধর হয় মালিক মহাজন বেশে।

কেউবা হয়রে কর্মকর্তা সরকারী অফিস খানায়
গরীব ছেলে রাজনীতিতে অপরাধী হয় থানায়।
যুগ যুগ ধরে চলছে এসব হয়না মোদের হুস
ওদের চাকরী এমনি হয়রে গরীবের লাগে ঘুষ।

রাজনীতিকরা নাটাই হাতে আমরা হলাম ঘুড়ি
তাদের মনের ইচ্ছামতো করছি উড়াউড়ি।
সত্য বললে বলছে পাগল তবু বলে যাই
শিক্ষাঙ্গণে রাজনীতি নয় সঠিক শিক্ষা চাই।

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

আবু আবদুর রহমান বলেছেন: ক্ষমতাবানরা ক্ষমতার জন্য ওদের ব্যবহার করে । এরা ও তো ক্ষমতার ভাগ পায় । আর আমরা সন্ত্রাসীদের ভোট দিয়ে জয়যুক্ত করি । সুন্দর কবিতা ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ ভাই আবু আব্দুর রহমান।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

কল্লোল পথিক বলেছেন: সুপার লাইক
বরাবরের মত এবারও সুপার ডুপার হিট।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, শুভেচ্ছা রইল।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

খোলা মনের কথা বলেছেন: শিক্ষাঙ্গণের রাজনীতি বাস্তব রুপ ফুটে ওঠেছে। ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রামানিক ভাই
চমৎকার কাব্যে শিক্ষাঙ্গনের রাজনীতির
বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

হামিদ আহসান বলেছেন: কার্টুনগুলো কি অাপনিই অাঁকেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

প্রামানিক বলেছেন: না ভাই, এগুলো গোগুল মামার অবদান।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

হামিদ আহসান বলেছেন: অাপনার ছড়া তো বরাবরই লা জবাব ..

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভ্চেছা রইল।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

সাহসী সন্তান বলেছেন: কবিতা চমৎকার, তবে কবিতায় মামুগো কোন অবদান নাই দেইখা হতাস হইলাম! মানে হইলো গিয়া চাকুরি পাইতে গেলে হেই ধরনের দুপেয়ে গো ধরন লাগে না........??


বিঃদ্রঃ- আমার কিছু পোস্টে এই ধরনের কার্টুন দরকার পড়ে, কিন্তু গুগলে সার্চ করলে যে পাইনা? আপনি কিভাবে এই গুলো জোগাড় করেন একটু বিস্তারিত বলবেন কি?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: এখন মামু খালুরা চাকরী দেয় না কারণ একটা লোকেরে চাকরী দিলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় ভাগ্নে ভাস্তাদের চাকরী দিলে চারানাও পাওয়া যায় না এই জন্য স্বজনপ্রীতি এখন কমে গেছে এখন টাকার প্রীতি চলে বেশি।

যেধরনের ছবি প্রয়োজন সেই ধরনের শব্দ দিয়ে গোগুল মামারে সার্চ করলেই হাজার হাজার ছবি আসবে এখান থেকে চয়েজ মত ছবি বেছে নিয়ে ফটোশপ মামারে দিয়ে একটু নিজের মত করে এডিট করে নিলেই হয়।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

মাকড়সাঁ বলেছেন: শিক্ষাঙ্গণে রাজনীতি নয় সঠিক শিক্ষা চাই।.....সম্পূর্ণই একমত ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকড়সাঁ অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।


সত্য বললে বলছে পাগোল তবু... < পাগল

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: "শিক্ষাঙ্গণে রাজনীতি নয় সঠিক শিক্ষা চাই।" যথার্থই ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

শামছুল ইসলাম বলেছেন: অপ্রিয় সত্য কথাগুলো ছড়ার ভাষায় চমৎকার উঠে এসেছে।

বিজয়ের শুভেচ্ছা।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার এই ব্যাপারটা খুব ভাল ছড়ায় ছড়ায় দব কিছু বলে দেয়া।

+++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১

উল্টা দূরবীন বলেছেন: অসির চেয়ে মসি বড়। আপনার মসির ছড়া বারবারই ভালো লাগে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: পিলাচ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

রুদ্র জাহেদ বলেছেন: রাজনীতিকরা নাটাই হাতে আমরা হলাম ঘুড়ি
তাদের মনের ইচ্ছামতো করছি উড়াউড়ি।
সত্য বললে বলছে পাগল তবু বলে যাই
শিক্ষাঙ্গণে রাজনীতি নয় সঠিক শিক্ষা চাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

লিও কোড়াইয়া বলেছেন: সুন্দর ছড়া। আপনার জন্য আমার চার লাইন!


ছড়ায় ছড়ায় ভালোই দিলেন
রাজনীতিকদের বাঁশ;
বাস্তবে যদি সম্ভব হতো
মিটতো মনের আশ!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এই বাঁশের উপরও ছড়া লেখা আছে সম্ভব হলে পোষ্ট করবো।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর ছড়ায় শতভাগ সহমত... প্রামানিক ভাই :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই শুভেচ্ছা রইল।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি ছড়া পড়লাম, সত্য কথাগুলো কবিতায় বলেছেন খুবই নান্দনিকভাবে - অসাধারণ লেগেছে

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাইলী আরজুমান খানম লায়লা। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: শিক্ষাঙ্গণে রাজনীতির কুফল সম্পর্কে আর কী বলব! |-)

ছড়াটা অস্থির মাপের হইছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আপনার মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

আরজু পনি বলেছেন:

দারুণ প্রতিবাদী ছড়া ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

০১৭৫৯০৮৭৫১৫ বলেছেন: বাস্তব একটা ছড়া পড়লাম, সাধুবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

লিও কোড়াইয়া বলেছেন: বাঁশের উপর ছড়ার প্রতিক্ষায় থাকলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই আজকেই দিয়ে দিব। ধন্যবাদ

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। এইবারের ছন্দের প্যাটার্নটা কিছুটা ব্যতিক্রমী ছিলো। যা প্রত্যাশিত।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচছা রইল।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭

সোহানী বলেছেন: অসাধারন.....। যাদের বুঝার তারাইতো সবকিছুর মূল, তাই এটি ঠিক হবার নয়............. আগে দরকার মাথা ঠিক করার কিন্তু তারা কখনই তা করবে না।

সুপার প্লাস....................

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোহানী। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.