নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গণহারে শেখ

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫


ভারতের ট্রেনেই বসে আছি। সামনের সিটে তিনজন বসে আছে। মাঝখানে আমার ছোট ছেলে, জানালার সাইটে রাঁচীর এক দাদা, ডান পাশে আরেকজন মধ্য বয়সী ভদ্রলোক। রাঁচীর দাদা বাংলার ’ব’ও জানে না, আমিও ভালো হিন্দী জানি না, যে কারণে তার সাথে ভাঙা ভাঙা হিন্দীতে কথা বলে মজা পাচ্ছিলাম না। তবে ডান পাশের ভদ্রলোককে হিন্দীর পাশাপাশি বাংলা বলতে দেখে মনে মনে খুব খুশি হলাম। যাক তাহলে এই লোকের সাথে বাংলায় কথা বলে গুমোট ভাবটা দূর করা যাবে। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়ি কোথায়?
বলল, কোলকাতায়।
-- কোলকাতায় কোথায় বাড়ি?
-- এই তো বহরমপুরে।
-- বহরমপুরেই বাড়ি?
-- না বহরমপুর নেমে আরো বারো কিমি যেতে হয়।
-- মনে কিছু করবেন না আপনার নামটা কি জানতে পারি?
ভদ্রলোক হাসি দিয়ে বলল, শেখ জায়েদুল।
-- শেখ শব্দটি উচ্চারণ করায় আমার একটি কৌতুহল জাগল, যাকেই জিজ্ঞেস করি সেই নামের প্রথমে বা শেষে শেখ পদবী লাগিয়ে দেয়। বেঙ্গালোরেও এক বয়স্ক বাঙালি ভদ্রলোকের সাথে চান্দাপুরা বাজারে দেখা। তাকে বাংলায় কথা বলতে দেখে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার বাড়ি কোথায়?
-- দক্ষিণ চব্বিশ পরগণা
-- ভাইজান যদি কিছু মনে না করেন, আপনার নাম?
-- শেখ গোলাম আলী
দক্ষিণ চব্বিশ পরগণার ভদ্রলোক এবং ট্রেনের বহররমপুরের এই ভদ্রলোকসহ আরো দুইজন টাঙাওয়ালা একইভাবে শেখ পদবীতে জবাব দেয়ায় কৌতুহল নিয়েই জিজ্ঞেস করলাম, পশ্চিম বঙ্গের সবাই কি শেখ?
ভদ্রলোক এক গাল হাসি দিয়ে বলল, না মশাই সবাই শেখ নয়, তবে এখানকার মুসলিমরা শেখ পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে, এই জন্য নামের আগে শেখ পদবী লাগিয়ে থাকে। আমাদের পৈতৃক পদবী মন্ডল। আমার বাবার নাম বেলায়েত আলী মন্ডল।
-- তাহলে আপনি মন্ডল হয়ে নামের প্রথমে শেখ লাগালেন কেন?
-- আমার বাড়ী যে গ্রামে সেই গ্রামের সবাই শেখ পদবীধারী শুধু আমরাই মন্ডল। স্কুলে গিয়ে একা একা মন্ডল পরিচয় দিতে ইতস্তত লাগে এই জন্য স্কুলে আমার নামেও শেখ লাগিয়েছি।
বুঝতে পারলাম পশ্চিম বঙ্গে গণহারে শেখ পদবীর কাহিনী।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
আমরাও জানলাম...

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

নাহল তরকারি বলেছেন: আপনি কি ভারতের নাগরিক? নাকি ভারতে ভ্রমন করিতে গিয়েছেন?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: বাংলাদেশের পৈতৃক সূত্রে খাঁটি নাগরিক। ভারত ভ্রমণে গিয়ে কিছু কিছু স্মৃতিচারণ করছি।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: অবাক করা বিষয়। নামের আগে এভাবে গনহারে শেখ পদবী ব্যবহারের রহস্য কি ? নাকি আরব এর শেখদের মত ভাবতে চায় নিজেদের ?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: কিছুটা এইরকমই।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: শেখ না হয় বুঝলাম।কিন্তু প্রামানিক বুঝলাম না।গ্রামের প্রধান কে কি প্রামানিক বলে?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ভালো মন্দ প্রামানিকের অনেক অর্থ আছে। এই পদবীতে পন্ডিতও বুঝায় আবার সমাজপতিও বুঝায় আবার নাপিতও বুঝায়। তবে মুসলমানরা নাপিত হিসাবে কখনই এই পদবী গ্রহণ করে নাই। একসময় এই পদবীর লোক সমাজের জমিদার জোতদারদের মতই মধ্যস্বত্বভোগী ছিল এবং সামাজের মাতব্বরী করার অধিকারী ছিল সেই কারণে মুসলিমরা প্রামাণিক উপাধিটি সম্মানীয় পদ হিসাবে গ্রহণ করেছিল।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: বাঙালি মুসলমানদের পূর্বপুরুষদের বিরাট অংশ ছিল অচ্ছুৎ হিন্দু সম্প্রদায়। সমাজে তারা নানাভাবে অসম্মানিত হতেন। তাদের উত্তর পুরুষদের অনেকেই নামের আগে শেখ ,সৈয়দ ইত্যাদি বসিয়ে নিয়েছিলেন। অবশ্য গোপালগঞ্জের শেখদের কথা আমি সঠিক জানি না।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: হিন্দু ধর্মের লোকগুলো যখন জাতপাত নিয়ে ভুগছিল সেই সময় ভারতে মুসলিমদের আগমন। মুসলিম ধর্মে যেহেতু জাতপাত নাই সেই কারণে অনেক হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল এবং মুসলিম নামে নিজের নাম পদবী পরিবর্তন করেছিল। তবে কিছু কিছু পদবী এখনও হিন্দু নামেই রয়ে গেছে, যেমন বিশ্বাস, মন্ডল, চৌধুরী, প্রামাণিক, মজুমদার, ঠাকুর ইত্যাদি।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ সম্মানিত টাইটেল।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: শেখ, সৈয়দ, মোঘল, পাঠান এই চারটি পদবীকেই সম্মানিত টাইটেল ভাবা হয়।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুবই ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: দিনকাল যা পড়েছে আর কিছুদিন পর আমাদের বাংলাদশেও গণহারে শেখ টাইটেল নামের সাথে যুক্ত করা হবে।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: বাংলাদেশে টাইটেলের তেমন মূল্যায়ন করা হয় না যে কারণে গরীব মানুষদের নামের শেষে চৌধুরি থাকলেও পাত্তা দেয়া হয় না।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: এ বিষয়ে জানতাম না! এদেশের রোগ ওদেরও ধরেছে :)

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: এদেশে চৌধুরী শব্দ নামের শেষে ধারণ করতে অনেকেই পছন্ত করে।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




হা....হা.... আমাদেরও কি গণহারে ................................................................................... :( :| :P

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: বাংলাদেশে কেউ আর পদবী নিয়ে ভাবে না বাংলাদেশে পুরো নাম ধরে কেউ ডাকে না বরঞ্চ আরো সংক্ষেপে আবুল হোসেন কে আবুল্লা ডাকে

১১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের দেশে শায়খ নাম শুনলেই মনে হয় কোনো জঙ্গি! - শায়খ আবদুর রহমানের মতো। তাহলে শেখ হচ্ছে পশ্চিম বঙ্গের সবচেয়ে সস্তা টাইটেল!

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: শেখ টাইটেল নিতে পশ্চিম বঙ্গের লোকেরা মর্যাদা ফিল করে

১২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বড়ই আচানক ঘটনা (মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্টাইলে মন্তব্য করলাম)।

২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: মন্তব্য মন্দ নয়

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭

হাসান রাজু বলেছেন: মুসলিম ধর্মে যেহেতু জাতপাত নাই ....... এটা বইয়ের ভাষা।
বাস্তবতা - শেখ, সৈয়দ, মোঘল, পাঠান এই চারটি পদবীকেই সম্মানিত টাইটেল ভাবা হয়।


ভুল বুঝবেন না। আপনার মন্তব্যের কোন সমালোচনা করছি না। বরং বুঝাতে চাচ্ছি। যে মানুষটা ভাববে এই ধর্মে জাতপাত নাই। সেটা সে লিখিত আকারে পাবে ঠিকই। কিন্তু, প্রয়োগে এর নির্মমতা ঠাহর করতে সময় লাগবে না।

২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: আপনার যুক্তি যথার্ত। মুসলিম ধর্মে জাতপাত নাই তবে টাইটেল নিয়ে অহংকার আছে।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



আমাদের বড় শেখেরও ঐ অবস্হা ছিলো নাকি?

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: আ্মাদের বড় শেখেরা আগে থেকেই শেখ। তাদের বাপ দাদারা সবাই শেখ বংশের।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

বিজন রয় বলেছেন: হা হা হা বাংলাদেশে এমন লোক আছে যারা শেখ পরিচয় দিতে গর্ববোধ করে।

যাহোক, প্রামানিকভাই, আপনি ছড়ার পাশাপাশি ছোট গল্পও লিখুন।
আশাকরি সে গল্প ভালো হবে।
আপনার দেশের বাড়ির, কিংবা ঢাকার মানুষের বাস্তব জীবন নিয়ে লিখুন।
আপনি তো অনেক বছর ঢাকায় থেকেছিলেন।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি প্রস্তাব দেয়ার জন্য। আমার চোখে দেখা বাস্তব কাহিনীগুলো লিখলেও অনেক লেখা হয়ে যাবে।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সৌদিতে অনেক শেখ আছে। তারা ধণী।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ঐ শেখদের দেখাদেখি সবাই শেখ হতে চায়।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার ভারত ভ্রমণের গল্প ভালো লাগে

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: আপনার কাছে আমার ছোট ছোট ভ্রমণ কাহিনী ভালো লাগায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.