নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
মেট্রো রেলের ঠেলায় এবার
বাসগুলো সব কাত
মালিক মহাজন বিষম চিন্তায়
শ্রমিকদের মাথায় হাত।
অনেকে কয় ভালই হলো
সময় অনেক কমলো
বাস শ্রমিকদের অত্যাচারটা
এবার কিছুটা দমলো।
কিছু বলবো না আমি হেথায়
ভাবছি বেকার নিয়ে
মডার্ন হওয়ায় বেকাররা সব
ঠেকবে কোথায় গিয়ে?
ছবিঃ ইন্টারনেট
৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ছড়া কবি প্রামানিক দা
ভাল থাকবেন-------
৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই লিটন
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮
এম ডি মুসা বলেছেন: এক সময় মানুষকে প্রচুর ঠকাইত হয়! দিন দিন অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাবে! ভাই মানুষের নিষ্ঠুরতা এখনো আছে। যে ঘোড়া দিয়ে মানুষ যাতায়াত করা চলাচল করা ঘোড়াদের উপর এটা তো প্রাণী ভাই! এটা কখনো পছন্দ করি না আমি একবার ঘোড়ার গাড়ি চলছিলাম।
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: গরুদের দিয়ে হালচাষ করাও গরুদের উপর নিষ্ঠুরতার সামিল কিন্তু এই নিষ্ঠুরতা করা ছাড়া চাষাবাদ সম্ভব ছিল না আর চাষাবাদ করা ছাড়া মানুষের পেটে ভাত জুটতো না। এখন যন্ত্র চালিত লাঙল বের হওয়ার পর এই সমস্যার অনেকটা সমাধান হয়েছে। তেমনি অতীতে দ্রুতগামী বাহন হিসাবে ঘোড়া ছাড়া আর কোন উপায় ছিল না, কারণ তখন ট্রেন, বাস কিছুই ছিল না। এখন নানা রকম কলকব্জা বের হওয়ার পরে ঘোড়ার ব্যবহার নাই বললেই চলে। আজ যেটাকে পশু নির্যাতন মনে হয় সেটা একসময় মানুষের প্রয়োজনেই হয়েছিল।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮
মিথমেকার বলেছেন: ঠেকবে সেথায়,
আছে যেথায় নিওতি লেখা।
সৎ মায়ের রাষ্ট্রে আবার,
অধিকারের মরীচিকা দেখা!
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
প্রামানিক বলেছেন: বিপদের কথা
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
মেট্রো রেলে চড়ে এসে ছড়া ছেড়েছেন নাকি।
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
প্রামানিক বলেছেন: মেট্রো রেলে চড়তে গিয়ে মজার একটি ঘটনার সামিল হয়েছিলাম।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৭
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে দাদা...
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
প্রামানিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সোনাগাজী বলেছেন:
শহরের ভেতরের বাসের সংখ্যা এক সময় কমে যাবে।
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
প্রামানিক বলেছেন: কমে যাওয়াই দরকার তা না হলে জানজট কমতেছে না।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ঠেকে যদি শিখতে পারে স্মার্ট ডিসিশন
ভাবছি এবার হয় যদি আজ জটের নিরসন!
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: জটের নিরসন আমিও চাই।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চতুর্থ শিল্প বিপ্লব কার্যকর হলে শ্রমিকদের চাহিদা খুবই কমে যাবে ।
লাখলাখ শ্রমিক বেকার হয়ে যাবে ।
মানুষকে তখন আর মানবসম্পদ বলা হবে না।
ইতিমধ্যে মানুষ আপদে পরিণত হয়েছে।
সম্পদ এখন আর নেই।
অথচ বাংলাদেশের মানুষ এটা বোঝেনা।
আফসোস!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১| ০৪ ঠা মে, ২০২৪ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: লক্কর ঝক্কর মার্কা বাস ও অন্যান্য যানবাহনগুলো রাজপথ থেকে অপসারিত হউক।
ছড়া ভালো হয়েছে। শেষের প্রশ্নটা প্রাসঙ্গিক, এবং তা নিয়ে ভাবা প্রয়োজন।
পোস্টে পঞ্চম প্লাস। + +
১২| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৫৪
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: বাহ বেশ ভালো।