![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিছকই খেয়ালবশত,
দু'সেকেন্ড সময় এবং কিছু ফানুস কিনতে গেলে ক্যাশ কাউন্টারে আটকা পড়েছি এক অ্যামনেশিয়াক স্টোরকিপারের কাছে।
মধ্যাহ্নভোজের বিরতিটুকু শেষ হয়ে যাচ্ছিলো তখন। স্পিয়ারমিন্টের ঘ্রাণ, পোড়া তামাক এবং স্পিকারে দুটো ভিন্নতম গান যুদ্ধ ঘোষণা করে বসলে এই প্রখর রৌদ্রে বেরিয়ে পড়তে হল। মাতাল পদক্ষেপগুলো কোন এক ধূসর দোকান বরাবর ঠেলে এগিয়ে দিলে,
অনিচ্ছায় ঢুকে পড়ি সেখানে।
ভেতরে দুটো হামিং বার্ড উড়ছে এদিক ওদিক, মগজ চিরে দিচ্ছে ওদের তীক্ষ্ণ উচ্ছ্বাস। ভাসমান কোন এক ঝাড়ুর উপর বিষণ্ণ মুখে বসে আছে পরিচিত সেই ডাইনী। ওকে দেখে ভীষণ ব্যস্ত হয়ে আমার বুকপকেটে লুকোনোর জায়গা খোঁজে শব্দের নরোম শরীর। জুতোর নিচে চকচকে মেঝেয় গুলিয়ে যাচ্ছে আবছা প্রতিবিম্বগুলো অপ্রস্তুত হয়ে...
এসব ভীষণ আটপৌরে ঠেকে।
বিতৃষ্ণায় আঙুল বুলিয়ে নেই তাকের উপর সার বেঁধে থালা রঙচঙে মোড়কগুলোর গায়ে। খিদেটা মরে যাচ্ছে, প্রদত্ত সময়টুকু ফুরিয়ে আসছে আরো দ্রুত। হাতে ধরা ফানুসগুলোর দিকে চেয়ে দেখি ওগুলো ঘিরে চক্রাকারে উড়ছে পাখিগুলো। কাউন্টারে পৌঁছে গেলাম,
"কত হল?"
বৃদ্ধ হাত বাড়িয়ে দেয়, আন্দাজে ক'টা নোট বের করে দেই মানিব্যাগ থেকে। অধৈর্য্যে ছটফটিয়ে ওঠে বুকপকেটে লুকোনো শব্দগুলো, বাঁহাতে চেপে ধরি। বৃদ্ধ তবুও চেয়ে আছে, কোঁচকানো ভ্রু বরাবর দীর্ঘশ্বাস ফেলে আবারও কিছু নোট বের করতে হল। অভিব্যক্তির কোন পরিবর্তন দেখা যাচ্ছে না,
"হয় নি?"
মাথা নাড়ে লোকটা। ফানুসগুলো চুপসে যাচ্ছে, আমি বের করে দিতে থাকি নোটগুলো একের পর এক...
অবশেষে...
দুর্বল ঘ্রাণশক্তিটুকু ঐ বৃদ্ধের কাছে বন্দক রেখে বেরিয়ে পড়ি, সাথে সাথে তীব্র রোদে চোখ ধাঁধিয়ে গেলো। হাঁটুতে দু'হাত রেখে খানিক জিরিয়ে নিতে গেলে খেয়াল হলো, ছায়াটাকে আশেপাশে কোথাও দেখছি না।
ওহ, সময় ফুরিয়ে গেছে এতক্ষণে!
আর খুঁজে পাওয়া গেল না শেষ পর্যন্ত।
-riz
21st Jan,2013
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: অনেক ধন্যবাদ।
পরামর্শ/উপদেশগুলোর জন্য কৃতজ্ঞতা রইলো।
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ফানুসগুলো চুপসে যাচ্ছে
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: সময়ও ফুরিয়ে যাচ্ছে সেই সাথে।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬
ভুল উচ্ছাস বলেছেন:
দুর্বল ঘ্রাণশক্তিটুকু ঐ বৃদ্ধের কাছে বন্দক রেখে বেরিয়ে পড়।
সুন্দর।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
মুনসী১৬১২ বলেছেন: সেই পুরোনো ফ্লেবার.............
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: কিছু পরিবর্তনও ভালো।
৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: মৃত শালিকেরা জেগে উঠবে আরেকবার, কবির কপাল নেমে চোখের সাথে ঢিপ খাবে, আর রঙ্গিন ঘ্রাণেরা ইতস্তত ভালবাসবে...
অনেকদিন পর এরকম লেখা পড়লাম। প্রতিবাদীকণ্ঠ০০৭ এর সাথে সম্পূর্ণ একমত। আপনার এই টাইপের লেখা নির্বাচিত পাতায় যাবে না, পাঠক সংখ্যা ৫০-৬০ এর বেশি হবে না ইত্যাদি ইত্যাদি হচ্ছে সত্য কথা। কিন্তু যে ৩০-৪০ জন পড়বে, তারা ভালো লাগার একটা অনুভূতি নিয়ে ফিরে যাবে,আর সেটাই আপনার বড় পাওনা।
লেখা পড়ে সুনিলের 'জ্বলন্ত জিরাফ' মনে পড়ে গেল।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: "জ্বলন্ত জিরাফ"? ইন্টারেস্টিং...
আমি নিজে অবশ্য ঐ কবিতার বিশেষ কোন আগামাথা বের করতে পারি নাই।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: দারুণ, রিজ!
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: that means a lot, mate.
৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
নস্টালজিক বলেছেন: এজ অলওয়েজ, স্টাইলিশ রিজ ইস হিয়ার!
মুগ্ধপাঠ!
তোমার লেখা আগ্রহ নিয়ে পড়ি!
শুভেচ্ছা!
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: লেখা হয় খেয়ালখুশি মতো, কেউ সেটা পড়ে ভালো ইম্প্রেশন পেলে সেটা চমৎকার বিষয়।
থ্যাঙ্কস, রানা ভাই।
৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
অন্ধ আগন্তুক বলেছেন: এইসব শব্দবাজি , দোকানদারি চুলোয় যাক !
ঘুমোনোই উত্তম , কিংবা ঘুম পাড়ানো !
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: hibernation?
"ঘুমোনোই উত্তম , কিংবা ঘুম পাড়ানো !"
মন্দ বলোনি হে।
৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধপাঠ।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস, বস।
১০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
কালোপরী বলেছেন: চমৎকার
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস
১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: পড়তে ভাল লাগছিল, যদিও এমন লেখা পুরোপুরি বুঝিনা কখনো!
অবশ্য লেখক কি মনে করে লিখেছে তাই কি আর সব সময়ে বোঝা যায়!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
১২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
বোকামন বলেছেন: অসাধারণ +++++++
ভালো থাকবেন
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫
অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতাময় গদ্য। মননশীল পাঠকের অবশ্যই ভাল লাগবে।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
ফ্রাস্ট্রেটেড বলেছেন: নিছকই খেয়ালবশত,
দু'মিনিট সময় এবং কিছু শব্দ কিংবা কোন দৃশ্যের ফানুস কিনতে গেলে মৃত শালিকের চোখে আটকা পড়ে যাই; মুগ্ধ হই।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
১৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০
আদনান০৫০৫ বলেছেন: দুর্বল ঘ্রাণশক্তিটুকু ঐ বৃদ্ধের কাছে বন্দক রেখে বেরিয়ে পড়ি, সাথে সাথে তীব্র রোদে চোখ ধাঁধিয়ে গেলো। হাঁটুতে দু'হাত রেখে খানিক জিরিয়ে নিতে গেলে খেয়াল হলো, ছায়াটাকে আশেপাশে কোথাও দেখছি না।
ওহ, সময় ফুরিয়ে গেছে এতক্ষণে!
ভালো লাগলো রিজ...
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০
বিজন রয় বলেছেন: কোথায় হারালেন ফিরে আসুন একবার।
ফিরে আসুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: সামুতে এই জাতীয় লেখার পাঠকের সংখ্যা খুব ই কম
। ভাল থাকবেন।
লেখা চালিয়ে যাবেন।
সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ।
মনে রাখবেন, হিট জনপ্রিয় লেখক ই আদর্শ লেখক নন। একেকজনের কাছে সফলতার সংজ্ঞা একেকরকম।