নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পেলে কিছু অন্তর্লিখন করি।আমি মহাজ্ঞানী না।তবে যে কোন বিষয় নিয়ে আমার জানার ইচ্ছা\'টা একটু বেশি।আমি সবাই\'কে বিশ্বাস করতে পছন্দ করি।তবে,বন্ধু এবং বন্ধুত্ব শব্দ টারে বিশ্বাস করি না।আমি আমার বাবা কে প্বৃথিবীর সব থেকে বেশি ভালবাসি।বাবার মত হতে চাই।

কিছু স্বপ্ন

আমি সব সময়ে হাসি-খুসি থাকি।সেটা কষ্টে বা আনন্দেও হতে পারে।

কিছু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

১৫ই অগাস্ট ১৯৭৫

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

শেখ সাহেবের আদর্শ মানী বলেই,কথাটা বলতে ভয় করছে না আমার।শুধু খুনি জিয়ার বউ,ভণ্ড খালেদা জিয়ার দোষ দিয়ে লোভ নাই।কিছু ছেঁচড়া আওয়ামী লীগের নেতাদের কর্ম কাণ্ড দেখলে এই ''১৫অগাস্ট'' শোকের দিন মনে হয় না।মনে হচ্ছে এরা এই দিনটারে নিজেকে উপস্থাপন করতে পারছে।তারা এই দিনটা পেয়ে অনেক খুশি।ভুরি ভোজন করিয়ে লোভ নাই।আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা আজও জানেন না ঐ ভোর রাতে জাতির জনক সহ কত জন শাহাদাত বরন করছে।আওয়ামী লীগের লজ্জা হয়া উচিৎ ঐ সব ছেঁচড়া নেতাদের জন্য।

জনগনের জন্য শুধু জামাতশিবির বা বিএনপি না।আওয়ামী লীগের এই সব ছেঁচড়া নেতারাও বিপদজনক।আজ আওয়ামী লীগের গঠনতন্ত্র এই সব ছেঁচড়া নেতাদের জন্য লজ্জায় মুখরিত।

চুরি তো কম করেন না।তাই আর না হক,একটা দিন নিজের পকেটের টাকা খরচ করে ময়দানে সভা করেন।দু হাত জোর করে মিনতি করছি,জনগণের কষ্টের টাকা চুরি করে রাস্তায় আলোচনা সভার নাম দিয়ে জাতির পিতাকে অপমান করবেন না।মনে রাখবেন জাতির জনক শুধু আওয়ামী লীগের না,''জাতির জনক'' সব বাঙ্গালীর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

নিতাই পাল বলেছেন: বঙ্গবন্ধুর খুনিদের ঘৃণা-ধিক্কার জানানোর মতো ভাষা খুঁজে পাই না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.