![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি আর হেসেছিল সবেএমন জীবন করো হে গঠনমরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
সামুর ব্লগার ও পাঠকদের জন্য দৈনিক প্র্রথম আলোয় প্রকাশিত খবরটি তুলে ধরা হলো।
উন্নয়নকাজে অনিয়ম নিয়ে প্রতিবেদন করেন দৈনিক প্রতিদিনের সংবাদ-এর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রতিনিধি খুরশিদ আলম ওরফে শাওন। এতে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে রানীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে তাঁকে কেটে ফেলার হুমকি দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথোপকথন ছিল এ রকম:
পৌর মেয়র: হ্যালো, শাওন না।
শাওন: হ্যাঁ।
পৌর মেয়র: কোথায় আছো?
শাওন: কে?
পৌর মেয়র: আলমগীর মেয়র। কোথায় আছো তুমি?
শাওন: আমি তো বাসায়।
পৌর মেয়র: বাসা থেকে শান্তিপুরের রাস্তায় আসো। এটা কী বুঝে তুমি করলা?
শাওন: কোনটা?
পৌর মেয়র: রাস্তার নিউজটা। বড় বড় অফিসাররা আসছে, এখানো আসো মিয়া।
শাওন: আমরা যা দেখছি তাই পত্রিকায় দিছি।
পৌর মেয়র: এই ব্যাটা (অশ্লীল ভাষা) ..., একদম লোথায় কোমর ভাঙে দিবো ব্যাটা। … (অশ্লীল ভাষা), ব্যাটা।
শাওন: আপনি এভাবে কথা বলিয়েন না।
পৌর মেয়র: ওই ব্যাটা, ব্যাটা…। … (অশ্লীল ভাষা) তুই ব্যাটা। রাস্তায় আয় ব্যাটা।
শাওন: এভাবে কথা বলিয়েন না, ভাই।
পৌর মেয়র: এই তোকে কী বলব রে তোর গলা চাপে ধরব (অশ্লীল ভাষা) …।
শাওন: না ভাই, এটা বলিয়েন না।
পৌর মেয়র: এই তোর সাহস নাই, তোর বাপের সাহস নাই এখানে আসার।
শাওন: এভাবে বলিয়েন না। আপনি কিন্তু ঠিকাদার না, ভাই।
পৌর মেয়র: আমি ঠিকাদার না কী, দেখ ব্যাটা। আমি মেয়র। মানুষের কথায় লড়তেছিস।
শাওন: আমরা কারও কথায় লড়ি না, ভাই। আপনি ভুল বুঝতেছেন বিষয়টা।
পৌর মেয়র: ব্যাটা তোকে চেপকায় দিব…। সাংবাদিকের গুষ্টি… (অশ্লীল ভাষা) ব্যাটা।
শাওন: না ভাই, আপনি এভাবে বলিয়েন না।
পৌর মেয়র: তুই সাংবাদিকতা… (অশ্লীল ভাষা)। একেবারে কাটে ফালায় দিব, ব্যাটা।
শাওন: দেন ভাই, ওটা আপনি যদি পারেন কাটে দেন, সমস্যা নাই।
শাওন অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁর মুঠোফোনে ফোন করে পৌর মেয়র আলমগীর সরকার মারধর ও কেটে ফেলার হুমকি দেন। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার রাতে রানীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে কথা বলতে পৌর মেয়রের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
হাঙ্গামা বলেছেন: সাংবাদিকেরা একেকটা "সাম্বাদিক"
২ ট্যাকা খাইতে দিলে কিছু কইবো না, মাগার ভাগে কম পড়লেই হইছে।
পুলিশ আর সাংবাদিক একেকটা ***** হাড্ডি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
প্রািন্ত বলেছেন: ভাই, বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা জানেন? মুখে অনেক কথাই বলা যায়। একজন সাংবাদিক কত কষ্ট করে প্রতিদিন জানেন? তারা কী পায় সেটা জানেন? এই সাংবাদিকেরা আছে বলেই এদেশে এখনও কিছু ন্যায় বিচার পাওয়া যায়। দেশে চাঁদাবাজ সাংবাদিকের জন্মদাতা কারা সেটা জানেন? জানেনা। আগে বিষয়টি নিয়ে সঠিক ভাবে ষ্ট্যাডি করুন জানতে পারবেন। আপনি একটা উদাহরণ দিতে পারবেনা যে, কোন সৎ ব্যক্তির নিকট থেকে সাংবাদিক টাকা নিয়েছে। যাদের পশ্চাৎদেশে অনেক নোংরা লেগে আছে তারাই সাংবাদিকদের ভয় পায়।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
হাঙ্গামা বলেছেন: আপনে আমারে যেইভাবে জিগাইতেছেন .... যে এইটা জানি কি না বা ঐটা জানি কি না?
আমি না জাইনা লেখি নাই। পাড়া মহল্লায় মেলা সাংবাদিক চরাইয়া তারপর লেখছি এইসব।
সৎ পুলিশ আর সৎ সাংবাদিক এই দুই শ্রেনী দুর্লভ, খুবই দুর্লভ।
বহুত সাংবাদিকরে টাকা ভাগ কইরা নিতে দেখছি। শামীম ওসমানের ভাই সেলিম ওসমান এইজন্যই বলসিলো...." সাংবাদিকেরা একেকটা ***র পোলা"
আপনে আমারে বুঝাইতে আইসেন যে সাংবাদিকেরা কষ্ট করে। কষ্ট কে করে না এই দুনিয়ায়?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
প্রািন্ত বলেছেন: আপনি বলেন পত্রিকাগুলো কত টাকা বেতন দেয় একজন মফঃসল সাংবাদিককে। পুলিশ তো সবার থেকেই ঘুষ নিতে পারে কিন্তু সাংবাদিক কি কোন ভাল মানুষের কাছে গিয়া চাঁদা চেয়েছে? আপনি আপনার এলাকায় সাংবাদিক দেখেছেন আর আমার সাংবাদিকতার বয়স ২৩ বছর। আপনি শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের উক্তি দিয়েছেন- ওরা যে কতটা ভাল মানুষ সেটা সবাই জনেন। হয়তো আপনি তাদেরই ভক্ত। তাই এমন কথা আপনিও তাদেরকে অনুসরণ করেই বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।