নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছাদভোজন

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০


শহীদুল ইসলাম প্রামানিক

বনভোজন তো অনেক খেলাম
ছাদভোজনটা বাকি
যেই ছাদের পর ভোজন হবে
সেই দালানেই থাকি।

কাশেম, কুতুব চাঁদা উঠালো
ছাদে হবে খাওয়া
রোষ্ট রেজালা সবই থাকবে
থাকবে খোলা হাওয়া।

ছাদের উপর ইট বিছিয়ে
চলছে মজার রান্না
ধোঁয়ার চোটে নাস্তানাবুদ
রাঁধুনির তাই কান্না।

এক পাশেতে ছামিয়ানা
নিচে রঙিন চাদর
হঠাৎ করে ধরল টেনে
বেওয়ারিশ এক বাদর।

সবাই টানে উপর দিকে
বাদর টানে নিচে
প্যারাত করে ছিঁড়ল চাদর
বাদরে দাঁত খিচে।

মুখটি বেজাড় কাশেম মিয়ার
অর্ধেক চাদর হাতে
খাওয়ার সময় কাউয়া এসে
ঠোকর দিল পাতে।

কাশেম চিল্লায় ছেই ছেই
কুতুব করে ধুর ধুর
কাকের পাখার বাতাস লেগে
গ্লাস ভাঙে চুড়মুড়।

কুকুর বিড়াল নাইরে তবু
সবাই করছে হই হই
ছাদভোজনে ভীষণ মজা
চলছে দারুণ হইচই।

বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।

ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ণ।

(রিপোষ্ট)
ছবি ইন্টারনেট

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছাদভোজনের ছড়া।

ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

আলী আজম গওহর বলেছেন: ২য় হয়েছি।আমি কি এককাপ চা পেতে পারি? ;)
চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ প্রামাণিক ভাই।

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: অবশ্যই চা পাবেন চলে আসেন। ধন্যবাদ

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।
++++
ঠিকই বলছেন ভাই!! যাই হোক এরপর যেই ভোজনই হোক দাওয়াত পাবো নিশ্চিত.,,,,

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: অবশ্যই ছাদভোজন হোক আর চাঁদভোজন হোক দাওয়াত পাবেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: আগে পড়েছিলাম আবার পড়লাম !

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: আবার পড়ার জন্য ধন্যবাদ

৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: তাহলে আর ছাদভোজন খামু না.... ;)

ভালো হয়েছে।

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: তাহলে চাঁদ ভোজনের দাওয়াত থাকল।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০১

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা এই অবস্থা!
দারুণ মজা হল দেখছি। চাঁদ ভোজনে আমিও অংশ নিব কিন্তু। দারুণ লাগল ছড়া।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: অবশ্যই দাওয়াত থাকবে। ধন্যবাদ

৭| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, শুভেচ্ছা রইল।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবা বোন, শুভেচ্ছা রইল।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: বান্দর আইছিল কেরে? আপনেরে দেইখা নাকি? B-)

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: বান্দর আইছিল বান্দরামি করার জন্য।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর!!!

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.