নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পুলিশ তুমি কার?

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০


শহীদুল ইসলাম প্রামানিক

পুলিশ তুমি কার?
আমজনতা তোমার হাতে খাচ্ছে কেন মার?

যখন তখন পশুর মতন
ডান্ডা তুলে দিচ্ছ পেটন
উঁচু-নিচু তোমার কাছে সবাই একাকার
পুলিশ তুমি কার?

যাদের কথায় উঠ বস
সুযোগ পেলে সালাম কষ
দু’দিন পরেই তাদের তুমি দিচ্ছ আবার মার
পুলিশ তুমি কার?

আপনজনের অন্যায় পেলে
তাকেও তুমি দিচ্ছ জেলে
স্বজন হলেও কাউকে তুমি দিচ্ছ না তো ছাড়
পুলিশ তুমি কার?

মন্ত্রী-এমপি তারাও যখন
পদ হারালে খাচ্ছে পেটন
চোখ রাঙিয়ে তোমার প্রতি কয়না কথা আর
পুলিশ তুমি কার?

প্রধানমন্ত্রী পদ হারালে
তোমায় দেখে যায় আড়ালে
আইন প্যাচে তোমার কাছে নাই তো রক্ষা তার
পুলিশ তুমি কার?

খামছা দিয়ে ধরছো যারে
দিচ্ছ ঠেলে জেলে তারে
বুটের তলায় চ্যাপ্টা করছো বুক পাজড়ের হাড়
পুলিশ তুমি কার?

করলে চুরি খাচ্ছে গুড়ি
করছো এসব ভুড়ি ভুড়ি
চোর-ডাকাত আর নেতা-নেত্রী সবাই একাকার
পুলিশ তুমি কার?

কষ্ট করে জীবন ভরে
রাষ্ট্রের যোগান দিচ্ছে ওরে
যাদের টাকায় খাচ্ছ বেতন তাকেই দিচ্ছ মার
পুলিশ তুমি কার?

বন্ধু-বান্ধব যাও যে ভুলি
পেটাও পিঠের কাপড় তুলি
দিচ্ছ পেটন তৃপ্তি মতন নাইকো জবাব তার
পুলিশ তুমি কার?

দেশের আইন ভঙ্গকারী
যেইখানেতে যাক না ছাড়ি
তোমার হাতে ধরা পরলেই রক্ষা নাইকো আর
পুলিশ তুমি কার?

তোমার হাতের পেটন খেয়ে
সব মানুষই থাকছে চেয়ে
চোখের অশ্রু দেখার পরেও পিটাও বারংবার
পুলিশ তুমি কার?

দেশের শান্তি তোমার হাতে
সেই মানসে দিনে রাতে
জীবন ভরে তোমার হাতেই খাচ্ছে সবাই মার
পুলিশ তুমি কার?

নিষ্ঠুর তুমি পাষাণ হৃদয়
কেমন করে হলে নিদয়
মায়া মমতার শব্দখানি নাই কি তোমার আর
পুলিশ তুমি কার?

দিচ্ছ পেটন দিচ্ছ গালি
মনের দুঃখ করছো খালি
এই দুনিয়ায় এমন সুযোগ নাই তো কারো আর
পুলিশ তুমি কার?

যাদের পিঠে পেটন দিলে
টেনে হিঁচড়ে জেলে নিলে
দু’দিন পড়ে তাকেই আবার বলছো ডেকে স্যার
পুলিশ তুমি কার?

(কবিতাটি্ অনেক আগের লেখা। ২০১৮তে সামহোয়ার ইন ব্লগের ব্লগ দিবসে আবৃত্তি করেছিলাম। অনেকে এই কবিতাটি শুনে ডিজিটাল আইনের কারণে প্রচার করতে নিষেধ করায় এতোদিন পোষ্ট করার সাহস পাই নাই। তবে এখানে পুলিশের বিরুদ্ধে কিছু লেখা হয় না্ই। কর্মরত পুলিশের দায়িত্ব পালন করা অবস্থায় যেসব ঘটনা ঘটে তাহাই এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: দেশ নতুন করে আবার স্বাধীন না হলে আমরা এত সুন্দর একটা লেখা মিস করে যেতাম!

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক লেখাই লিখেছিলাম প্রকাশ করতে পারি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.