নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
ছাত্র মানেই অগ্নি বারুদ
যখন তখন বিস্ফোরণ
ছাত্র মনেই বুলেট বোমায়
বুক পেতে দেয় সর্বক্ষণ।
ছাত্র মানেই বুক ফুলিয়ে
ধ্বংসের মাঝে ঊদ্ধ শির
ছাত্র মানেই তাজা রক্তে
প্রাণ ঢেলে দেয় শ্রেষ্ঠ বীর।
ছাত্র মানেই বজ্র কন্ঠ
মেঘের মতো হয় গর্জন
ছাত্র মানেই সিংহ সম
বন কাঁপানো হয় গর্জন।
ছাত্র মানেই নির্যাতনে
নোয়ায় নাকো শক্ত ঘাড়
ছাত্র মানেই দুঃসাহসে
গর্জে উঠে রক্ত তার।
ছাত্র মানেই তুফান বেগে
মিছিল চলে রাজপথে
ছাত্র মানেই প্রতিবাদী
নয়কো নত ভিন মতে।
ছাত্র মানেই কাক ডাকা ভোর
নতুন সূর্যের লাল সকাল
ছাত্র মানেই ভয় ভীতিহীন
সত্য ন্যায়ে ধরে হাল।
ছাত্র মানেই বৈষম্যহীন
নব সমাজের সংস্কার
ছাত্র মানেই উচ্চ কন্ঠ
সত্যকে দেয় নমস্কার।
ছাত্র মানেই শপথ গ্রহণ
সত্য ন্যায়ের অঙ্গীকার
ছাত্র মানেই পাহাড় ভাঙ্গা
বজ্র মুষ্ঠি ভঙ্গি তার।
ছাত্র মানেই রক্ত গরম
মরণ বরন তুচ্ছ তাই
ছাত্র মানেই সামনে গমন
পিছন ফেরার নিয়ম নাই।
©somewhere in net ltd.