নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পতিতার প্রশ্ন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭


শহীদুল ইসলাম প্রামানিক

সৃষ্টিতে আমি নই পতিতা
কিন্তু ক্ষমতার জোরে
জন্মের পরে মানুষ ছিলাম
পতিতা বানালে মোরে।

মানুষ হয়েও এই সমাজে
হলাম সমাজ ছাড়া
যারা আমায় নষ্ট করলো
সমাজ সেবক তারা।

আমি হলাম ভোগের বস্তু
তারা হলো ভোক্তা
আমার ভাগ্যে ফেলনা খাবার
তাদের ভাগ্যে কোপ্তা।

দেহটা মোর খাচ্ছে কুঁড়ে
কাটছে নির্ঘুম রাত
মানুষ হয়েও নাই অধিকার
হলাম নীচু জাত?

ভোগের সময় ঘৃণা হয় না
ঘৃণা করে পরে
খাওয়া শেষে কলার পাতা
ফেলছে তুচ্ছ করে।

পতিতা বলে দিচ্ছে গালি
করছে অভিশাপ
সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ!

পাপের কথা কেউ জানে না
তুমি তো সব জানো
হর হামেশা তুমিই প্রভু
সকল হিসাব টানো।


অনিচ্ছাতে দেহ বিলাই
কেমনে হয় মোর পাপ,
কোন কারণে হে বিধাতা
চাইব পাপের মাপ?

নষ্টা আমি নই গো প্রভু
নষ্টামী নয় স্বভাব
তারপরেতেও নষ্টা হলাম
কে দেবে এর জবাব?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চা দেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: খায়া যান।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

এস এম পাশা বলেছেন: সহজ প্রশ্ন কঠিন উত্তর

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই এস এম পাশা। শুভ্চেছা রইল।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

রাজেশ চক্রবর্তী জিতু বলেছেন: প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি ভাই আপনার লেখা কবিতা পড়ে। অনেক ভাল লিখেছেন আপনি। বেস্ট অব লাক......

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজেশ চক্রবর্তী জিতু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

মাহমুদা আক্তার সুমা বলেছেন: হুমম খুব সুন্দর । বরবরের মতই।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: মাহমুদা আক্তার সুমা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: "নষ্টা আমি নই গো প্রভু
নষ্টামী নয় স্বভাব
তারপরেতেও নষ্টা হলাম
কে দেবে এর জবাব?" এর উত্তরে নজরুলের "বারাঙ্গনা" কবিতা থেকে দুটো লাইন মনে পড়ে গেলোঃ
অসতী মাতার পুত্র সে যদি জারজ- পুত্র হয়,
অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয় ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার! চমৎকার!
আপনার বরাবর প্রতিটি লেখার মত
এটাও অসাধারণ হয়েছে।
প্রামাণিক ভাই মানেই হিট।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে উৎসাহ পেলাম। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা প্রামানিক ভাই!



শুভ কামনা জানবেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব সুন্দর ভাবনা , ধন্যবাদ কবি

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: বর্বরচিত একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন । ছড়া ভাল লেগেছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: এই বিষয়টা নিয়ে আমার লেখা একটা কবিতা আছে। পরে কখনো পোস্ট করব। তবে আপনার চিন্তাধারার সাথে নিজের মিল খুঁজে পাওয়ায় ভালো লাগছে। ভালো লিখেছেন। সাবলীল কথামালা। সাহসী উপস্থাপনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ রাহীম উদ্দিন। আপনার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার মিল থাকায় খুশি হলাম। শুভ্চেছা রইল।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: চরম ভাই চরম।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: ++

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লিখেছেন । অনেক ধন্যবাদ আপনাকে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টিসীমানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

শুভ্র বিকেল বলেছেন: সহজ সরল ভাষায় দারুণ উপস্থাপন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: দুঃখজনক !!!!! :( :(

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

প্রামানিক বলেছেন: দুঃখজনক তো বটেই, কেউ তো ইচ্ছা করে পতিতা হয় না, জোর করে পতিতা বানানো হয়। ধন্যবাদ কামরুন নাহার আপা।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এর জবাব দেয়ার জন্য কেউ আসবে না!!!!!!!!! কিন্তু বলার বেলায় আর কাজ হাসিলের বেলায় সবাই ঝাপিয়ে পড়বে!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন ঈপ্সিতা চৌধুুরী। ধন্যবাদ

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

আনোয়ার ভাই বলেছেন: সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ! অসাধারন লেখা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। শুভ্চেছা রইল।

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

রিকি বলেছেন: কত সহজ ছড়ার ধাঁচে কঠিন কিছু প্রশ্ন রেখেছেন প্রামাণিক ভাই। এই উত্তর কেউ দিবে না, হয়ত কারও জানা নেই।

মানুষ হয়েও এই সমাজে
হলাম সমাজ ছাড়া
যারা আমায় নষ্ট করলো
সমাজ সেবক তারা।

আমি হলাম ভোগের বস্তু
তারা হলো ভোক্তা
আমার ভাগ্যে ফেলনা খাবার
তাদের ভাগ্যে কোপ্তা।

দেহটা মোর খাচ্ছে কুঁড়ে
কাটছে নির্ঘুম রাত
মানুষ হয়েও নাই অধিকার
হলাম নীচু জাত?

ভোগের সময় ঘৃণা হয় না
ঘৃণা করে পরে
খাওয়া শেষে কলার পাতা
ফেলছে তুচ্ছ করে।


১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিকি। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: কঠিন

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

দিগন্ত জর্জ বলেছেন: অসাধারণ ছন্দের সাথে অসাধারণ অর্থপূর্ণ। সহজ ভাষায় সত্যের প্রকাশ। খুবই ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিগন্ত জর্জ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

লিও কোড়াইয়া বলেছেন: বিষয়টা এমন, কোন রেস্টুরেন্ট এ খেতে গেলাম, খাবার খেয়ে খাবারের বদনাম করলাম, বাবুর্চি বা রেস্টুরেন্টকে কিছুই বললাম না। যত দোষ খাবারের, কারও কোন ধারনাই নেই যে খাবার তো আর নিজে নিজে তৈরি হয় না।
(গুরুত্বপূর্ন ইসু, তাই আপনাকে এবার আর ছন্দ দিয়ে কমেন্ট করতে পারলাম না, ছন্দ খুঁজে পাচ্ছি না!)

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিও কোড়াইয়া। আপনার গল্পটি ছোট হলেও চমৎকার উদাহারন। শুভ্চেছা রইল।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: "ভোগের সময় ঘৃণা হয় না
ঘৃণা করে পরে
খাওয়া শেষে কলার পাতা
ফেলছে তুচ্ছ করে।

পতিতা বলে দিচ্ছে গালি
করছে অভিশাপ
সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ!"

সহজ ভাষায় অনেক কঠিন কথা৷

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। অনেক অনেক শুভেচছা রইল।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, তবে একটি লাইনে দ্বিমত আছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: দ্বিমতের লাইনটা না বললে বুঝবো কি করে?

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

আবু শাকিল বলেছেন: অর্থপূর্ণ ভাব প্রকাশ।
ছন্দে সত্যি কথার প্রকাশ ঘটল।
ধন্যবাদ। ভাল থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভেচছা রইল।

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

গোধুলী রঙ বলেছেন: আমার একটা প্রশ্ন সমাজের যারা জ্ঞ্যানিগুনি, হর্তা-কর্তা,
কেন হাজার হাজার মেয়ে পতিতা হয়?
কেন তাদের আন্দোলন করা লাগে পতিতাবৃত্তি কে পেশা হিসেবে স্বীকৃতি দিতে??
সরকার পেশা হিসেবে স্বীকৃতি দিলেই জিনিসটা বৈধ হয়ে যাবে???
সরকার পেশা হিসেবে স্বীকৃতি দিলে কোন চেতনাধারীর কন্যা বা বধু যদি পতিতা হতে চায়, তিনি কি সেটা প্রতিহত করবেন? করলে কেন?????

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: পতিতা বৃত্তি পেশাটা বৈধ করা যুক্তিযুক্ত মনে করি না। মানুষের আর্থিক মানসিক দৈহিক চাহিদা পুরণ হলে সে কখনই এই পেশা গ্রহণ করবে না।

২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

উস্তাদ শেখ নূরু-জ্বী বলেছেন: জবাব নাই!

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উস্তাদ শেখ নূরু জী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

সাদিকনাফ বলেছেন: অসাধারন! অসাধারন!..

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাদিক নাফ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: কে দেবে ভাই জবাব? স্রষ্টা?

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: এটাই তো কথা। স্রষ্টা তো কথা বলতে পারে না এবং স্রষ্টা এই সমস্যাও তৈরী করে নাই করেছে মানুষ, কাজেই এর জবাব মানুষের মাঝেই।

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *এত সুন্দর লেখা শুধু ব্লগে সীমাবদ্ধ রাখলে চলবে না।যত তাড়াতাড়ি সম্ভব বই আকারে বের করুন ।*

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: দাদার মন্তব্যে অনুপ্রাণীত হলাম। আশীর্বাদ চাই দাদা যেন আপনার কথার মূল্যায়ন করতে পারি।

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

মাকড়সাঁ বলেছেন: প্রশ্ন সহজ উত্তর কঠিন

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকড়সাঁ। শুভেচছা রইল।

৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইডিতো ফাটাইয়া ফেলতেছেন!

অসাধারন সব বিষয় নিয়ে দারুন সহজ ভাষায় তীক্ষ ক্ষুরধার ধোলাই দিচ্ছেন !!! এ বিগ ক্ল্যাপস ফর ইউ :)

+++++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: এ বিগ ক্ল্যাপস ফর ইউ আপনার মন্তব্য পড়ে কি দিয়ে যে শুভেচছা জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে অসংখ্য ধন্যবাদ রইল।

৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

মুস্তাকিম দা পিপঁড়া বলেছেন: আপনার কবিতা গুলা অনেক অনেক ভাল লাগে। চালিয়ে যান। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুস্তাকিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

চন্দ্রপ্রেমিক বলেছেন: +++

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চন্দ্রপ্রেমিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কিরমানী লিটন বলেছেন: "নষ্টা আমি নই গো প্রভু
নষ্টামী নয় স্বভাব
তারপরেতেও নষ্টা হলাম
কে দেবে এর জবাব?" প্রশ্নগুলি সহজ আর উত্তরও তার জানা...
অনেক শুভকামনা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

সুমন কর বলেছেন: সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ!


ভালো হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

প্রামানিক বলেছেন: : ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.