নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আমার ভাগ্যে হলো না নতুন জামা

১২ ই জুন, ২০১৮ রাত ১১:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

ছোট্ট একটা চাকরী করি
বেতন বেশি নয়
দুইটা ঈদে বেতন-বোনাসে
বাড়তি কিছুটা হয়।

সেই আয়েতে করছি খরচ
নিজেকে রেখে বাদ
প্রত্যেক ঈদে নতুন জামায়
পাচ্ছি অনেক স্বাদ।

সন্তান মোর বড় আদরের
কচি মুখখান দেখে
নিজের জামা কেমনে কিনি
ওদের জামা রেখে?

সারা রাত্র ঘুমায় নাকো
চোখে নাই যে নিদ
দু’দিন পরে রমজান শেষে
হবে খুশির ঈদ।

সেই আনন্দে পিছু ছাড়ে না
থাকছে গলা ধরে
নতুন জামা চাই যে তাহার
রাত পোহালে ভোরে।

তার পছন্দে কিনলাম জামা
পাশের বাজার গিয়ে
কি যে খুশি, ভাষা নাই তার
জামাটা হাতে নিয়ে।

বাড়ির গিন্নি অর্ধাঙ্গিনী
সে কি থাকবে বাদ?
এই কর্তব্য ভুল হলে রে
জীবনটাই বরবাদ।

অনেক ঘুরে কিনলাম সেটি
আর্থিক সাধ্যের ভিতর
গিন্নি দেখে বড়ই খুশি
অনেক দিন অন্তর।

ছোট ভাইবোন অবুঝ মনের
তারাও করে আশা
মুখের উপর কয়না কিছু
চোখে বুঝায় ভাষা।

তাদের জন্যেও হলো কেনা
ওদের পছন্দ মতো
অল্প টাকায় অনেক কিনলে
টাকা থাকে আর কত?

তারপরেতেও দু’জন বাকী
শ্রদ্ধেয় বাবা-মা
তাদের রেখে যতই কিনি
আনন্দই হবে না।

তাদের জন্যও হলো কেনা
মা কয়, ‘বাছা ওরে,
অনেক টাকা করলি খরচ
মাস যাবে কি করে’?

মায়ের কথায় খুশি হলাম
তাকিয়ে দেখি পিছে
কাজের মেয়ে অনাথ ইতিম
দাঁড়িয়ে সিঁড়ির নিচে।

তার পছন্দের লাল জামাটা
কিনছি যখন ভাই
চোখ ফেরালাম হাতের মাঝে
তেমন টাকা নাই।

ঐ টাকাতেই নতুন জামা
কিনবো যখন আমি
দাঁড়িয়ে আছে অনেক দূরে
গরীব মামা-মামী।

মামা যে মোর সহজ সরল
বড়ই অসহায়
না চাইলেও যে প্রতি ঈদে
কিছু না কিছু পায়।

নতুন জামা কিনে দেয়ায়
খুশি হলেন মামা
এবার ঈদে আমার ভাগ্যে
হলো না নতুন জামা।

তারপরেতেও লাগছে ভালো
দিতে পেরেছি তাই
নেয়ার চেয়ে দেয়ার আনন্দে
সুখের তুলনা নাই?

ছবি ঃ গুগল
রিপোষ্ট

মন্তব্য ৯০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

ওমেরা বলেছেন: নিজের চেয়ে অন্যদের দেয়ার ভিতর অনেক আনন্দ ।

১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন ওমেরা, ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা রইল।

২| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

কাওসার চৌধুরী বলেছেন: ঈদের চমৎকার একটি ছড়া। একজন বাবার কাছে সন্তানের হাসিমাখা মুখটির গুরুত্ব সবচেয়ে বেশি। বাবারা নিজে কিছু কিনুক আর না কিনুক বাচ্চাদের জন্য ঠিকই শপিং করে। ছড়াটি খুব ভাল লেগেছে। লাইক দিলাম, প্রামানিক ভাই।+++++

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, ছড়ার মত অনেক বাবার জীবনেই কষ্ট থাকে, নিজে আয় করেও কোন ঈদেই নিজের জামা কেনা হয় না। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

সনেট কবি বলেছেন: ছড়াটি খুব ভাল লেগেছে।

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বাবার ঈদ এমনই হয়। বেচারা । ভালো হয়েছে ।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৯

প্রামানিক বলেছেন: বাংলাদেশের অনেকের ভাগ্যেই এমন দশা হয়। অন্যেকে দিতে গিয়ে নিজের ভাগ্যে আর কিছুই জোটে না। আপনার কথায় আমার বাবার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২২

সৈয়দ ইসলাম বলেছেন: শহিদুল ভাই,
প্রত্যেকের নতুন পোশাকে যখন নিজের সার্থকতা লেপ্টে থাকে তখন নিজের পুরাতন জামাকেও হাজার নতুন লাগে; এই সত্যটা আপনি তুলে ধরেননি!


ছন্দের সুগন্ধ ভাল লাগলো।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫১

প্রামানিক বলেছেন: আপনি মন্তব্যে সুন্দর একটি কথা বলেছেন, আসলেই যখন সবাইকে নতুন জামা দিতে গিয়ে আর কিছু থাকে না তখন নিজের পুরান জামাই নতুন মনে হয়। ধন্যবাদ

৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৩

চঞ্চল হরিণী বলেছেন: শুধু এবার ঈদ কেন, নির্দিষ্ট বেতনের চাকরিজীবীদের জন্য তো সবসময়ই এই অবস্থা হয়। আপনজনদের মুখে হাসি ফোটানোর আনন্দে নিজেকে সান্ত্বনা দিয়েই ঈদ কাটে এদেশের বেশীরভাগ বাবার। ছড়ায় + +

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৩

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্যে বাস্তবতাই তুলে ধরেছেন। বাঙালি বেশির ভাগ বাবাদের ভাগ্যে এমনই হয়। ধন্যবাদ

৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ভাবতে ইচ্ছা করছে, আপনার এই ছড়া আমাকে নিয়েই লিখেছেন।
খুব বেশি মিল পেলাম আমার সাথে।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬

প্রামানিক বলেছেন: ভাই রাজীব নুর, আপনার মন্তব্য পড়ে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের বাঙালি জীবনে বেশিরভাগ বাবাদের ভাগ্যে এমনই হয় কিন্তু তারপরেও খুশি থাকতে হয়। যখন সামর্থ থাকে না তখন নিজে নেয়ার চেয়ে দেয়ার আনন্দই বেশি মনে হয়।

৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ২:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার বাবাও এমন ছিলেন। সবার জন্যে কেনার পর, নিজের জন্যে কিছুই রাখতেন না।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৮

প্রামানিক বলেছেন: আপনার বাবার কথা শুনে আমার বাবার কথাও মনে পড়ে গেল, প্রত্যেক ঈদে আমাদের জামা দিত ঠিকই কিন্তু তাকে কখনও নতুন জামা নিতে দেখি নাই।

৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ৩:২৮

সোহানী বলেছেন: আমার জন্য ও কিছু নাই..... কোন সমস্যা নেই, দেয়াতেই সুখ নেয়াতে নেই। ঈদ হোক আনন্দময়।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন বোন সোহানী, যারা আয় রোজগার করে তাদের নেয়ার চেয়ে দেয়ার আনন্দই বেশি। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১০| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষের এত দু:খ থাকার কথা ছিলো না, দুষ্টরা বেশী দখল করে ফেলেছে।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই, দুষ্টদের কারণে বৈষম্যটা বেশি বেড়েছে। ধন্যবাদ

১১| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। আনন্দ বিলিয়ে দেয়ার মাঝে ই প্রকৃত আনন্দ নিহিত।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আনন্দ বিলিয়ে দেয়ার মাঝেই প্রকৃত সুখ। ধন্যবাদ

১২| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: পৃথিবীর সব বাবা রাই এমন। নিজের স্বাদ বিসর্জন দিয়ে স্ত্রী সন্তান ও অন্য আপনজন দের জন্য আগে চিন্তা করেন। আমার নিজের বাবা কে ও দেখেছি এমন।
আমি এবার ঈদ এ আমার বাবা কে পাঞ্জাবী কিনে দিয়েছি, মেয়ের কাছে থেকে সেটি পেয়ে তিনি এত খুশী হয়েছেন, আর সেই খুশী দেখে আমার ও এত ভালো লেগেছে, যে, ওই টাকা দিয়ে নিজে আরেকটা জামা কিনলে ও এত খুশী লাগতো না।

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: আসলে বাবা মাকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, তারপরেও আমরা বাবা মায়ের সেই সামান্য চাহিদা টুকুও পুরণ করি না। আপনার বাবাকে পাঞ্জাবী কিনে দিয়েছেন জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ

১৩| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

সিগন্যাস বলেছেন: বাবা হচ্ছে বটবৃক্ষের মতো।এবার বুঝে নেন আমি।কি বলতে চায়ছি।

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: বাবা যে কত বড় বটবৃক্ষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার বাবা মারা যাওয়ার পরে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৪| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।।

এমন দেশে এমন মানুষ
নায়কো মোদের দেশে
নিজের কিছু কিনার আগে
পরকে নিয়ে ভাবে।
সবার আনন্দ বিলেয়ে যিনি
আনন্দ মুখে হাসে
তিনি যেনো বেচে থাকেন
যুগ যোগান্তর ধরে।

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: সব সময় না হলেও ঈদের সময় অনেকেই পরিবর্তন হয়ে যান। বিশেষ করে ছেলে মেয়ের জন্য বাবার অবদান ভাষায় প্রকাশ করার মত নয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

শিখা রহমান বলেছেন: ছড়াটা খুব ভালো লাগলো। বাবাকে মনে করিয়ে দিলেন।

শুভকামনা ও আগাম ঈদের শুভেচ্ছা প্রিয় ছড়াকার।

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা। আপনার বাবার কথা মনে করায় অসংখ্য ধন্যবাদ।

১৬| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: বাড়ির কর্তারই শেষে ঈদে কিছু কেনা হয়না।

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথা বলেছেন, বাড়ির কর্তাদের ভাগ্যে শেষে কিছুই জোটে না। ধন্যবাদ

১৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেবার মাঝের আনন্দটা আগে বুঝি নাই
নতুন জামার বাযনা ধরে বাবাকে জ্বালাই,
আজ বুঝি দেবার মজা নিজেকে বাদ দিয়ে
ঈদের খুশি পূর্ণতা পায় সবার হাসি নিয়ে!


চমৎকার ছন্দে ঈদের মহিমা প্রচারের জন্য
আপনাকে ধন্যবাদ প্রমানিক ভাই

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: নুরু ভাই, বাস্তব সত্য কথাটাই বলেছেন। নিজেকে বাদ দিয়ে যত দেয়া যায় ততই আনন্দ বেশি। মন্তব্য পড়ে খুব ভালো লাগল। ঈদের আগাম শুভ্চেছা রইল।

১৮| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:০৮

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো পড়ে

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাইকর, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়ায় ছড়ায় নিজের ঈদ আনন্দ বেদনার সাথে অনেকটা দায়িত্ববোধও শিখিয়ে গেলেন কবিবর। ভালো লাগলো খুব।

সবার মুখে থাকুক হাসি
এইতো মোদের চাওয়া,
কেউনা দেখুক নিজের খুশি
তাদের মাঝেইতো পাওয়া।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: বাড়ির কর্তা বা আয় রোজগারের পথে পড়লে অনেক দায়িত্ব বেড়ে যায়, দায়িত্বের কারণেই আর পিছনে থাকা যায় না, দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা পালন করতে হয়, তখন দেখা যায় সবার জামা কাপড় দিয়ে নিজে কেনার জন্য কোন টাকাই থাকে না। নিজে নিতে না পারলেও সবাইকে দেয়াটাই বেশি আনন্দ মনে হয়। ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্য করার জন্য।

২০| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

কুসুম কানন বলেছেন: অসাধারণ!! মুগ্ধ হলাম!!

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কুসুম কানন, মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! সুখকর ঈদ যাপন।

নেয়ার চেয়ে দেয়ার আনন্দে

সুখের তুলনা নেই?

সত্যি সাধারন একটি বিষয়কে সুন্দর উপস্থাপন।


অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। আপনি আছেন কেমন?

২২| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভোগে নয়, ত্যাগেই আনন্দ। ব্যক্তিগতভাবে আমি নিজেও নেওয়ার চেয়ে দিতেই বেশি পছন্দ করি। আপনার এই ছড়াটা সত্যিই এক অসামান্য মানবিক দলিল। এত চমৎকার ছড়া গত কয়েক বছরে পড়েছি বলে মনে হয় না।

ধন্যবাদ প্রামানিক ভাই।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম হেনা ভাই, উৎসাহদানে আপনার তুলনা হয় না। আপনার প্রতি রইল আমার ঈদের অগ্রিম শুভেচ্ছা।

২৩| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: নেয়ার চেয়ে দেয়ার আনন্দে সুখের তুলনা নাই। অসাধারণ।
নতুন হিসেবে ব্লগটি ঘুরে আসার অনুরোধ রইলো।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!! আবেগী মন ছোঁয়া কবিতায় ভাল লাগা রইল।

আগ্রিম ঈদ শুভেচ্ছা রইল ভাইজান।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোকা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

মনিরা সুলতানা বলেছেন: দায়িত্ববান বাবা'রা এমন ই হয়ে থাকেন,সবাই কে দিতেই তার সুখ।
লেখায় ভালোলাগা ভাইয়া।

ঈদ মোবারক।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনি ঠিকই বলেছেন, আমার মনে হয় কোন বাবাই ছেলে মেয়ে বাদ দিয়ে নিজের জন্য ঈদের কেনাকেটা করে না। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

২৬| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: সত্য এবং সুন্দর লিখেছেন।
+।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

২৭| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




এমন মমতা কয়জনের থাকে! অন্য সবার নতুন জামায় সুখ খুজে পাওয়া।
ভাল লেগেছে ছড়া।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: সব বাবা মাই এই কাজ করে, নিজে না নিয়ে ছেলে মেয়েদের দেয়। ধন্যবাদ আপনাকে।

২৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: প্রামনিক ভাই ছড়া এত ভালো লাগলো যে, ঈদের আনন্দে লাইকের বোনাস দিতে ইচ্ছে করছে। B-)

ছড়া পাঠে মুগ্ধতা।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক ফাহিম, আসলে র্বাংলাদেশের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরীব পরিবারের বাস্তব চিত্র এটি। আমাদের প্রায় পরিবারেই এরকম ঘটনাই ঘটে থাকে। ধন্যবাদ

২৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

জুন বলেছেন: আপনি যে সবার কথা ভেবেছেন এমনটা কয়জন ভাবে প্রামানিক ভাই ? খুব ভালোলাগলো । নেবার চেয়ে দেবার আনন্দ যে বেশী এটা কয়জনা বুঝে ।
+

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: নিজে না নিয়ে পরিবারের সবাইকে দিতে দিতে ফতুর হয়ে যান এরকম মানুষ সমাজে অনেক আছে আপা। আপনার নিজের কথাই চিন্তা করেন আপা, মা হিসাবে ঈদের পোষাক পরিবারের ছেলে মেয়েদের বাদ দিয়ে কি নিতে পারেন?

৩০| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



শুধু ছড়া নয় , এ হলো ঘরে ঘরের গল্প ।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: গুরু, আপনাদের মূল্যবান মন্তব্য আমার লেখার প্রেরণা।

৩১| ১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রামাণিক দা আমি উপরওয়ালার কৃপায় ভালো আছি। আপনিও কুশলে আছেন নিশ্চয় । ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই । খুব ভালো কাটুক পবিত্র ঈদ উৎসব। বাড়ির সকলকে আমার শুভেচ্ছা পৌছে দেবেন, প্লীজ।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনার ঈদের শুভেচ্ছা পেয়ে খুব খুশি হলাম, আপনার পরিবারের প্রতিও ঈদের শুভেচ্ছা রইল।

৩২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা।

৩৩| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অর্থনীতিবিদ বলেছেন: মধ্যবিত্তের কষ্টের জীবনের চিত্র পেলাম কবিতায়।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

করুণাধারা বলেছেন: জীবনের এক চমৎকার গল্প। খুব ভালো লাগলো।++++

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এই দুনিয়ায় ভালো মানুষদের কষ্ট বেশী

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন। আছেন কেমন?

৩৬| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি, যাবেন নাকি নিলাদ্রী?

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: যাইতে ইচ্ছা করে কিন্তু ছুটি পাইনা, আবার ছুটি পাইলেও ঠ্যাং চলে না।

৩৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:২০

সিগন্যাস বলেছেন: যাইতে ইচ্ছা করে কিন্তু ছুটি পাইনা, আবার ছুটি পাইলেও ঠ্যাং চলে না
:) :) :) হে হে

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: আরে ভাই বয়স হইলে ইচছা থাকলেও অনিচ্ছা হয়ে যায়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩৮| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭

শাহিন বিন রফিক বলেছেন:




আমি আমার বাবা-মায়ের বর্তমান বড় সন্তান। গত ১০ বছর ধরে আমি আমার সাধ্যমতো সবাই কে কিছু না কিছু কিনে দেই।
কিন্তু এবার কিনতে হয় নাই বা কিনে দেই না কেন জানেন------------------



















কারণ আমি একটা কাপড়ের দোকান দিয়েছি, সবাইকে বলেছি পছন্দ মত নিয়ে যাও তবে একটি করে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: ভালো করেছেন। আপনি নিজে দোকান দিয়েছেন আপনার আত্মীয় স্বজনকে আর কাপড় নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ব্যবসার উন্নতি কামনা করি। ধন্যবাদ

৩৯| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

জুন বলেছেন: হায় প্রামানিক ভাই সেই আমার জন্মদিনের দিন এই কবিতাটি লিখেছিলেন তারপর আর খবর নেই ! ঘটনা কি ? সুস্থ আছেনতো ?

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: আপনাদের কথা আমি সবসময় মনে করি, কিন্তু বিভিন্ন কারণে ব্লগে আসতে পারি না সে জন্য দুঃখিত। ধন্যবাদ আপা আপনি উপযাচক হয়ে আমার খোঁজ খবর নিচ্ছেন এটা জেনে খুব খুশি হলাম। আপনার সুস্থ্য জীবন কামনা করি।

৪০| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় প্রামানিক ভাই, আপনার লেখা যতোটা ভালোবাসি তারচেয়ে বেশী ভাই আপনাকে । আপনাকে উৎসর্গ করে একটি অভিযোগনামা ও পোষ্ট দিয়েছি তখন লক্ষ্য করলাম আপনি আসছেন না গত ২৯ শে জুন ২০১৮ থেকে, আপনি কেমন আছেন দয়াকরে জানাবেন, আর দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস্ত থাকুন - আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় - মাহমুদুর রহমান ঠাকুর (আপনার একজন বন্ধু এবং একজন ভাই) অনুরোধ যদি কখনো মনে করেন আপনার এই ভাইটি আপনার কোনো উপকারে আসবে দয়াকরে জানাবেন, আপনার পাশে থাকতে পারলে আমি নিজে আনন্দিত হবো ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: আমাকে উৎসর্গ করে লেখা দিয়েছেন অথচ আমি নাই, বিষয়টি জেনে খুব লজ্জায় পেলাম। এটা সেই গ্রাম্য কথার মতই হলো, যার বিয়া তার খবর নাই। আপনার লেখায় সময় মত উপস্থিত হতে পারি নাই জেনে দুঃখিত। তবে আমি ইচ্ছা করে নয় এ কয়দিন ব্লগে ছিলাম না সেই জন্য ক্ষমা প্রার্থী। আমি এখনই আপনার লেখা পড়তে যাচ্ছি। ধন্যবাদ

৪১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন ছড়া কবে আসবে। অপেক্ষায় রইলাম।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সময় পাচ্ছি না সময় পেলেই ছড়া পোষ্ট করবো।

৪২| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০২

রাকু হাসান বলেছেন: বাহ! সহজ ভাষায় সুন্দর প্রকাশ...
শুভরাত্রি .শ্রদ্ধেয়

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় প্রামানিক ভাই,
নতুন কোনো লেখা পাচ্ছি কবে জানাবেন কি ?

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: খুব তাড়াতাড়িই লেখা দেব ভাই, আমি কিছুটা কাজের ঝামেলায় আছি একটু ঝামেলা কমলেই আবার আগের মত ব্লগে পাবেন।

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন: সত্যি এবার ঈদের আমি নিজের জন্য কিছু ই কিনি নি ।

ছোট জবে যা পাই । সবাইকে কিনে দিয়েছি । বাবা মা ছোট বোন । নানা নানু । ছোট্ট একটা প্রচেষ্টা করেছি । তবে ভাল লাগাটা সীমাহীন ছিল

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। সবাইকে দিতে পারলেই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: নিম্নবিত্ত/মধ্যবিত্ত বাবাদের একটা সুন্দর চিত্র এ ছড়াটাতে এঁকেছেন, খুব ভাল লেগেছে। + +
বাবা হচ্ছে বটবৃক্ষের মতো (১৩ নং মন্তব্য) - সিগন্যাস এর এই ছোট্ট কথাটা বাবাদের নিয়ে অনেক কথা বলে গেল।

৪৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আপনি মন্তব্য করায় খুব খুশি হয়েছি। ব্লগের অনেকের মন্তব্যই খুবই মূল্যবান ১৩ নং মন্তব্যটিও তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.