নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বাংলার শিয়াল শিয়াল নয় ভাই
মুক্তি যোদ্ধাও বটে
তাদের জন্যে একাত্তরে
বিষম কান্ড ঘটে।
মুক্তিযোদ্ধা জঙ্গলের ভিতর
আশ্রয় নিল যেই
রাজাকাররা পাক সেনাদের
বলল নিমেষেই।
রাইফেল, কামান, বন্দুক নিয়ে
খান সেনারা এলো
জঙ্গলের ভিতর মুক্তিযোদ্ধার
চিহ্ন অনেক পেল।
মুক্তিযোদ্ধার বিষম বিপদ
পরল পাকদের ফাঁদে
তাইনা দেখে বাংলার মানুষ
অঝোর ধারায় কাঁদে।
মুক্তিযোদ্ধা খতম করতে
যেই না করল গুলি
পাশেই ছিল পাঁচটি শিয়াল
দৌড়ায় নেঙুর তুলি।
মানুষ নাকি শিয়াল দৌড়ায়
কিছুই যায়না বোঝা
গাছ গাছালি নড়তে দেখেই
চালায় গুলি সোজা।
ফুটুস ফাটুস দুড়–ম দুড়–ম
শব্দ শুনে ভাই
শিয়ালগুলো আরো দৌড়ায়
একটু বিরাম নাই।
কমান্ডার কয়, ‘রাত্রি দিনে
যাদের আমরা খুঁজি
সেই মুক্তিরা আজকে হেথায়
পালিয়ে যাচ্ছে বুঝি’।
অর্ডার করে, ‘চালাও গুলি
বৃষ্টির মতো করে’
হাজার হাজার চলল গুলি
সারা দিনমান ভরে।
শিয়াল দৌড়ায়, সৈনিক দৌড়ায়
দৌড়ায় রাজাকার
জঙ্গলের ভিতর দৌড় পাল্লায়
সবাই একাকার।
মুক্তিযোদ্ধা ছেড়ে তারা
দৌড়ায় শিয়াল পিছে
যতই তারা করছে গুলি
সবই যাচ্ছে মিছে।
এই সুযোগে মুক্তিযোদ্ধা
পিছন দিয়ে এসে
খান সেনাদের লক্ষ্য করে
চালায় গুলি শেষে।
বীর মুক্তিদের তাক নিশানায়
চলল যখন গুলি
এক নিমিষে উড়িয়ে গেল
খান সেনাদের খুলি।
মুক্তিযোদ্ধা সহজ ভাবেই
যুদ্ধে করল জয়
শিয়াল সেনার সহযোগীতায়
পাকের হলো ক্ষয়।
মুক্তিদেরকে সেল্যুট জানাই
জানাই শিয়ালদের
বাংলার শিয়াল কেমন শিয়াল
খানেরা পেল টের।
(ছবি ইন্টারনেট)
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
রানার ব্লগ বলেছেন: হ্যা মুরুব্বীদের কাছে এমোন কথা শুনেছি।
চমৎকার ছড়া ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
হামিদ আহসান বলেছেন: অামি প্রথম হইছি ৷ চা দেন ..
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: আপনার জন্য চা রেডি আছে তাড়াতাড়ি চলে আসেন।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: শেয়াল ভায়ার বেজায় বুদ্ধি
পণ্ডিত তাকে বলে,
মুক্তি যুদ্ধে তার অবদান
কভু কি ভোলা চলে?
ধন্যবাদ প্রামানিক ভাই
শিয়াল পণ্ডিতের যথার্থ মূল্যায়ন করার জন্য
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
শামছুল ইসলাম বলেছেন: শিয়ালরাও নিজের অজান্তে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছে।
ভাল লেগেছে।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভ্চেছা রইল।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। শুভেচ্ছা রইল।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
শুভ্র বিকেল বলেছেন: সত্যবটে। অনেক সুন্দর।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
আরজু পনি বলেছেন:
অসাধারণ !
আচ্ছা আপনি এই ছড়াটা ব্লগ ডে উপলক্ষে দিতে পারতেন ।
অবশ্য দিয়েছেন কিনা জানিনা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজু পনি। আপনার উপদেশ পেয়ে খুশি হলাম। ব্লগ ডে উপলক্ষে পোষ্ট দেয়ার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
ইকবালবিডি০৯ বলেছেন: প্রমানিক ভাই চমৎকার লিখেছেন। আপনাকে একটি চা পান করানোর খুব ইচ্ছা অাছে। আপনি কি আমার ইচ্ছাটুকু পূরন করতে সহযোগিতা করবেন। অামার ইমেল এ আপনার সাথে যোগাযোগের নাম্বার টি দিলে খুশি হবে। [email protected]
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবালবিডি০৯। আপনার ইচ্ছার কথা শুনে খুশি হলাম। আপনার ইমেইলে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: এরকম কিছু সত্যি্ই ঘটেছিলো নাকি? ছড়া বরাবরের মতোই চমৎকার।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: এই লুক আসলেই পাগলা, ওনার ছড়া কখনো থামবার নয়...........চা, পান, চাইল, ডাইল সব খাওনের দাওয়াত দিলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: আপনার দাওয়াত আমি সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ কামাল ভাই।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার লেগেছে। আপনার ছড়া সববসময়ই ভালো লাগে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
হামিদ আহসান বলেছেন: বাংলার শেয়ালও মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে৷ সেই শেয়ালদেরও সেলুট