![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বলা,কিছু করা,কিছু জানা বা জানার ইচ্ছা এগুলো সাময়িক। তাই শুধু কিছু না,এমন কিছু বলব,করব বা জানব যা চিরন্তন!
এ ধরণী কার?
এ ধরণী হবে তার,
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা
সবার চেয়ে দামী
ভালোবাসা আছে যার।
আছে যার স্বত্বা
আর সত্যির অলংকার,
এ ধরণী হবে তার।
যার নেইকো হিংসা
নেই কোন অহংকার,
আছে যার সত্য আর
স্বচ্ছ প্রাণের আধিকার,
এ ধরণী হবে তার।
যার নেই কোন কলুষতা
নেই অবিশ্বাসের আঁধার,
আছে যার প্রেম প্রতিজ্ঞা
আর আছে অপার আস্থা,
আছে যার অনন্ত পারাপার,
এ ধরণী হবে তার।
আছে যার মানব প্রেম
আর দৃষ্টান্ত মানবতার
আছে যার স্বপ্ন
আর মনুষত্ব্যের অঙ্গীকার,
এ ধরণী হবে তার।
এটাই তার উপহার,
এই তার অধিকার।
©somewhere in net ltd.