নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

খালুর চেয়ে কুকুর বড়

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫


শহীদুল ইসলাম প্রামানিক

ছোটন মিয়ার খালা, খালু
বড়ই গরীব লোক
গাঁও গেরামে বসত করে--
নষ্ট খালার চোখ।

মোবাইল ফোনে বলল কথা
ছোটন মিয়ার সাথে
সাহায্য পাওয়ার আশ্বাস পেয়ে
খুশিই হলো তাতে।

ভাগ্নের কথায় গরীব খালু
এলেন ঢাকা শহর
জানজটেতে থমকে ছিল
বিশাল গাড়ীর বহর।

দুপুর বেলা আসার কথা
এলেন বিকাল বেলা
ওই সময়ে ভাগ্নে ছোটন
দেখতে ছিল খেলা।

বাড়ির গেটে কুকুর ছিল
আর ছিল না কেউ
একটা কিছু দেখলে পরেই
করছে সে ঘেউ ঘেউ।

এমন সময় বাসার গেটে
যেই এসেছে খালু
মানুষ দেখেই দৌড়ে এলো
পোষা কুকুর কালু।

ধমক ধামক দিচ্ছে খালু
দিচ্ছে পরিচয়,
এসব কথায় কুকুর কি আর
রাজী খুশি হয়?

কুকুর হলো হায়েনা জাতি
পাহারা দেয়া জানে
এরা কি আর নাম, পদবী
খালা-খালু মানে?

হঠাৎ করে লাফিয়ে উঠে
কামড়ে ছিঁড়ল জামা
খালু চিল্লায়, "ভাগ্নেরে তুই
কুকুরটাকে থামা"।

“সাহয্য আমার লাগবে না রে
বাঁচা আমার জান”,
এই না বলে গরীব খালু
ধরছে নিজের কান।

কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো,
"বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়"!

সেই যে গেলেন গরীব খালু
আর এলেন না কভু
খালা বলেন, “কুকুর কামড়ালেও
নিজের ভাগ্নে তবু”।

রিপোষ্ট
(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
১০/১২/২০১৫ইং
সময় ঃ দুপুর ২-১৫ মিঃ

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজা পেলুম।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

আখেনাটেন বলেছেন: হা হা হা। দারুন ছড়া। =p~

খালুর আলু-পটল তোলার ব্যবস্থা করেছেন দেখছি।

*পাহাড়া < পাহারা।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ত্রুটি ধরিয়ে দেয়ায় খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: আগে পড়িনি।বরাবরের মতই ছড়া ভাল হয়েছে ভাইয়া।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বরাবরের মতোই সুপার হিট।

প্রামানিক ভাই এতদিন
কেন ছিলেন চুপ?
ঠিকঠাক বলুন দেখি
কোথায় দিয়েছিলেন ডুপ(ডুব)?

যানজটেতে
পাহারা

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: নিজাম উদ্দিন মন্ডল ভাই পেটের দুখে কাজে কর্মে থাকি তো এই কারণে মাঝে মাঝে সময় করে উঠতে পারি না। ধন্যবাদ আপনাকে।

৫| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: রসাল উপস্থাপনের মাঝে এক কঠিন বাস্তবকে তুলে ধরেছেন বলে কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতাটি রসাল হলেও হাস্যরহস্য করে উড়ে দেওয়ার মত নয়। শিক্ষাও কিছু আছে। জ্ঞানীরা অবশ্যই শিক্ষার বিষয়টি বুঝতে পারবে।
শিক্ষণীয় রসাল এমন একটি কবিতা লেখার জন্য কবিকে ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোহাগ তানভীর সাকিব, আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রামানিক ভাইয়ের সব ছড়াতেই শিক্ষনীয় বিষয় থাকে। এটাও ব্যতিক্রম নয়। ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের কিছু ব্লগারের অনুপ্রেরণা আমাকে সবসময় ছড়া লেখায় উৎসাহিত করে, আপনার আজকের মন্তব্যটিও ব্যতিক্রম নয়। ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর উপস্থাপনা। ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

ওমেরা বলেছেন: খুব মজার তো।

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

রাজিব হোসেন পানি বলেছেন: ভালো লাগলো... পরামানিক ভাই..

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ওতি মনোরম।

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১১| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সোহানী বলেছেন: কুকুর শুধু খালু না আরো কিছুর চেয়েই বড়। কুকুর প্রীতি দেখলে মজোজ বিগড়ে যায়, মানুষের চেয়েও দামী এরা....

কবিতায় যথারীতি ভালোলাগা।

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কুকুর নিয়ে অনেকেই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে অথচ তার বিছানায় অন্য কেউ বসলে দূর দূর করে তাড়িয়ে দেয়। কাজেই কুকুর অনেকের কাছে চাচা মামা খালুর চেয়ে বড়।

১২| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতা গুলো সবসময় চমৎকার হয় আর কিছু বিশেষ দিক ফুটিয়ে তুলে ।
এই কবিতা টিও সত্যি অনেক ভালো হয়েছে

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

১৩| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



প্রামানিক এর ছড়া
সবটাতেই ডোজ কড়া ! :)
ছোটলোকের পয়সা হলে
পালে তারা কুকুর,
এই কথাটি তুলে ধরায়
তাকে হাযার শুকুর........... :#)

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: হাজার হলেও আহমেদ জী এস ভাইয়ের মন্তব্য, উৎসাহ দানে কমতি নাই। শুভেচ্ছা রইল।

১৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: হাহাহা..........মজা পেলাম।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো...

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৩

শাহিন বিন রফিক বলেছেন:


ওস্তাদ জবাব নাই, বরাবরের মত অসম মানের ছড়া। +++

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

১৭| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:০২

মাআইপা বলেছেন: দারুণ হয়েছে। খুব ভাল লাগলো পড়ে

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৮| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৭

মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই,

কুকুর নাকি খালুর ছড়া
বুঝতে গিয়ে খেলাম ধরা |
খালা খালু ছোটন কুকুর
ছড়া পড়ে গড়ায় দুপুর
পড়তে ভালো আর লাগলো ভালো
ছড়া পরে ভালোই সময় গেলো ||

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহপাক কু কুর পছন্দ করে ন না।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: আল্লাহপাক কু কুর পছন্দ করে ন না। কুকুর তো আল্লাহরই সৃষ্টি ?

২০| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়া। ছড়ায় ছড়ায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করে গেলেন, সেজন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: মজার ছড়া ++
বরাবরের মত পাঠে মুদ্ধ

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২২| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ ছড়া।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


কষ্টকর কাহিনী; কষ্টকর কাহিনী তেমন ভালো লাগে না।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই। ধন্যবাদ

২৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

২৫| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩

নীলপরি বলেছেন: দারুণ লাগলো । :)

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ভয়ংকর মজার কবিতা!!

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্লটটা সনাতনী যুগ থেকে চলা একটা প্রথা বিশেষ!


এর বদল হয়তো হয়েছে কিংবা হবে!

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: সনাতনীর চেয়ে বর্তমানেই এই প্রথাটি বেশি চলে। আপনি যদি গ্রাম থেকে লুঙ্গি পরে এসে ফ্লাট বাসায় কোন পুরুষ আত্মীয়ের বাসায় নতুন বেড়াতে যান তখন দারোয়ানদের কাছে জবাব দিতে দিতে সত্যিই বিরুক্তি হয়ে যাবেন, আর যদি আত্মীয় বাসায় না থাকে তাহলে আপনাকে আবার সেই না খেয়ে গ্রামেই ফিরে যেতে হবে। আত্মীয়ের বউ বাচ্চারা আপনাকে বাসায় ঢুকতে দিবে না।

২৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: খালু আলু ঝালু হয়ে বাসায় ফিরতে পেরেছে জেনে খুশি হলাম। বাস্তবে এমন অহরহ আছে।
বাস্তবকে এমন সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। অত্যন্ত ভালো লাগলো ছড়া কবিতা।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

মাকার মাহিতা বলেছেন: ধমক ধামক দিচ্ছে খালু
দিচ্ছে পরিচয়,
এসব কথায় কুকুর কি আর
রাজী খুশি হয়?

কুকুর হলো হায়েনা জাতি
পাহারা দেয়া জানে
এরা কি আর নাম, পদবী
খালা-খালু মানে?


অনেক ভাল লেগেছে...
মন ছুয়ে যায়...!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মাকার মাহিতা, অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.