নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের বিয়াইন

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪


শহীদুল ইসলাম প্রামানিক

রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?

কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।

রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।

(কবিতাটি অনেক আগের লেখা। সেই সময় কোন এক সাক্ষাৎকারে সাংবাদিকরা যখন প্রশ্ন করল, মাননীয় প্রধান মন্ত্রী আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আপনার বিয়াই তো রাজাকার। উত্তরে তিনি হাসি হাসি মুখে বলেছিলেন, বিয়াই রাজাকার নয় বিয়াইয়ের বাপ রাজাকার। উনি সারাদিনই রাজাকারদের তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগাল করলেও মেয়ের শ্বশুর বিয়াইকে কিন্তু কখনই রাজাকার বলেন নাই বরঞ্চ তাকে ২০০৯ সালে মন্ত্রী বানিয়েছিলেন। টেলিভিশনে ওই সাক্ষাৎকারের দৃশ্যটি দেখে এই কবিতাটি লিখেছিলাম। এখন আমার প্রশ্ন হলো নিজের মেয়ের জামাই রাজাকারের নাতি হওযার পরও কি করে তিনি কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের রাজাকারের নাতি বানিয়ে দিলেন এইটা মাথায় আসে না।)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৮

আহলান বলেছেন: নূরা রাজাকার নাকি ভালো রাজাকার ছিলো ... তবে যারা পুরো ৯ টা মাস পাকি ভাতা পাইলো যে পরিবার তারা কিভাবে মুক্তিযোদ্ধার ফেরিওয়ালা হয়, এটা আমার বুঝে আসে না!

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

প্রামানিক বলেছেন: এটা নিয়ে কথা বললেও বিপদ। কবিতায় যা লিখেছি তা নিজ চোখে ঘটনাটি দেখে লিখেছিলাম।

২| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনি ছড়াকার মানুষ; না'জেনে ভুল প্রচার করলে তো সমস্যা; শেখ হসিনার বেয়াই "শান্তিকমিটিতে" ছিলো, রাজাকার নয়।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: গাজী ভাই, আপনাকে আমি প্রথম থেকেই সম্মান করি, কখনই আপনার লেখায় আমি বাজে মন্তব্য করি না। একাত্তর সালের যুদ্ধ আমিও দেখেছি, রাজাকার আর শান্তি কমিটির মধ্যে পার্থক্য কি? শান্তি কমিটিরা তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক ছিল না রাজাকারদের পক্ষে কাজ করেছে।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মোটামুটি সবগুলি উইকেট তো পড়ে গেছে পদত্যাগের কারণে ।
এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যেতে পারে।
বড্ড দেরি হয়ে যাচ্ছে ।
তাড়াতাড়ি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হোক।

১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন: রাষ্ট্রপতি পদত্যাগের আইনি কোন জটিলতা আছে কিনা সে বিষয়ে জ্ঞান নাই তাই এবিষয়ে কিছু বলতে পারছি না।

৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



শান্তি কমিটি ও রাজাকার এক ও অভিন্ন।

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: শান্তি কমিটির জ্বালায় এলাকায় থাকা যায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.