![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে স্বাভাবিক সবসময়
সব দোষ আমার!!
আমি কবিতার সঙ্গে কথা বলি কেন?
আমি ফুল পাখিদের প্রলাপ শুনি কেন?
আমি ভ্রমরের গুনঞ্জণ শুনি কেন?
আমি পাতা আর বাতাসের মিতালী দেখি কেন?
আমি ঘাসের উপরে বসা শিশির বিন্দুতে প্রিয়তমার হাসি দেখতে পাই কেন?
আমি সুবজ দিগন্তের মাঝে নির্মল বাতাসকে আলিঙ্গন করি কেন?
সব দোষ আমার!!
আমি নিশিরাতে আলোকিত নক্ষত্রদের পানে চেয়ে থাকি কেন?
আমি নিশিরাতে উদ্ভাসিত জোছনায় প্রিয়তমার মুখ দেখি কেন?
প্রিয়তমার কালকেশ ভেবে অমাবশ্যার ঘন আঁধার রাতে
ভয় না পেয়ে বুনোফুলের গন্ধে মুখ লুকায় কেন?
পূর্ব পুরুষদের সাথে আত্মিক মিলনের আশায় গোরস্হানের পাশে পুকুর ঘাটে
কখনও শ্মশান ঘাটে একা নিশাচর বাদুরের ডানা ঝাপটানা শুনি কেন?
সব দোষ আমার !!
ঝিঁঝিঁ পোকার গান শুনি কেন?
পেঁচার ডাক শুনে ভয় না পেয়ে বরং তার মাঝে ছন্দ খুঁজি কেন?
কুকুর আর মানুষের পাশাপাশি ঘুমানো দেখে প্রতিবাদী হয়ে উঠি কেন?
রাতের আঁধারে কসমেটিকের নগ্ন উগ্রগন্ধ মাখা নিশি-পরীদের ভোগের সামগ্রী না ভেবে
তার গতরে দারিদ্রতার করুণ কান্না দেখতে পাই কেন?
সব দোষ আমার !!
আমি সত্যের মত করে মিথ্যা বলতে পারিনা কেন?
রাজনীতিবিদদের মিথ্যে ফুলছুরিতে হাততালী দেই না কেন?
নিজের অবস্হান ভুলে গিয়ে বস্তিবাসী, আদিবাসি পাড়া গুলিতে কুসংস্কার অজ্ঞতা গুলিকে
টুটি চিপে মারার জন্য সময় অপচয় করি কেন?
শোষকের পদতলে খেটে খাওয়া মানুষদের নিস্পেষণ দেখলে,
চোখের সামনে কোন অন্যায় দেখলে প্রতিবাদী হয়ে উঠি কেন?
সব দোষ আমার !!
আমি কচি ধান গাছের পাতাদের রোদেলা নৃত্য দেখি কেন?
সবুজ তরুনী ক্ষেতে সূর্যের ছটায় হলুদ আবিরে বাউল মনটাকে হারিয়ে ফেলি কেন?
শালিক পাখির, ঘাস ফড়িং এর নৃত্যে আর হরেক পাখির নানা সুরে
প্রিয়তমার হেঁটে যাওয়া, কন্ঠস্বর খুঁজি কেন?
ভেজা মাটির গন্ধের মাঝে নিজের কৃষ্টি সত্বাকে লালন করি কেন?
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৭
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: ধন্যবাদ ভালবাসা থাকল
২| ১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৭
নীল কষ্ট বলেছেন: হ ভাই দোষতো আপনারই, কারণ আপনি সবকিছু দেখেন
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৮
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: ধন্যবাদ
ভালবাসা থাকল
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৪
মাগুর মাছ বলেছেন: ঠিক আছে দোষ আপনার। আপনার উপরে কথা নাই।
তবে লেখা ভাল হয়েছে।