![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময়ে হাসি-খুসি থাকি।সেটা কষ্টে বা আনন্দেও হতে পারে।
বাবা,তুমি আছো আজও আমার অস্তিত্বজুড়ে।আমার ভরসা নাম ছিলে তুমি।বলার সুযোগ হারিয়ে আর বলা হয়নি,বাবা তোমাকে ভালবাসি।
মধ্যবত্তি পরিবারে বাবাদের সমস্যা বলতে কিছু নাই।এরা রোবট,এরা পৃথিবীর সেরা অভিনেতা।এরা কষ্টে কাঁদে না,জিজ্ঞাসা করলে বলবে শরীরের নোনা ঘাম।এরা ক্লান্ত হবে তবে কেউ বুঝবে না।এরা একটা শাট-একটা প্যান্ট-এক জোড়া জুতা-আর একটা সস্তা দামের ঘড়িতে সারাটা জীবন পার করে দিতে পারবে।
বাবার পায়ে পা রেখেই প্রথম হাঁটা শিখেছি।আজ তোমাকে ব্যতীত এই পৃথিবীতে বেঈমানের মত নিজ স্বার্থে একা হাঁটছি,কিন্তু কি উপায়ে হাঁটছি তা আমি বুঝি।এখন আমার প্রতিটা সিন্ধান্তে তোমায় মিস করি আব্বু।তোমার মত কেউ বলে না “আল্লাহ্ উপর বিশ্বাস রাখ সব ঠিক হয়ে যাবে”।এখন আর কেউ পাশে এসে দাড়িয়ে মাথায় হাতটি রেখে বলেনা “আমি তো আছি দুঃশ্চিন্তা করিস না,এবার হয় নাই তো কি হইছে,পরের বার হবে।হারার আগে হারিস নারে বাপ।হারার পর হেরে যা”।
গভীর এবং সীমাহীন সমুদ্রে আমাকে এতিম করে ১ বছর ৯ মাস ১৯ দিন আগে তুমি চলে গেছ,না ফেরার দেশে।তুমি একা থাকতে শিখছ,আর আমাদেরও একা থাকতে শিখিয়ে গেলে।যে দিন গুলাতে তুমি নাই,সে দিন গুলাতে আমি কেমন আছি আমার বিধাতাই জানে।এই সমুদ্রটা অনেক বড়।আকাশের থেকেও বর।কিছুতেই শেষ হয় না।
তুমি আমাকে বলতে,''ধুর বলদ সবাই তোরে ছেড়ে গেলে কি হয়ছে,আমি আছি না''।আমাকে একা করে কোথায় যাবে না।কিন্তু শেষ মেষ একা করে চলে গেলে।শেষ মেষ তুমিও মিথ্যা বল্লা।একটা বার আমার কথা ভাবলা না আব্বু।
তোমার মনে আছে আব্বু ? টাইফয়েড জ্বরে যখন আমি দিসে হারা হয়ে কান্না করছিলাম তখন তুমি আমাকে তোমার বুকের সাথে চাপ দিয়ে ধরে রাখছিলে আর তুমিও কান্না করতাছিলা।আব্বু এখনও জ্বর উঠে আমার।কিন্তু এখন এই পৃথিবীতে কেউ তোমার মত বুকে জরিয়ে ধরে না।মোনাজাতে কান্না করে কেউ বলে না তোমার মতন করে - ''আল্লাহ্ আমার পোলারে সুস্থ করে দেও''।
শত কষ্টের মাঝেও পুরো পরিবারটাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখতে।পরম নির্ভরতার প্রতিক হয়ে দারিয়ে থাকতে আমার পাশে।তোমার সদা হাসজ্জল মায়ায় ভরা মুখটা ভুলতে পারছি না কিছুতেই।অনেক দিন তোমার সঙ্গে জম্পেশ আড্ডা হচ্ছে না।টিভিতে একসঙ্গে পাশাপাশি বসে খবর-ক্রিকেট-ফুটবল খেলা আর দেখা হয় না।তুমি নিজেকে নিয়ে না ভেবে,আমাকে নিয়ে ভাবতে।পরিবারের কার কি লাগবে এই ভাবনাতেই তোমার জীবন ছিল।কোন মানুষ যে এত করতে পারে,আব্বু তোমাকে না পেলে বুজতাম না।কিন্তু এখন নি:শ্বাস ফেলতে পাড়ছি না এই পৃথিবীতে।অভিনয় শিখেছি বলে বেঁচে আছি তবে আমি খুব একা হয়ে আছি।তুমি তো জানতে আমি এভাবে থাকতে পারি না।আমি হেরে যাচ্ছি,আব্বু।
ঐ আকাশে তোমার নম্বরে যোগাযোগ করতে পারছি না।কিন্তু খুব দরকার যোগাযোগ করার।আগে কখনো দেখিনি উচিৎ কথা বলতে তুমি পিছ পা হইছো।তবে ঐ সাদা খামে কী আছে,যা তুমি বলতে পারছো না আমাকে।তোমার ঐ খামে কি আমার জন্য তোমার হাতের ভালোবাসা দিয়ে লেখা চিঠি আছে ? না কি আর আগের মতন ভালোবাস না এখন আর আমায়।আব্বু রাগ কর না।দেরি হলেও আর কোথায় যাব বল।আর কিছু দিন বাদে তোমার কাছে'ই ফিরব।
ভালো থাকুক সকল বাবা'রা।সকল বাবাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।
©somewhere in net ltd.