নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হাতুরে ডাক্তার

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮


শহীদুল ইসলাম প্রামাণিক

গরু-ছাগল বেঁচে দিয়ে ঘোষ পাড়ার আক্তার
তিনখানা বই কিনে হলেন তিনি ডাক্তার।
ডাক্তারী নামে নয় চেনে বেশি হাতুরে
চেহারেতে মনে হয় যেন ঘুম কাতুরে।

ডাক্তারী করার আগে করে নেয় চুক্তি
’টাকাটা আগে দিবেন’, এটা তার উক্তি।
পাল পাড়ার হালদার হলো তার কাশি যে
খেয়ে নিল পেট ভরে, ছিল ভাত বাসি যে।

শ্বাস নিতে হাঁস-ফাঁস, তাই খোঁজে ডাক্তার
অবশেষে খুঁজে পেল ঘোষ পাড়ার আক্তার।
কাশির কথা বলতেই বই খুলে দেখে সে
‘লোহা পুরে দাগ দাও’ আছে বইয়ে লেখা যে।

অবশেষে টাকা নিয়ে দাগ দিল পাছাতে
পরদিন ব্যাথার জ্বালায় দায় হলো বাঁচা যে।
গঞ্জেতে গেলেন তিনি বড় ডাক্তার খানাতে
চুপ-চাপ বসে রইলেন রোগের কথা জানাতে।

নাম ধাম লিখে নিলেন ডাক্তারী খাতাতে
পাছায় দাগ দেখে তিনি হাত দিলেন মাথাতে।
‘কোথা পেল এমন ঔষধ, কোথাকার কে সে,
কোন বইয়ে আছে লেখা, দেখায় যেন এসে।

কথা শুনে আক্তার বার বার পরে বই
চিকিৎসায় নহে ভুল, আমি তো আর কাঁচা নই?
বই নিয়ে চলে এলো মাধবপুরের গঞ্জে
নিজ চোখে পড়া বই, নয় ভীতু মন যে।

বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।
পশুর চিকিৎসা যদি মানুষ-জনকে করা যায়
সেই রোগী কভু কি আর সুস্থ জীবন ফিরে পায়?

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়াপড়ি পরে বাপু
আগে দ্যাও চা,
এদ্দিনে পাইছি গো
সাধ পুরে খা।;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: আইছেন যখন আমার বাড়ি
খাবেন তো ভাই চা
সাথে দিব মুড়কি মুড়ি
চায়ের সাথে টা।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

লালপরী বলেছেন: পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’ :-/

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাল পরী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।


হা হা,হি হি,হে হে,হো হো
গুরু তুমি স্রেফ গ্রেট;
টুইষ্টেতে ছড়া হলো
প্রাইসলেস আনরেট।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য
খুশি হলাম কত
গ্রেট আনরেট বলার পরে
আনন্দিত তত।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো কথা ভেবে বলো
লিখবো কি পার্ট টু;
বনবন ঘুরছে যে
মাথায় প্লটের লাট্টু।:)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: লিখতে থাকে পার্ট টু লাট্টু
কোন অসুবিধা নাই
রেস্তোরাতে গেলে পরে
লাট্টু মাট্টু খাই।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

কামরুন নাহার বীথি বলেছেন: বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।
পশুর চিকিৎসা যদি মানুষ-জনকে করা যায়
সেই রোগী কভু কি আর সুস্থ জীবন ফিরে পায়?
--------

হাঃ হাঃ হাঃ -----------------

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। শুভ্চেছা রইল।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

রক্তিম দিগন্ত বলেছেন:
বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।
পশুর চিকিৎসা যদি মানুষ-জনকে করা যায়
সেই রোগী কভু কি আর সুস্থ জীবন ফিরে পায়?[/si}

জায়গাখানি সেইরাম!!! +

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

মানবী বলেছেন: পশুদের কাশি হলে বুঝি এমন গরম লোহা চিকিৎসা দেয়??? :-)

ছড়ার প্রথম দুই প্যারা সফদার ডাক্তারের কথা মনে করিয়ে দিয়েছিলো।

ধন্যবাদ প্রামানিক।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানবী। আগের দিনে ফরিদপুরের একটি গ্রুপ সারা বাংলাদেশে গরুদের এই চিকিৎসা দিয়ে পয়সা রোজগার করতো এখনও আছে তবে খুব কম, তাদেরকে আঞ্চলিক ভাষায় "ডাকগোয়াল" বলে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

মাকড়সাঁ বলেছেন: মুগ্ধতা অনেক দামী জিনিস। লুকায় রাখতে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকড়সাঁ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন: হা হা হা
চরম হইছে ভাই

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

বিদেশ পাগলা বলেছেন: পশুর চিকিৎসা যদি মানুষ-জনকে করা যায়
সেই রোগী কভু কি আর সুস্থ জীবন ফিরে পায়?

বড় মজা যে গরুর চিকিৎসা মানুষ কে দেওয়া হচ্ছে , আর সেটা হবিগঞ্জের মাধবপুর ! কবে ঢাকা এ চিকিৎসা দেওয়া হবে ?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদেশ পাগলা। শুধু মাধবপুর নয় অনেক এলাকাতেই এই চিকিৎসা চলছে। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

শামছুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, আপনার ছড়ায় এত হাসির উপাদান থাকে যে, আমার বিশ্বাস এতে হার্টের রোগীরা বেশ উপকৃত হবেন !!!

//কথা শুনে আক্তার বার বার পরে বই
চিকিৎসায় নহে ভুল, আমি তো আর কাঁচা নই?
বই নিয়ে চলে এলো মাধবপুরের গঞ্জে
নিজ চোখে পড়া বই, নয় ভীতু মন যে।

বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।
পশুর চিকিৎসা যদি মানুষ-জনকে করা যায়
সেই রোগী কভু কি আর সুস্থ জীবন ফিরে পায়?//


বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

শুভ্র বিকেল বলেছেন: দেশে শত শত হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসা হচ্ছে।
দারুণ সচেতনামূলক।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

তুষার কাব্য বলেছেন: হাহাহাহা দারুন লাগলো :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য। অনেক অনেক শুভেচছা রইল।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।ছড়াটা অনেক বেশি মজা লেগেছে !!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২

বাকা পথ বাকা চোখ বলেছেন: চমৎকার

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আইছেন যখন আমার বাড়ি
খাবেন তো ভাই চা
সাথে দিব মুড়কি মুড়ি
চায়ের সাথে টা।


কথাতেই টনটনা
কামে তুমি আলসে;
বড় বড় কথা খালি
মুখ হলো পানসে।:(

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: পানসেরো তো স্বাদ আছে ভাই
যদিও লবন কম
পানসে স্বাদের কথা বলতে
নিতে হয়রে দম।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

সুলতানা রহমান বলেছেন: ফার্স্ট হইলে চা,
লাস্ট হইলে কি?
চায়ের সাথে টা,
তাই হবে কি?

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: ফাস্টে চা লাস্টে চা
সবাই আমার সমান
ডায়াবেটিসের ভয়ে এবার
চিনি খাওয়া কমান।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আইচ্ছা পশুরে যদি মানুষের চিকিৎসা দেয়া হয় তাইলে কি হবে ?

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

প্রামানিক বলেছেন: পশুরে যদি মানুষের চিকিৎসা দওয়া হয় তাহা হইলে পশু মানুষের মত হইয়া দুর্নীতি করা শুরু করিবে। ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: আধুনিক সফদার ডাক্তার :#)

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: আধুনিক সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার

ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "বড় ডাক্তার পড়ে দেখে ‘পাছায় দাগ’ মিথ্যা নয়
পরের পৃষ্টায় লেখা আছে ‘যদি রুগী পশু হয়’।"


১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.