নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে পথে (ছবি ব্লগ)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

ছবি-০১

এই দৃশ্যটি এখন খুব একটা চোখে পড়ে না। আগে নদীর ঘাটে গেলেই কলসি কাঁখে এরকম দৃশ্য অনেক চোখে পড়তো।

ছবি-০২

বয়সের ভারে কুঁজো হয়েছে তারপরেও লাঠি ভর করে একা একা পাশের গাঁয়ে বেড়াতে যাচ্ছে।

ছবি-০৩

বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য।

ছবি-০৪

ক্ষেতের পাশের নালায় আইল বেঁধে পানি সেচে মাছ ধরা হচ্ছে।

ছবি-০৫

নদীর উঁচু পাড়ে ছাগল, নিচে পানিতে খেয়া নৌকা।

ছবি-০৬

গ্রামের আঁকা বাঁকা ছোট নদী।

ছবি-০৭

বন্যায় ক্ষাতিগ্রস্ত গ্রামের রাস্তা।

ছবি-০৮

গ্রামের কৃষকদের নদী থেকে জাল ফেলে মাছ ধরার দৃশ্য।

মন্তব্য ৭৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

রানা আমান বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর মনে হয় ছবি কম হয়ে গেল

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: কিছু বাছা বাছা ছবি দেয়ায় ছবি কম হয়েছে। ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপভোগ্য ছবি ব্লগ।

ধন্যবাদ প্রামানিক ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

অগ্নি সারথি বলেছেন: গাঁয়ের পাশে ছোট্ট নদী, স্বপ্ন মাঝে হারাই যদি.....!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কথা। ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ছবিতে আবারও গ্রাম দেখে নিলাম ।

সুন্দর ছবি ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লেগেছে। একদম গ্রামের মত ছবি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ভাই গ্রামের মত নয় এই ছবিগুলো আসেলেই গ্রাম থেকে তোলা। ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাটির গন্ধময় পোস্ট ! দারুন লাগলো ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ ছবি ব্লগ দেখে চোখ জুড়িয়ে গেল!
২ নং ছবিটা যেন কালের জীবন্ত সাক্ষী।
৩ নং ছবিটা ঠিক কোথাকার?
পোস্টে ৩য় প্লাস + +

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: প্রত্যেকটা ছবিই গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চল থেকে তোলা ছবি। ৩নং ছবিটা যমুনা নদীর পশ্চিম পাড় থেকে তোলা। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: এ কি অপরূপ রুপে মা তোমায় হেরিনু পল্লী জননী++++++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, দারুণ একটা পল্লী বাংলার চিরন্তন গান তুলে ধরেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

ডঃ এম এ আলী বলেছেন: ছবিগুলি হৃদয়ে গেথে যায় একদিকে তারুন্যের উচ্ছলতা আর দিকে বয়োবৃদ্ধার লাঠির উপর ভর দিয়ে জিবনটা টেনে নিয়ে চলা ।
গ্রাম বাংলার সুখ সমৃদ্ধির জন্য অআমাদের কত কিছুই না করার আছে । ভাল লাগল ছবিগুলি ।
শুভেচ্ছা থাকল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: একদম সাধারন গ্রামীণ জীবন তুলে এনেছেন ।
শুভ কামনা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

সোনা সোনা সোনা, লোকে বলে সোনা,
সোনা নয় তত খাটি,
বল যত খাটি, তার চেয়ে খাটি
বাংলাদেশের মাটি রে আমার
জন্মভূমির মাটি!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

প্রামানিক বলেছেন: আহা! স্বাধীনতা যুদ্ধে এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বহু শুনেছি। সেই স্মৃতি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

সাহসী সন্তান বলেছেন: খুবই চমৎকার গ্রাম বাংলার ছবি! এখনো আমাদের গ্রামে কলসি কাঁখে মা-বোনদের পানি আনার দৃশ্যটা দেখা যায়! তাছাড়া নালা সেঁচে মাছ ধরার দৃশ্য সত্যিই বড় নষ্টালজিক করে তোলে! আমার কাছেও ঐরকম একটা ছবি আছে-

শেষের ছবিটাতে কাক্কু দেখি জাল ফেলতে গিয়া জড়াইয়া ফেলাইছে! যাহোক, তবে ক্যাপশনে গ্রামের কৃষক হিসাবে পরিচয় করিয়ে না দিয়ে গ্রামের জেলে বললে ভাল হতো!

পোস্টে ভাল লাগা! শুভ কামনা প্রামানিক ভাই!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: আপনার ছবি দেখে আমিও প্রায় ভুল করে ফেলেছিলাম, এরকম ছবি আমার কাছেও আছে। আমি প্রথমে মনে করেছিলাম এ ছবি পেলেন কই পরে দেখি আমার ছবির সাথে কিছুটা অমিল আছে।
আমি যতটুকু জানি শেষের ছবিতে উনি আসলে জেলে নন গ্রামের খেটে খাওয়া মোটামুটি সচ্ছল কৃষক। গ্রামে যারা মাছ ধরে তারা সবাই জেলে নন, কারণ গ্রামের সব লোকই কমবেশি মাছ ধরে, এই মাছ ধরা থেকে চাকরীজীবিরাও বাদ যায় না।
মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

হাসান রাজু বলেছেন: আহা !
আমাদের গ্রামটা আর গ্রাম নেই । এক সময় রাত ৮ টায়ই প্রায় সবাই কুপি নিভিয়ে ঘুমাতে যেত !!! আর এখন রাত ১২ টার পরও ভারতীয় বাংলা চ্যানেলের অনুষ্ঠানের আওয়াজ পাওয়া যায় । পুকুরে বা নদীতে কেউ বড়শি ফেলেনা । পুকুরে মাছ চাষ হচ্ছে বড়শি ফেলা নিষেধ, নদীতে মাছ দূরে থাক পানি ই অনেকসময় থাকে না ।
আজ থেকে ২৫ বছর আগেও এটা বাংলার গ্রাম ছিল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, এখন গ্রামের সেই দৃশ্য অনেক এলাকাতেই নেই বললেই চলে। এই ছবিগুলি নভেম্বর মাসে তোলা। বর্তমানে জলাধারগুলো মনে হয় শুকিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

চিন্তক মাস্টারদা বলেছেন: সত্যি,
এক অপরূপা সুন্দরী
আপনার রূপসী
গ্রাম।




গ্রামের দূষণ মুক্ত দৃশ্য তুলে ধরায় আপনার জন্য গ্রামের সন্দেশ

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: যখন গ্রামে ছিলাম তখন মায়ের হাতের এই পিঠা প্রায়ই খেতাম, মাঝে মাঝে বাড়িতে পিঠা উৎসব হতো। এখন শহরে এসে পিঠা খাওয়ার উৎসব নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ছবিগুলো । গ্রাম্য এই দৃশ্যগুলো মনে এখনো ভাললাগা জাগায়, কত সহজ সরল, কত নির্মল !

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: দারুণ!

গাঁয়ের অপরূপ সৌন্দর্য।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: প্রামানিক ভাই মানে নতুন কিছু।অসাধারন ভাই ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমারে সাথে নেন্না ক্যান??

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: আপনারে পামু কই? আপনে থাকে বনে বাদাড়ে, গাঁও গেরামে আপনারে খুঁইজা পাওয়া যায়?

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: এতো কম ছবিতে পেট ভড়েনা.....আরো অনেক ছবি চাই

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: ছবি তো কয়েক হাজার আছে পোষ্ট করার টাইম পাই না। ধন্যবাদ

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: আর আমাদের অবস্থা রবি ঠাকুরের ভাষায় ঃ-

ইটের পরে ইট
মাঝে মানুষ কীট
নাইকো ভালোবাসা
নাইকো মায়া ।

ভালোলাগলো ছবি প্রামানিক ভাই ।
+

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: রবি ঠাকুরের সুন্দর একটি ছন্দ তুলে ধরেছেন। ধন্যবাদ জুন আপা।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২

সারাফাত রাজ বলেছেন: আজ সারাদিন যে কয়বার আপনার তোলা ২য় ছবিটা দেখেছি ততোবারই আমার দাদীর কথা মনে পড়ে গেছে, আর মন খারাপ করে উঠেছে। আমার দাদীও পাশের বাসায় বেড়াতে যেতেন এভাবে। তার রাস্তা পার হবার ভঙ্গি দেখে ছোটবেলায় কতো হাসতাম। এখন ভাবলেই হাওমাও করে কান্না চলে আসে।


অসাধারণ কতোগুলো ছবির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার দাদীর কথা মনে পড়েছে জেনে আমারো কিছু কথা মনে পড়ে গেল, গ্রামে হাঁটতে গিয়েই এই হিন্দু বৃদ্ধা মহিলার সাথে দেখা। পাশের গাঁয়ে পুজো দিতে যাচ্ছে।
ছবি তোলার সময় পুরানো দিনের কথা মনে পড়েছিল। আগে গ্রামে এরকম অনেক বয়স্কা মহিলা ছিল, তারা প্রায় সবাই দাদী সম্পর্ক ছিল। তাদেরকে রাস্তায় পেলে কত খেপাতাম, তারা কেউ বেঁচে নেই। আজ তাদের কথা মনে পড়লে চোখে জল আসে।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ভালো লাগলো নষ্টালজিক ছবিগুলো ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার সব ছবির ব্লগ, খুব ভালো লাগলো...

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রামাণিক ভাই অনেক অনেক সুন্দর পোষ্ট । আপনাকে অনেক ধন্যবাদ ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: গ্রামের মাটির সেঁদো গন্ধ জড়িয়ে আছে ছবিতে। সুন্দর!!!!!!

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: ক্যাপশন আর ছবি ভালো লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

ফটোডিক্টেড বলেছেন: অনেকদিন হল গ্রামে যাওয়া হয়না। গ্রামের মাটির একটা আলাদা ঘ্রাণ আছে। খুব মিস করি। শুভেচ্ছা জানবেন ভাই।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

প্রামানিক বলেছেন: জী ভাই ঠিকই বলেছেন, গ্রামের সেই ছোটকালের কথা মনে পড়লে সব স্মৃতি চোখে ভেসে উঠে। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
বরাবরের মতোই সুন্দর গ্রামীন চিত্র।

ভালোলাগা+

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

কাছের-মানুষ বলেছেন: আহা দারুন সব ছবি দেখে ভাল লাগল । ধন্যবাদ শেয়ারের জন্য ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: ও, গ্রামে গিয়েছিলেন!! এই জন্য কদিন দেখা নেই।

তা কোন এলাকার ছবি এগুলো?

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: জী ভাই, ঠিকই বলেছেন। গ্রামে গেলে ব্লগে যোগাযোগ থাকে না। ধন্যবাদ

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: এত্ত সুন্দর সুন্দর বিষয়ের ছবি তুলতে, আপনাকেতো অনেক সময় ধরে ঘুরতে হয়েছে!!!
হায় হায় আপনার শরীরের দিয়ে একটু নজর দিয়েন।
ঠিকইতো কামাল ভাইকে সাথে নেন না কেন?
উনি জুয়ান পোলা, চাইলে আপনেরে কাঁধে নিয়ে ঘুরবেন!!! :D

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: কামাল ভাই বনে বাদাড়ে থাকায় খুঁইজা পাই নাই এই জন্য নেয়া হয় নাই। ধন্যবাদ আপা।

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছবিগুলো অর্থবহ। প্রথম ছবিটি সত্যিই স্মৃতিজাগানিয়া।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মইনুল ভাই, এখন আর কলসী কাঁখে পানি বহন করতে খুব একটা দেখা যায় না। প্রত্যেক বাড়িতেই পানির কল আছে। সেদিন নদীর ঘাটে এই মহিলাকে কলসী কাঁখে দেখে অনেক দূর থেকে দৌড়ে এসে ছবি তুলেছি। ধন্যবাদ আপনাকে।

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৩ ও ৪ নম্বর ছবি দেখে নস্টালজিক হয়ে গেলাম প্রামাণিক ভাই।

পড়া-লেখা কইরা জেলে প্রতিভাটার প্রতি অবিচার করা হইয়া গেছে। ছোট বেলায় মাছ মারার নেশাটা এমনই ছিলও যে মায়ের মুখে "জালিয়া" নামক গালি ছাড়া আর কিছু শুনতাম না হে হে হে সেই সাথে মাছ মাইরা কাদা মাইখা বাড়িতে ফিরে গোছল করার সময় মায়ের ভেজা হতে ২/৪ টা করে পিঠের মধ্যে ধুপ-ধাপ শব্দ :((

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, গ্রামে যখন ছিলাম তখন আমারো মাছ ধরার খুব নেশা ছিল। গভীর রাতে সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে খাল বিলে নেমে অনেক মাছ মেরেছি। সকাল বেলা মাছ ভাত খেয়ে স্কুলে যেতাম। শহরে এসে সেই সব স্মৃতিকথা প্রায়ই মনে পড়ে। ধন্যবাদ আপনাকে।

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ++++++++

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছবি। গ্রাম আমার খুব প্রিয়।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.