নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নামের উল্টো

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫


শহীদুল ইসলাম প্রামানিক

ধন মিয়ারা ভাত পায় না
ফকির মিয়ার দালান
সওদাগরের নাইরে টাকা
ভিক্ষু মিয়ার চালান।

কাঙাল মিয়া বাঙাল বটে
কোটি টাকার মালিক
ভুঁইয়া গোষ্ঠির নাইরে জমি
বেচে চড়ুই, শালিক।

রাজা মিয়া গাঁজা বেচে
বাদশা মিয়া মুঠে
সম্রাট হলো কুলি মুজুর
খাদ্য নাহি জুটে।

জজ মিয়ারা সন্ত্রাস করে
উকিল মিয়া চোর
ফ্যালানীরা ঘুমায় খাটে
রানীর ভাঙা দোর।

ইজ্জত আলী বেইজ্জত হয়
ভোম্বল মিয়া চতুর
আক্কেল আলীর বেক্কেল স্বভাব
লক্ষী রানী ফতুর।

ভোলা মিয়া ভুল করে না
পাগলা কানাই ভালো
কালা মিয়ার লাল চেহারা
লালটু মিয়া কালো।

বুদ্ধি মিয়া আস্ত পাগোল
ঋষি নয়রে ধ্যানী
চোট্টা মিয়া চোর নয় রে
জ্ঞান মিয়া নয় জ্ঞানী।

শোনা মিয়া কানে শোনে না
বোবায় কথা বলে
হোন্ডা মিয়া গুন্ডা নয় রে
মগার মত চলে।

নাম শুনেই সব চমকে উঠি
নামে নয়রে ধর্ম?
নামের উপর যায় না পাওয়া
ভালো-মন্দ কর্ম।

নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্ণ।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৬৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ১ম হইছি খাওন দেন :D

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন:
আপাতত ডাল পুরি খান।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:
নাম শুনেই সব চমকে উঠি
নামে নয়রে ধর্ম?
নামের উপর যায় না পাওয়া
ভালো-মন্দ কর্ম।


............কতা হাছা, ছন্দে শুভেচ্ছা

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল। বালা আছেন নি?

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসিনার নাই ছিরি
খালেদা অতল খাদে;
রওশন জ্বলেনাকো
মজা লুটে এরশাদে। ;) :-B

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: হা হা হা কথা মন্দ না

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামে কামে পুরো মিল
নয় বেশ কম আধা;
মোর আগে হাজির সে
প্রিয় ভায়া ''সাদা''।

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: সাদা ভাই সবসময় ব্লগেতেই থাকে ভাই
মন্তব্যে ভেরি ফার্স্ট অলসতার কিছু নাই।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সাহসী সন্তান বলেছেন: শোনা মিয়া এখন আর কানে শুনবো ক্যামনে? হেতি তো বিবর্তিত হইয়া এখন লাল মিয়া হইয়া গেছে! =p~

দারুণ ছড়ায় প্লাস! শুভ কামনা প্রামানিক ভাই!

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: হে হে কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: বালা আছি, তয় আমি পুরি ভালা পাইনা :)

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

প্রামানিক বলেছেন: সন্ধার সময় গুলিস্থানের ডাল পুরির চেয়ে ভালো কিছু নাই।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ধ্রুবক আলো বলেছেন: এক কথায় অসাধারন লেখছেন, একদম কঠিন কিছু কথা লেখছেন যা খুব সত্য ও বাস্তবের সাথে খুব মিল।
অনেক শুভেচ্ছা রইলো
++++++

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ডঃ এম এ আলী বলেছেন:


অসম্ভব ভাল লাগার ছড়া

সাধুবাদ জানাই
কারো জন্য নেই
কোন ধানাই পানাই
আসল কথাটাই
তাই এ ছড়াতেই
যায় জানাই
প্রামানিক ভাই
ধন্যবাদ জানাই ।

শুভেচ্ছা রইল

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডঃ আলী ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ধ্রুবক আলো বলেছেন: নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্ণ।
আসলেই তো++++ তাই
ভাই লেখাটা খুব ভাল লাগছে যে দ্বিতীয় বার কমেন্ট না করে পারলাম না.,,,

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: আপনার পুনরায় মন্তব্য করার জন্য উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ হইছে ছড়া ভাই। তার পর কেমন আছেন ভাই?

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন?

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আহা রুবন বলেছেন: খুব আনন্দ পেলাম। =p~ :-B

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
ভাই অগ্রাধিকার ভিত্তিতে মেধা কোটায় দশম হইছে। কিছু পাব কি? ইয়ে মানে কইতে লজ্জা লাগে। খানাপিনা আরকি!


ছড়াটি দুর্দান্ত হয়েছে ভাই। ধন্যবাদ!

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: ১০ম হন আর ১২তম হন তাতে অসুবিধা নাই, আপনার জন্য চা পানি সবসময় রেডি।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ভ্রমরের ডানা বলেছেন: থুক্কু ১২ তম হইছি। এর মধ্যে দুইজন ঢুকে গেছে। তেব্র নিন্দা জানাই। এনারা সবাই কোটা তে প্রবেশ করেছে। নাইলে আমিও পাস্ট হইতাম :P

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: এইয়া কি কইলেন বাইডি, পাস্ট না হইলেও চলবে, তেনাদের সাথে দলীয় মিছিলে থাকলেই চলবে। ধন্যবাদ

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

লিট্রিমিসটিক বলেছেন: নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্..।।

কথা গুলো অর্থময়। ছন্দে ছন্দে মর্মময় হয়ে উঠেছে কবিতাটি। পড়ে ভাল লাগল। ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: আমি ভাবছিলাম সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে! হাহাহাহা

দারুন হয়েছে প্রামানিক ভাই।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন লিখেছেন প্রামানিক ভাই।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

সোহানী বলেছেন: হাহাহাহাহা....... আপনি আসলেই ইউনিক!!!!!!!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: দীর্ঘ আট মাস পর প্রিয় সামুতে এসেই প্রিয় প্রামানিক ভাইয়ের ছড়া। বাহ দারুন। শুভেচ্ছা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

আসিক ইসলাম বলেছেন: অসাধারন হয়েছে ভাইয়া , কোন কথা হবেনা ... আপনার তুলনা শুধুই আপনি নিজেই । শুভেচ্ছা রইলো ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আসিক ইসলাম। উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লাগা ........ভাই। B-) B-)

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব ছন্দ আর চমৎকার ছড়া, দারুণ লাগল!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আপনাকে দেখে অবাক হই, নিরীহ বেচারার পক্ষে এত সুন্দর লেখা কিভাবে সম্ভব?

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । চমৎকার ! নামের উল্টো বাহার !

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

অন্তু নীল বলেছেন:
চমৎকার হয়েছে প্রামানিক ভাই।
+++

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক সুন্দর, শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: শেষ চার লাইনেই কবিতার স্বার্থকতা ফুটে উঠেছে।

আপনি একজন সম্পূর্ণ কবি বা ছড়াকার।

কেমন আছেন?

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়, উৎসাহমূলক মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা।
ভালো আছি।

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: আমি একটি ছড়া চাই।

"উৎসে হৃদয় (কর) কর্তন".... এই বিষয়টি নিয়ে।

লিখে ফেলুন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অবশ্যই চেষ্টা করবো।

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

স্বৈতী ইসলাম বলেছেন: ভীষণ ভীষণ ভালো লাগলো! লেখার ঢঙটা এত্ত সুন্দর!!! পড়লেই হাসি পাচ্ছে। হেলে দুলে মজা করে পড়লাম ^_^

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

রমজান আহমেদ সিয়াম বলেছেন: ভালো লিখেছেন ++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। উলটো আমরা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



চমৎকার !!!!! খাপে খাপ ................ B-)

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, শুভ্চেছা রইল।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: ভালো+++

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.