নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছোটদের রোজা

২২ শে মে, ২০১৮ দুপুর ২:২৭


শহীদুল ইসলাম প্রামানিক

রোজার দিনে দুপুর বেলা
খাচ্ছি বসে মুড়ি
বলল হেসে ফোকলা দাঁতে
পাশের বাড়ির বুড়ি।

কিরে খোকা, এই বেলাতে
কয়বার ইফতার করলি
সেহরী-ইফতার সব মিলিয়ে
কয়টা রোজা ধরলি?

সকাল বেলা ভাত খেয়েছি
এখন খেলাম মুড়ি
বিকাল বেলা কিছু খাবো না
সন্ধ্যায় খাবো পুরি,

সকাল, দুপুর, সন্ধ্যা মিলে
তিনটা রোজা হলো।
কথা শুনে ফোকলা বুড়ি
হেসেই যেন ম’লো।

ফোকলা বুড়ি হাসছে যেন
দুলকি হাওয়ার বেগে
মুড়ির টালা ছিটকে ফেলে
বললাম তাকে রেগে,

আমরা হলাম ছোট্ট মানুষ
রোজাও মোদের ছোট
দিনের বেলা সেহরী খেলে
কেনো হেসে ওঠো?

বুঝছি এবার, বুড়ো হলে
রোজাও হয় যে বড়
মোদের দেখে খিদের চোটে
তাই তো মশকরা করো?

কথা শুনে ফোকলা বুড়ি
মাথা চাপড়িয়ে মরে
আল্লাহ আল্লাহ করতে করতে
দৌড়ে গেল ঘরে।

(ছবিঃ গুগল)

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসলেই তো। ছোটদের রোজা তো এমনই। অনেক ভালো লাগলো।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আগে রোজার দিনের কথা মনে পড়ে গেল, আগে দিনের বেলা যে কয়বেলা খেতাম ওই কয়বারই রোজা মনে করতাম।

২| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: আগে আমি প্রথম আর শেষ দিন রোজা রাখতাম। ;) +

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: আপনার মত অনেকেই এরকম করতো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

ফেনা বলেছেন: অনেক অনেক বেশি ভাল লাগল।
প্রতি বারের মত মুগ্ধতা প্রকাশ করলাম।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ফেনা কেমন আছেন? শুভেচ্ছা রইল।

৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪

জোকস বলেছেন:




সকাল বেলা ভাত খেয়েছি
এখন খেলাম মুড়ি
বিকাল বেলা কিছু খাবো না
সন্ধ্যায় খাবো পুরি,

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ খুব মজার ছড়া, দারুন লাগলো প্রামাণিক ভাই।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক মাহমুদ, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

মীর সাজ্জাদ বলেছেন: ছন্দগুলো খুবই ভালো লাগলো। অনেক সুন্দরভাবে সাজিয়েছেন।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৭| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

খান ইখতিয়ার বলেছেন: ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন।
সুন্দর ছড়া।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ছড়া পড়ে আপনার ছোট বেলার কথা মনে পড়ায় শুভ্চেছা রইল।

৮| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই রাজীব নুর।

৯| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

কাইকর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

স্ব বর্ন বলেছেন: অসম্ভব সুন্দর!!খুব ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট বেলায় মা বলতেন
রোজা রাখা চাই,
তা না হলে গুনা হবে
মাফ যে তোমার নাই।

কি আর করা রোজা রাখি
দিনে গোটা চার,
সেহেরী খাই মায়ের সাথে
ইফতারিও চার বার।


চমৎকার ছড়া প্রামানিক ভাই

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: সবার জীবনেই এমন ঘটনা
কম বেশি ভাই আছে
খোঁচা দিলেই সে সব কথা
মনে পড়ে যায় পাছে।
ধন্যবাদ নুরু ভাই।

১২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছড়া প্রামনিক ভাই।
ছড়ায় +++

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: ছোটবেলার রোজা নিয়ে
লিখেছেন চমৎকার কবিতা !
কবিতা পড়ে মনে পড়ে গেল
আমার ছোটবেলার কথা :D

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

সনেট কবি বলেছেন: ভালো লাগলো খুব।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: সনেট কবির লাগছে ভালো
আমার লাগছে খুশি
ইফতারীতে খাচ্ছি তাই
ইছবগুলের ভুষি।
ধন্যবাদ কবি।

১৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৭

শহীদ আম্মার বলেছেন: চমৎকার এবং বাস্তবধর্মী!

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কাওসার চৌধুরী বলেছেন: রোযার ছড়াটা আমাকে শৈশবে নিয়ে গেল।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, ছড়া পড়ে শৈশব মনে পড়ায় খুশি হলাম। শুভ্চেছা রইল।

১৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: ভালো এবং সুন্দর হয়েছে।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: রোজাই যদি রোজা না হয়
কোথায় তাকে খোঁজা


প্রামানিক ভাই, আমার ব্লগে শেষ লেখাটি আপনাকে উৎসর্গ করা ।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার ছড়ায় মন্তব্য করে এসেছি।

১৯| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: বেসম্ভব ভাল লাগলো।



ছন্দের নৃত্য মুগ্ধ করার মত,
একরাশ ভাল লাগা
রেখে গেলাম অনবরত...

২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


ছোটদের রোজা নিয়ে বেশ হিউমার হলো

২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৪৪

সোহানী বলেছেন: ছোটবেলায় আমরা ও এভাবে রোজা রেখেছি এখন আমার মেয়েকে ও এভাবে রোজা রাখাই।

২৩ শে মে, ২০১৮ সকাল ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী, আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই এরকম ঘটনা আছে, কেউ প্রকাশ করি কেউ করি না। ধন্যবাদ।

২২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! অনেক মজার কবিতা প্রামানিক ভাই। আমরা সবাই এমন খোকা খুকি ছিলাম কখনো!
ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামু পাগলা। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম, শুভ্চেছা রইল।

২৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:২৮

শিমুল_মাহমুদ বলেছেন: ছোটদের রোজা এমনি হয়, দিনের মধ্যে ৩-৪ ভার ইফতার করে ৩-৪টি রোজা হয়ে যায়, মজার ছড়া।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছোট বেলায় আমরাও দিনে দুটি -তিনটি রোজা করতোম।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

প্রামানিক বলেছেন: মন্তব্য পড়ে খুশি হলাম, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৬

শাহিন বিন রফিক বলেছেন: গুরু, পুরি দিয়ে কি কেউ ইফতার করে??।

অনেক ভাল লাগল ছড়াটি।

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ছোট বাচ্চাদের কাছে পুরি আর মুড়ি এক সমান। ধন্যবাদ ভাই রসিকতা মন্তব্যর জন্য।

২৬| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন?

২৭| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা কমন ঘটনা বুড়ো বুড়ির জন্য।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ

২৮| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

খায়রুল আহসান বলেছেন: বুড়ীর অবস্থা দেখে খুব হাসি পেল!
ছড়াটা পড়ে আমার মনে হয় সবাই একবার করে নিজেদের ছোটবেলার রোজার কথা ভাববে।
১৪ নং প্রতিমন্তব্যটাও বেশ মজার হয়েছে।
ছড়ায় প্লাস + +

২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.