নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বানের জলে যাচ্ছে ভেসে

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

উজান থেকে পানি আসায়
সবই যাচ্ছে ভেসে
কান্নাকাটি হায়মাতম আজ
সারা বাংলাদেশে।

কেউ উঠেছে ঘরের চালে
কেউবা বাঁধের পর
কেউবা আবার ভেলায় বসে
পাহাড়া দিচ্ছে ঘর।

একটু খানি উঁচু পেলেই
সবাই নামছে সেথা
কার জায়গা আর কেবা মালিক
খবর রাখে কে তা।

জান বাঁচাতে সবাই ব্যস্ত
এক জায়গাতে ঠাঁই
হিন্দু-মুসলিম ধনী-গরীব
জাত-পাত কিছু নাই।

অনাহারে ভুগছে সবাই
খাবার কিছু পেলে
লঙর খানার খাবার খাচ্ছে
লজ্জা-শরম ফেলে।

মরছে মানুষ মরছে শিশু
পানির তলে পড়ে
শিশু হারিয়ে বাপ-মাগুলো
কাঁদছে জোরে জোরে।

শ্মশান, কবর নাইরে কোথাও
সবই একাকার
ইচ্ছা থাকলেও লাশগুলি আজ
হচ্ছে না সৎকার।

কঠিন বাস্তব সামাল দিচ্ছে
কি আর করবে ভাই
এমন বাস্তব অনেক লোকে
জন্মে দেখে নাই।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১০

ধ্রুবক আলো বলেছেন: বন্যা পরিস্থিতি ঠিক হয়ে আসুক, সব অঞ্চল থেকে পানি সরে যাক এই প্রার্থনাই করি।
বন্যা কবলিত মানুষ গুলিকে আল্লাহ্ রক্ষা করুক।

দ্রুত সব ঠিক হয়ে যাক।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: পানি নেমে যাবে কিন্তু কৃষক সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সেটাই সমস্যা।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

কানিজ রিনা বলেছেন: দলবল নির্বিশেষে মানবতায় এগিয়ে যাবে
আশা রাখি। আমরা সবাই সবার বিপদে
কেহ নাহি পর। সবার উপর মানুষ সত্য
তার উপর নাই। কবিতা অত্যান্ত সময়
উপযোগী হয়েছে। অনেক ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা রইল।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: তারপরও নেতারা কয় দেশে কোথাও বন্যা হয় নাই!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: নেতাদের বক্তব্য হলো রাজনৈতিক বক্তব্য, তারা দেখেও দেখে না।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

ধ্রুবক আলো বলেছেন: মোস্তফা সোহেল ভাই, পানি সম্পদ মন্ত্রীই নিজেই বলেছেন এই কথা। কি আর কমু এই দেশটাই তো অতল ব্যর্থতায় ডুবে আছে।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: না ভাই কিছু বলার নাই। ধন্যবাদ

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

শাহানাজ সুলতানা বলেছেন: দ্রুত এ পরিস্থিতি ঠিক হয়ে আসুন। বিধাতার কাছে এই শুধু কামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক এই কামনা করি।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানবিক কবিতা।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

শুভ্র বিকেল বলেছেন: আল্লাহ যেন আমাদের সমস্যা খুব তারাতারি মিটিয়ে দেন। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: সেই কামনা আমারো। ধন্যবাদ

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

ওমেরা বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুন ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: আমীন। ধন্যবাদ

৯| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বানভাসীদের এখন চরম দূর্দশা।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: শুধু চরম নয় তার উপরেও যদি কিছু থাকে সেটাও। ধন্যবাদ

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কানিজ রিনা বলেছেন: দলবল নির্বিশেষে মানবতায় এগিয়ে যাবে
আশা রাখি। আমরা সবাই সবার বিপদে
কেহ নাহি পর। সবার উপর মানুষ সত্য
তার উপর নাই। কবিতা অত্যান্ত সময়
উপযোগী হয়েছে। অনেক ধন্যবাদ।


কানিজ রিনা আপার সাথে একমত !

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: মানবতায় সবাইকে এগিয়ে আসা দরকার। ধন্যবাদ

১১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন:


আমরা দুঃখিত । সংশ্লিষ্ট সকলে সাহসিকতার সহিত যতটুকু সম্ভব তাদের সাহায্যে এগিয়ে যাবে এই আশাই করি।

তাদের নিয়ে ছড়ায় ফুটে উঠেছে দুর্বিসহ যন্ত্রণাগুলো ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


মালিক বিহীন দেশ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: বলার কিছু নাই।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

সোহানী বলেছেন: প্রতি বছর একই কথা শুনতে এবং একই পরিস্থিতি দেখতে আর ভালো লাগে না।

প্রামাণিক ভাই, আজ থেকে ৩৫ বছর আগেই এক যৈাথ গবেষনায় বন্যা পরিস্থিতি থেকে বাচাঁর একটা রুপরেখা তৈরী করা হয়েছিল। সে টিমে আমার বাবা ও ছিলেন। কিন্তু সে গবেষনা এখনো আলোর মুখ দেখেনি আর দেখবে বলে ও মনে হয় না। এতোদিনে ইদুরের পেটে গেছে নিশ্চয়।

যেখানে যারা বাচাঁনোর দায়িত্বে আছে তাদের কোন দায় আছে বলে মনে হয় না.................

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সব পদক্ষেপ নেয়া দরকার তা ফাইল বন্দী হয়ে আছে, বাস্তবায়নের কোন উদ্যোগ নেই, এটাই আমাদের দুর্ভাগ্য। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার কেমন যেন গা ছাড়া ভাব দেখাচ্ছে...

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: কিছু বলার নাই। ধন্যবাদ

১৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: সমবেদনার সাথে সাথে যেন আমরা সবাই ওদের পাশে দাঁড়াই এই আহব্বান সকলের প্রতি।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, সমবেদনার সাথে সবাইকে এগিয়ে আসা দরকার। ধন্যবাদ

১৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

ডঃ এম এ আলী বলেছেন:
বন্যার উপর এই সুন্দর ছড়াটির
কথামালায় বন্যার্তদের জন্য কষ্ট লাগছে ।
দোয়া করি আল্লাহ যেন বন্যার্তদের রক্ষা করেন ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বন্যার্তরা স্বাভাবিক পর্যায়ে ফিরে যাক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থানটা একটা বাজে এলাকায় যেখানে প্রাকৃতিক দুর্যোগের কোন সীমা নেই। মালয়েশিয়াতে কালে ভদ্রে সামান্য বন্যা হয়। কখনো শুনিনি ঝড় হয়েছে। সারা জীবন আমরা বন্যা আর ঘুর্ণিঝড় মোকা্বিলা করেই গেলাম। এর শেষ নেই।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ভৌগলিক ভাবে আমাদের দেশটা দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বড় দুর্যোগ আমাদের দেশের দুর্নীতি। ধন্যবাদ

১৮| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড দুঃসময়!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, বড় দুঃসময়।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

তপোবণ বলেছেন: নেতা এবং মানুষের মধ্যে বিড়াট তফাত আছে। ভোটের দরকার হলে নেতারা তাদের কাছে যেতো, তখন আর সরকারের কেমন যেন গাছাড়া ভাব কথাটা আসতোনা। ভোটের প্রচলন উঠেগেছে। এখন নেতাদের আশায় থাকলে হবেনা। এখন মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

সময়োপযোগি কবিতা ভাই, অন্তর ছুঁয়ে গেল।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন, নেতাদের দিকে তাকিয়ে না থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ

২০| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু আমরা দেখছি বাস্তবে এবং ছড়ায়! প্রশংসা না, সত্যিকাার গাল্পিক ও ছড়াকার তাদেরই বলা হয়, যারা জীবনের কথা বলেন।।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯

মৌমুমু বলেছেন: ছবিগুলো দেখলেই কান্না চলে আসে। বাস্তবে বন্যার্ত মানুষ এবং পশু গুলো কতটাই না কষ্ট পাচ্ছে। আল্লাহ্ তাদের সবার সহায় হবেন ইনশাআল্লাহ্।
খুব সুন্দর কবিতা লিখেছেন যদিও কবিতার লিখাগুলো কষ্টে ভরা।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৪

কাছের-মানুষ বলেছেন: মানুষের মানবেতর জীবন দেখলে খারাপ লাগে।
পানি চলে যাক এই দোয়া করি।
ধন্যবাদ রইল।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



কিছু বলার নেই ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.