নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পুরান ঢাকা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭


শহীদুল ইসলাম প্রামানিক

পুরান ঢাকার ঘিঞ্জি বসত
চিপাগলির ঠেলায়
মউতের খাট বের করা দায়
মৃত ব্যক্তির বেলায়।

মানুষ ঘুরলেও খাট ঘোরে না
রিক্সা ঘোরাও দায়
এর ভিতরেই খানদানীরা
পোলাও বিরানী খায়।

কারো কারো এক দালানেই
চৌদ্দ গোষ্ঠির বসত
ঘুপসি ঘরেই থাকে তাদের
ঠাসা মারা রসদ।

বউ-বাচ্চা আর নাতি-পুতি
এক বাড়িতে থাকে
বিয়ে-শাদী জন্ম-মৃত্যু
সব দেখতে হয় তাকে।

গলির ভিতর হাজার গলি
ইঁদুর গর্তের মত
এর ভিতরেই কোটিপতি
থাকে হাজার শত।

কেউবা করে আড়ৎদারি
কেউবা মহাজন
চেহারা দেখলে মনেই হয় না
তাদের এতো ধন!

চৌদ্দ গুষ্ঠির বসত কারো
একই দালান ঘরে
দুর্ঘটনায় লাগলে আগুন
অর্ধেক পুড়ে মরে।

গাড়ি-ঘোড়া না ঢোকাতে
আগুন নেভানো দায়
দুর্ঘটনায় উপায় থাকে না
করতে হয় হায়! হায়!!

তারপরেতেও তারা কিন্তু
নওয়াব ভাবে চলে
জর্দাসহ পান মুখেতে
চুন দিয়ে গুল ডলে।

ভাব ভঙ্গিটা এমন তাদের
তারাই বাংলার নওয়াব
কথায় কথায় “আবে হালা”
উর্দু মিশেল জওয়াব।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
আসলে পুরান ঢাকাই কিন্তু আসল ঢাকা। পুরান ঢাকার প্রতিটা এলাকার একটা করে ইতিহাস আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ইতিহাস অস্বীকার করার জো নেই কিন্তু বর্তমান যুগ হিসাবে খুবই ঝুঁকিপূর্ন এবং বসবাসের অনুপোযোগী

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।
ভালো লাগলো খুব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

মুক্তা নীল বলেছেন: পুরান ঢাকার মানুষের জীবনের এই
জীবন ধারা অব্যাহত থাকবেই । আমার মনে হয় এই ট্রাডিশন বদলাবে না। দুঃখ অনুভব হয় ।
কবিতায় ভালোলাগা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৪

প্রামানিক বলেছেন: একটা সময় হয়তো অনেকেই এই পরিবেশে থাকতে চাবে না তখন হয়তো পরিবেশটা পরিবর্তন হতে পারে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

নীল আকাশ বলেছেন: আরোগ্য ভাইয়ের মন্তব্যটা পড়তে পারলে বেশ হতো!
ছড়া পছন্দ হয়েছে। নিদারুন বাষ্তবতা!
এদের জীবন যাত্রা বড়ই অদ্ভুত! আমাকে মাঝে মাঝেই এইখানে বেড়াতে যেতে হয়!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৫

প্রামানিক বলেছেন: আরোগ্য ভাই অলরেডি মন্তব্য করেছেন, তাদের বাড়িটি যে বড় বাড়ি এটা আমার জানা ছিল না জেনে খুশি হলাম। ধন্যবাদ

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অফিসের কাজে প্রায়ই পুরান ঢাকার দোকানগুলোতে যেতে হতো। সত্যিই অবাক করা জায়গা। তাঁদের জীবন-যাপন ছন্দের সাহায্যে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যে অনে ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৭

প্রামানিক বলেছেন: আপনার অভিজ্ঞতাও মন্দ নয়, অনেককেই দেখেছি ছোট্ট একটি দোকানে কোটি কোটি টাকার ব্যবসা করে। জায়গার সংকুলান না হওয়ায় এভাবেই তাদের চলতে হয়। ধন্যবাদ

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় পুরানঢাকার চিত্র ফুটে উঠেছে ছন্দের যাদুতে বাস্তবতা স্পষ্ট।
অনেক ভালো লাগলো ছড়ার কথামালা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: সুন্দর এবং প্লাস।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

আরোগ্য বলেছেন: প্রামানিক ভাই, অধিকাংশক্ষেত্রে কথাগুলো ঠিক কিন্তু আমার বেলায় আলাদা। রোডের উপর বাড়ি। যখন স্কুলে পড়তাম তখন ছাদে উঠলে দেখতাম সামনে রাস্তা আর তিনপাশে টিনের বাড়ি। সবাই আমাদের বাড়িকে বড় বাড়ি বলে ডাকতো এখন তিনপাশে বিল্ডিং উঠে আমাদের ঘরের আলো বন্ধ প্রায়। অলিগলিতে বাড়ি না এই জন্য নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাই। বেশ বড় বাড়ি, তিনটা ছাদ, একটা ছাদে অনায়াসে এক দেড়শ লোকের আয়োজন করা যায়। আমাদের বড় ঘরে পনেরো জন সহজভাবে বসতে পারে। বর্তমানে ঘরের সংখ্যা লোকের চেয়ে বেশি। ছোট বেলায় ছাদে উঠে পাশের ছোট বাড়িগুলোর তাকিয়ে ভাবতাম এরা কিভাবে থাকে। ঠিক আপনার কবিতার মত। কিন্তু ব্যতিক্রম আছে ভাই।
সুযোগ পেলে আমাদের বাড়িতে কোন এক ব্লগ ডে উদযাপন করার ইচ্ছা আছে কিন্তু মনে হয় মুরুব্বীরা অনুমতি দিবে না।

ভাগ্যিস কবিতার সাথে আমার মিলে না। দোয়া করবেন যাতে ভবিষ্যতেও না মিলে। এতো কথা বলার জন্য দুঃখিত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: ভাই আরোগ্য, পুরান ঢাকায় সেই আমলের কিছু বিশাল বিশাল বাড়ি আছে এটা আমিও জানি, সেসব নিয়ে কবিতা লিখতে গেলে খানদানী কবিতা লিখতে হবে। তাদের আচার-আচরণ, চলা-ফেরা, উঠা-বসা, খাওয়া-দাওয়া, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সবই খানদানী। সমস্যা হলো সেই সব খানদানীরা সংখ্যায় কম। আপনাদের মত বড় বাড়ি খুব বেশি নাই। আপনাদের সাথে তাদের তুলনা করলে আমার ছড়া লেখা হবে না এবং ঘিঞ্জি গলির চি্ত্রও ফুটে উঠবে না। আমি এখানে বড় বাড়ি নয় ঘিঞ্জি গলির চিত্রটাই তুলে ধরার চেষ্টা করেছি।

আরেকটি কথা মনে পড়ল, আবুল হোসেন নামের আমার একজন পরিচিত লোক আছে, সে আশুলিয়ায় গিয়ে তিন কাঠা জমি কিনে বাড়ি করেছে, আমি তাকে জিগ্যেস করলাম, আপনি পুরান ঢাকার খানদানি বাড়ি রেখে অজ পাড়া গাঁয়ে আসলেন কেন? সে তখন বলল, আমাদের বাড়িটি অনেক পুরানো, আমার বাবার দাদায় করে দিয়েছিল, তিনতলা বাড়িটি দাদার আমল থেকে ভাগ হতে হতে আমার বাবার ভাগে পড়েছিল দুইটা রুম। সেই দুই রুমেই আমরা তিন ভাই দুই বোন বড় হয়েছি। বোনগুলোর বিয়ে হওয়ার পর দুই ভাই বিয়ে করে দুই রুম দখল করে, আমি তখন বাধ্য হয়ে পাশের বাসায় ভাড়া থাকতাম। বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে কয়দিন আর ভাড়া থাকবো? তাই বাধ্য হয়ে আমার ভাগের অংশ দুই ভাইয়ের কাছে বিক্রি করে আশুলিয়ায় এসে বাড়ি করেছি। বংশ বৃদ্ধি পাওয়ায় বাপ দাদার আমলের তৈরী বাড়িগুলো ঘিঞ্জি বসতি হওয়ার এটাও একটা কারণ।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: পুরান ঢাকা; ঢাকা শহরের একটা ঐতিহ্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১

প্রামানিক বলেছেন: পুরান ঢাকাকে বাদ দিলে ঢাকার ইতিহাস থাকে না কিন্তু জনবসতি বৃদ্ধি পাওয়ায় এরকম সমস্যা দেখা দিয়েছে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৬

আরোগ্য বলেছেন: আরে প্রিয় ছড়াকার আপনি হয়তো আমার মন্তব্যে রাগ করেছেন। আমি শুধু এটা বুঝানোর জন্যই মন্তব্য করেছি যে সকলের অবস্থা এক নয়।

স্থান সংকুলান না হওয়া সত্ত্বেও আমরাও এখানে আর থাকতে চাই না কেবল সতেজ বায়ুর অভাবে। একটু খোলামেলা পরিবেশে যেতে মন চায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: নারে ভাই রাগ করি নাই বরঞ্চ খুৃশিই হয়েছি, তার কারণ-- আপনার খোলামেলা মন্তব্যর পরে আরেকটি খানদানী ছড়া লিখতে পেরেছি, এজন্য আপনার ঐ মন্তব্যে আমি খুশি।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪২

বলেছেন: আরেকটা দারুণ সময়োপযোগী ছড়া ++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া।

+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

জুন বলেছেন: আহা প্রামানিক ভাই ব্লগ বন্ধ হয়ে গেলে আপনার কবিতাগুলো মিস করবো দারুন ভাবে :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ব্লগ বন্ধ হলে আমার দম বন্ধ হবার উপক্রম হবে, কিন্তু সরকার যদি না চায় তো কিছু করার নাই। ধন্যবাদ জুন আপা।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

নূর আলম হিরণ বলেছেন: পুরান ঢাকা সম্পর্কে সঠিক বর্ননা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:



পুরোন ঢাকা মানেই একটা ইতিহাস । শত বছরের ইতিহাস ।

আপনি বই মেলায় আসেনি কেন ২২ তারিখ ।

রাগ করলাম ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: গিয়েছিলাম তবে আপনাদের দেখা পাই নাই, আমার যেতে একটু দেরি হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.