নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
গণতন্ত্রের ফাঁদ পেতেছো
আফসোস নাই হেন
দেশের স্বার্থ বিদেশ দিয়ে
ক্ষতি করোনা যেন।
এই দেশটার নেতা করেছি
দেইনি চুক্তি করে
যা ইচ্ছা তাই করবে কেন
পেশি শক্তির জোরে?
আমজনতা সবাই মোরা
এই দেশটার মালিক
ফুরুৎ করলেই উড়ে যাব
নই তো উড়ো শালিক?
গণতন্ত্রে সবাই সমান
হোক না নিঃস্ব যত
কথায় কথায় পিটন দিয়ে
করবে কেন হত?
ক্ষমতা পেয়ে জনগণকে
করবে অত্যাচার
হাঠাৎ করে দেখবে একদিন
নাইকো গদী আর।
আইন কানুন যাহাই কর
নিজের জন্য নয়
নিজের জন্য করলে আইন
আছে অনেক ভয়।
প্রতিশোধের আইন করবে
গণতন্ত্রের দেশে
দেখবে একদিন সেই আইনে
নিজেই যাবে ফেঁসে।
ছবি ঃ ইন্টারনেট
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: গণতন্ত্রের অধিকারের নামে সরকার গঠণ করে উল্টো পাছায় পেটন দেয়।
২| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৪
জ্যাক স্মিথ বলেছেন: গণতন্ত্র আমাদের কি দেয় তা দেখার আমার খুব ইচ্ছে।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: গণতন্ত্র পূর্ণ বাস্তবতা হয়তো বাংলাদেশে কখনই কার্যকর হবে না।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০
মুসাফির নামা বলেছেন: গণতন্ত্র রাতারাতি কিছুই দিতে পারে না।তবে এর দীর্ঘমেয়াদী চর্চা একটি স্থিতিশীল,সমৃদ্ধ রাষ্ট্র দিতে পারে।
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: এই চর্চা করতে করতে জীবনটাই পার হয়ে গেল
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।তবেই গনতন্ত্র অর্থবহ হবে।