নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
তরমুজ এখন কেজি দরে
লিচু বিক্রি হয় শ’য়ে
দুই ফলেতেই বাটপারি হয়
তাই তো আছি ভয়ে।
একশ’ খানা লিচু কিনে
বাড়ি নিলাম যখন
গুনতে গিয়ে নব্বই খান
টেরটা পেলাম তখন।
একশ’ খানার দাম নিয়ে সে
দশটা দিল কম
এইভাবেতে ঠকছি মোরা
দেশ জুড়ে হরদম।
তরমুজেও ভাই বিশাল ফাকি
হিসাব করে না কেউ
মৌসুমি ফল কিনতেই হবে
কেনার পড়ে ঢেউ।
গোটাল তরমুজ ঠিকা কিনে
খেয়েছি জীবন ভরে
সেই ফলটাই দাড়ি পাল্লাতে
দেয় যে ওজন করে।
দশ কেজি এক তরমুজ কিনে
পুরোটা কি আর পাই?
ছাল চামড়াটা ফেলে দেয়ায়
অর্ধেক তরমুজ নাই।
দশ কেজিতে পাঁচ কেজি পাই
পাঁচ কেজি দেই ফেলে
ফেলনা ছালও সমান মূল্যে
নিচ্ছি হেসে খেলে।
কিন্তু যদি লিচুর ওজন
তরমুজ হতো ঠিকায়
ঠকতো না আর খরিদ্দারে
বাটপার উঠতো শিকায়।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
প্রামানিক বলেছেন: আগে কুমিল্লার দাউদ কান্দির তরমুজ ভালো ছিল, এখন খুলনা যশোরেও ভালো তরমুজ হয়। ধন্যবাদ ভাই
২| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে আমি ভীষন আশাহত।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
প্রামানিক বলেছেন: পুরো দেশটাই এখন এরকম। কি আর করা
৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে আমি ভীষন আশাহত।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: পুনঃ মন্তব্য করার জন্য ধন্যবাদ
৪| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:০৪
কবীর হুমায়ূন বলেছেন: দারুণ লিখেছেন। ব্যবসায়ীরা খদ্দেরকে ঠকানো যতো ছলাকলা আছে, তা ব্যবহার করতে একটু দ্বিধা বা লজ্জা করে না। শুভ কামনা কবি প্রামানিক।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৮
প্রামানিক বলেছেন: বাংলাদেশের ব্যাবসায়ীদের এমন অবস্থা এরা ব্যাবসার চেয়ে খদ্দের ঠাকানোর চিন্তাই বেশি করে। ধন্যবাদ ভাই
৫| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৭
সোহানী বলেছেন: লিচুতে এমন ফাঁকি সবসময়ই ছিল। কিন্তু তরমুজে কেজি দরে বিক্রি বেশী বাড়াবাড়ি.............।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৯
প্রামানিক বলেছেন: আরে বোনরে কি আর বলবো, কেজি হিসাবেই যেহেতু তরমুজের দাম তাহলে এক কেজি দুই কেজি পরিমাণ কেটে কেটে বিক্রি কর তাও করবে না।
৬| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাস্তব কথা তুলে ধরেছেন। ৫০/৬০ টাকায় পুরো একটা তরমুজ ঢাকায় এসে ৫০/৬০ টাকা কেজি তথা ৩/৪শ হয়ে যায়।
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫১
প্রামানিক বলেছেন: ওজন করে তরমুজ বিক্রি করায় অনেকের ইচ্ছা থাকলেও এত দামে তরমুজ কেনার সামর্থ হয় না। ধন্যবাদ আপনাকে
৭| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৮
জুল ভার্ন বলেছেন: তরমুজের দাম যেভাবে বেড়েই চলছে তাতে অদুর ভবিষ্যতে তরমুজ কেজি দরে কেনা যাবেনা- হয়ত সোনার মতো ভড়ি হিসেবে কিনতে হবে!
০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩
প্রামানিক বলেছেন: সেই রকমই অবস্থা। ধন্যবাদ আপনাকে
৮| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া গুলি ভালো হয়।
গতকাল ৪টা তরমুজ কিনেছি, প্রতি কেজী ৪০ টাকা করে। আমার সামনেই অন্যদের কাছে ৫০ টাকা করে বিক্রি করছিলো।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: আমরা সবাই ঠকাঠকির দলে আছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১০:৩১
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের কোন কোন এলাকায় ভালো তরমুজ হয়?