নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

উজানী বউ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭


শহীদুল ইসলাম প্রামানিক

পাশের গাঁয়ের মুখরা বধু
উজানী তার নাম
কথায় কথায় ঝগড়া করে
ঝরায় দেহের ঘাম।

তর্কের পরে তর্ক করে
হার মানে না কভু
নিজের ভুল বোঝার পরেও
ঝগড়া করে তবু

স্বামী বেচারা বড়ই সরল
পায় না নিতে হাল
কথায় কথায় তার পরে যে
করে গালাগাল।

এসব কষ্টে স্বামী তাহার
কয়না কথা দুখে
মুখরা বধুর সব অনাচার
জমা রেখেছে বুকে।

সব কথাতে উজান ঠেলে
যায়না কভু ভাটি
এই কারণে স্বামী বেচারার
জীবনটা যে মাটি।

আষাঢ় মাসে নৌকা চড়ে
যাচ্ছে স্বামী তার
মুখরা বধুও সেই নৌকাতে
হ্েচছ পারাপার।

হঠাৎ করে নদীর জলে
মুখরা গেল পরে
অনেক পরে ভাবল সবাই
উজানী গেছে মরে।

উজানীর লাশ খুঁজছে সবাই
ভাটির দিকে গিয়ে
স্বামী বাছাধন খুঁজছে তখন
নৌকা উজান নিয়ে।

সবাই বলে নদীর স্রোত
উজানে কি যায়?
বলছে স্বামী, উজানীর বেলায়
এটাই শোভা পায়।

যেই নারীটি সারা জীবন
উজান গেছে ঠেলে
সে কি আবার ভাটিত যাবে
উজানী ভাব ফেলে ?

এমন সময় ভাটির দিকে
উঠল চিৎকার করে
উজানীর লাশ পাওয়া গেছে
উঠছে ভেসে মরে।

লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।

(ছবি নেট রিপোষ্ট)

মন্তব্য ৬৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

মঞ্জু রানী সরকার বলেছেন: সব উজানেরই ভাটি আছ্। সুন্দর করে প্রকাশ করেছেণভ। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জু রানী সরকার। অনেক অনেক শুভেচছা রইল।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: লাশটি দেখে কাঁদছে স্বামী,
বলছে নিরন্তর;
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’। অাহা বেচারী!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকা বাসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ +++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

লেখোয়াড়. বলেছেন:
ক্লাসিক, অসাম, সাংঘাতিক!!!

প্রামানিক ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

জুন বলেছেন: অনেক ছোটবেলায় পড়া এক বিদেশী গল্পে পড়েছিলাম প্রামানিক ভাই । এটা নিয়ে মনে হয় পল্লী কবি জসিমুদ্দিন ও লিখেছিলেন । তবে আপনার ছড়া সবাইকে হারিয়ে দিয়েছে ।
+

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। এটা একটা প্রচলিত চুটকী গল্প। আমি শুধু ছড়ায় রুপান্তর করেছি। শুভ্চেছা রইল।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: চমৎকার উপস্থাপন প্রামানিক ভাই। ভালো লেগেছে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুনায়েদ খান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

সাহসী সন্তান বলেছেন: ভাইসাব প্রথমেই কবিতায় প্লাস! যে সমস্থ মেয়েরা স্বামীকে সব সময় দৌঁড়ের উপর রাখে তাদের আপনার কবিতার মাধ্যমে অন্তত কিছুটা শিক্ষা হবে। X((

আপনার কবিতা থাকবে আর তাতে মজা থাকবেনা তাই কি কখনো হয়? ;)

লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।


এই চার লাইনেই যত মজা লুকিয়ে আছে! ভাল থাকবেন ভাই! শুভ কামনা!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনাদের মন্তব্যও কম মজার নয়। আপনাদের মন্তব্য পড়েও আমি ব্যপক মজা পাই। শুভ্চেছা রইল।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম ঠিক বলেছেন,
কুকুরের লেজ!!
সেই তো সোজা হলি
তবে জীবিত নয় মরার পরে!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

কল্লোল পথিক বলেছেন: অসাধারণ
ছড়ায় ছড়ায় গল্প একেবারে সুপার হিট।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’৷

শেষ প্যারাটি তাৎপর্যপূর্ণ৷ঘাড়ত্যাড়া মানুষ তখনই সোজা হয় যখন আর সব শেষ হয়ে যায়৷

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। আপনি ঠিকই বলেছেন ঘাড়ত্যাড়া লোক সব শেষ করেই সোজা হয়। শুভ্চেছা রইল।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।
-------------- আহারে !!!!
আগে জানলে আমিই "মুখরা রমণী বশিকরন" তাবিজ দিতাম!!!

চমৎকার ছড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

প্রামানিক বলেছেন: কন কি আপনি যে এত ভাল তাবিজ জানেন তা তো জানতাম না। এরকম কত রুগীর সংসার ভাইংগা যাইতেছে। এহন এরকম রুগী পাইলেই আপনার কাছে পাঠায়া দিমু। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব স্বামীরই একই অবস্থা। সুতরাং স্বামী নির্যাতন কমিটি গঠন করা হ'ক। ধন্যবাদ।




ভালো থাকুন নিরন্তর।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ভাই দেশ প্রেমিক বাঙালী, স্বামী নির্যাতন কমিটি গঠন করলে যদি স্ত্রীরা হরতাল করে তখন খানাপিনা বন্ধ হয়ে যাবে। কাজেই ভাই আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলছি। ধন্যবাদ

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

লিও কোড়াইয়া বলেছেন: শোকাতুর স্বামীর জন্য আমার চার লাইন!

পিয়তমা যেমনই হোক
ঝগড়াতে বা শান্ত
তার জন্য ভালবাসা
হয় না কভু খান্ত!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া। আপনার ছন্দ মন্তব্য খুব ভাল লাগল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে ছড়া ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: ছন্দগল্প। ভালো লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার +++

‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ। দারুণ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

সৃজন আহমদ বলেছেন: সত্যিই অস্বাধারন ভাই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সৃজন আহমদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

উল্টা দূরবীন বলেছেন: প্রমানিক ভাই স্ট্রাইকস এগেইন। চরম লাগছে ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনার উৎসাহমূলক মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

শামছুল ইসলাম বলেছেন: বেশ হাস্যরসাত্মক ছড়ার শেষটা বেশ করুণঃ

//লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।//


ছড়া ভাল লেগেছে।

বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

কাজী নজরুলের ছাত্র বলেছেন: অসাধারণ এক কথায়।
খুব ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাজী নজরুলের ছাত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: লাস্ট হইছি। চা দেন।
বউ এর ছবি দেইখা ডরাইছি।

আর ছড়া নিয়ে আর কী বলব! আপনি তো জানেনই - ঐটা! :D

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। মুখরা বউয়ের চেহারা যদি চিকন চাকন হয় তাইলে তো স্বামী ডরাইব না। কাজেই মোটাসোটা চেহারা দিছি। শুভ্চেছা রইল সাথে চায়ের দাওয়াত।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

মোঃ হৃদয় শেখ বলেছেন: ছন্দে ছন্দে গল্প অসাধারন লেগেছে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হৃদয় শেখ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

রানার ব্লগ বলেছেন: বিয়ার চিন্তা বাতিল। ধন্যবাদ প্রমানিক ভাই। আক্কেল খুলে দেয়ার জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: বলেন কি বিয়ার চিন্তা বাতিল করলে তো পৃথিবী এক সময় জন শুণ্য হবে।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

ক্রাশখোর বলেছেন: অসাধারন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্রাশখোর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

রাবার বলেছেন: সত্যিই অস্বাধারন ভাই =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

এম্পল বলেছেন: চমৎকার

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম্পল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

সুমন কর বলেছেন: শেষে এসে ভিন্নরূপ পেল !!

দারুণ হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। ধন্যবাদ

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।

আহারে! বেচারা আর বেচারী
ছড়াও ভাল লিখছেনও রকমারী! :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মুস্তাকিম দা পিপঁড়া বলেছেন: দারুন করেছেন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুস্তকিম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

তন্দ্রা বিলাস বলেছেন: বাহ দারুন! :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তন্দ্রা বিলাস। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

খোলা মনের কথা বলেছেন: লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।[/sb
অসাধারন , চালিয়ে যান।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.