![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঘোড়া ডিঙিয়ে অনেক লোকে
খাচ্ছে নাকি ঘাস
পিওন দারোওয়ান তারাও নাকি
খেলছে বসে তাস।
কারো কথা কেউ মানে না
সবাই নাকি বস
উঁচু নীচুর নাই ভেদাভেদ
নাই নাকি রসকষ?
নরম স্বভাব দেখলে পরে
তাকেই উল্টো ঝারে
পদ পদবী যাহাই হোক না
কে দাম দেয় কারে?
ধমক দিলেই পাল্টা ধমক
কেউ করে না ভয়
সব লোকেরই নেতা থাকায়
এসব নাকি হয়।
এমনিভাবে ঘোড়া ডিঙিয়ে
খায় যদি সব ঘাস
দু’দিন পরে আমজনতার
পড়বে ঘাড়ে বাঁশ।
কার্টুন ঃ ইন্টারনেট
০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭
নান্দাইলের ইউনুছ বলেছেন: কোন বার্তা ফার্তা নয় যুদ্ধ ঘোষণা করুন। কিসের এতো মিছিল। ডাইরেক্ট অ্যাতশনে চলে যান। হয় শহীদ নয়তে গাজী। মাঝখানে থাকার কোন সুযোগ নেই।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন, মাঝামাঝি থাকলেই বিপদ ঘাড়ে চাপবে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
জুল ভার্ন বলেছেন: ঘোড়ার স্বভাব এখন অনেক মানুষের মধ্যেও বিরাজমান, কিন্তু শক্তি ঘোড়ার মতো নয়।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
প্রামানিক বলেছেন: ঘোড়ার মতো শক্তি না হলেও তারা ঘোড়ার মতো লাফালাফিতে ওস্তাদ
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার প্রামানিক দা...
০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ
০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উঁচু - নিচুর ভেদাভেদ না থাকাই ভালো।
বরং, খারাপ - ভালো দিয়ে জাজমেন্ট করা প্রয়োজন।
ধন্যবাদ নিরন্তর।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
প্রামানিক বলেছেন: সব সমান করলেও আবার সমস্যা
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া
০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা। ছন্দময়।
২৬ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমজনতার ঘাড়ে এমনিতেই বাঁশ,অমনিতেও বাঁশ ।
আহাঃ বাঁশ-বাঁশ-বাঁশ
২৬ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
প্রামানিক বলেছেন: বাঁশ আর বাঁশ
১১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: ঘাস ডিঙিয়ে খেতে ঘোড়া হা করেছে কুমির
মাগো বলে গগন বিদারি চিৎকার এল সুমির
২৬ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
প্রামানিক বলেছেন: সুন্দর মন্তব্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: মজার ছড়া !!!![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)