নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রাজনীতিতে দুই মেরু আজ
একটা রাজাকার
আরেকটা হলো মুক্তিযোদ্ধা
সঙ্গে স্বৈরাচার।
তুলসী ধোয়া নাই রে হেথা
তবুও যুগ যুগ ধরে
দুইটি মেরুর ফ্যাসাদ লেগে
যাচ্ছে অনেক মরে।
হ্েচছ ধ্বংস দেশ, জনতা
দেশের ভবিষ্যত
আমজনতা মাইনকা চিপায়
পাচ্ছে না তো পথ।
মিথ্যা বুলি রাজনীতিকদের
গণতন্ত্রের জন্যে
কেউবা হলো দেশের রক্ষক
কেউবা মানস কন্যে।
দেশের প্রেম নাইরে তাদের
সিংহাসনটাই লক্ষ্য
একই স্বার্থে দ্বন্দ ফ্যাসাদ
করছে যে দুই পক্ষ।
কেউবা চিল্লায় পদের লোভে
কেউবা অর্থের লোভে
আমজনতার নাই ক্ষমতা
ফুঁসছে শুধু ক্ষোভে।
(মুক্তিযোদ্ধা, রাজাকার এবং স্বৈরাচার বাংলাদেশের রাজনীতি তখন তিনভাগে বিভক্ত। এরশাদের স্বৈরশাসকের বদনাম থাকার পরও যখন তাকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধার স্বপক্ষ শক্তি ইলেকশনের জোট করে সেই সময় কবিতাটি লেখা।)
ছবি ঃ ইন্টারনেট
©somewhere in net ltd.